জানা গিয়েছে, অভিযুক্ত যাত্রী বিহারের বাসিন্দা। তাঁর নাম নীরজ কুমার। তার কথাবার্তায় বিস্তর অসঙ্গতি পাওয়া যায়। এরপরই ওই টাকা বাজেয়াপ্ত করে যাত্রীকে আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এভাবে শহর ও শহরের উপকণ্ঠে ভুরি ভুরি ক্যাশ টাকা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার বিকেলে পার্ক স্ট্রিট (Park Street) এলাকা থেকে কলকাতা পুলিশের এক বিশেষ টিম প্রায় কোটিখানেক নগদ টাকা এক ব্যক্তির গাড়ির ডিকি থেকে উদ্ধার করে।
জানা গিয়েছে, ওই মারুতি গাড়ির পিছনেই ডিকিতে সাজানো ছিল থরে থরে টাকার বান্ডিল। লালবাজারের গুণ্ডা দমন শাখা সূত্রে খবর, ধৃতের নাম রাজেশ কাসেরা ওরফে রাজেশ আগরওয়াল।
উল্লেখ্য, এর কয়েকদিন আগে গড়িয়াহাট থেকে একটি গাড়ির মধ্যে প্রায় এক কোটি নগদ টাকার বান্ডিল উদ্ধার করা হয়। তারও আগে বালিগঞ্জ থেকে উদ্ধার হয় প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা বাজেয়াপ্ত করেছিল ইডি। তারও আগে বার দুয়েক বর বাজার থেকে প্রায় এক কোটি টাকার মতো নগদ বাজেয়াপ্তের ঘটনা ঘটেছে।