কারণ ইতিমধ্যেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোসার্জারি শুরু হয়েছে। গত কয়েকদিনে সফলভাবে বেশ কয়েকজন রোগীর চিকিৎসা পর্যন্ত হয়েছে। নিউরোসার্জারি চিকিৎসা পরিষেবা আরও উন্নত করতে পরিকাঠামো ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছে। তার মধ্যে অন্যতম গ্রিড করিডর।
মালদা মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, হাসপাতালে বিশেষ টেলি নিউরোসার্জারি শুরু হয়েছে। এই পদ্ধতিতে মালদা মেডিকেলে কোনও রোগী ভর্তি হলে তাঁর সমস্ত পরীক্ষা, সিটি স্ক্যানের (CT Scan) রিপোর্ট অনলাইন পদ্ধতিতে কলকাতা SSKM হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিউরো বিভাগের বিশেষজ্ঞ নিউরোলজিস্ট চিকিৎসকেরা রিপোর্ট দেখে সেখান থেকেই কি চিকিৎসা হবে বলে দেন। সেই মতো মালদা মেডিকেলের চিকিৎসক রোগীর চিকিৎসা করেন।
এই পদ্ধতিতে ইতিমধ্যে ব্যাপক সাফল্য মিলছে। গত এক মাসে টেলি নিউরোসার্জারি পদ্ধতিতে ১০ জনের বেশি রোগী সুস্থ হয়েছেন। এতদিন ব্রেন স্ট্রোকের তেমন চিকিৎসা পরিকাঠামো ছিল না মালদা মেডিকেলে। ফলে বহু রোগী এই রোগের সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন। বর্তমানে মালদা মেডিকেলে পরিকাঠামো তৈরি হয়েছে। উপকৃত হচ্ছেন বহু মানুষ।
চিকিৎসকেরা জানান, ব্রেন স্ট্রোকের রোগীদের দ্রুত সুস্থ করতে হলে গোল্ডেন সময়ের মধ্যে হাসপাতালে নিয়ে আসতে হবে। অর্থাৎ কোনও রোগীর ব্রেন স্টোক হওয়ার দু’ঘন্টার মধ্যে হাসপাতালে নিয়ে আসতে হবে জরুরি ভিত্তিতে। ব্রেন স্ট্রোক রোগীর চিকিৎসা খুব দ্রুত প্রয়োজন।
তাই কোনও রোগীকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে দ্রুত পরিষেবা দেওয়ার জন্য এই গ্রিন করিডর। জরুরি বিভাগ থেকে বর্হিবিভাগের ১০৪ নম্বর রুম পর্যন্ত এই গ্রিন করিডর করা হয়েছে।
বর্হিবিভাগের একশো চার নম্বর রুমে সিটি স্ক্যান করানো হয়। ব্রেন স্ট্রোকের রোগীর দ্রুত সিটি স্ক্যান করে সেই রিপোর্ট দেখেই চিকিৎসা শুরু হয়। তাই সবার প্রথমে দ্রুত সিটি স্ক্যান করতে এই ব্যবস্থা মেডিকেল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষের এই বিশেষ উদ্যোগকে ইতিমধ্যেই সাধুবাদ জানিয়েছেন জেলার চিকিৎসক মহল।