Money Recovery: এবার হাওড়ায় যখের ধন, শহর থেকে ফের উদ্ধার লাখ লাখ টাকা – huge amount of cash seized from howrah station


West Bengal Local News: পার্কস্ট্রিটের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার যখের ধন হাওড়ায়। কলকাতার পার্ক স্ট্রিটে কোটি টাকারও বেশি নগদ উদ্ধারের দুদিনের মধ্যেই এবার হাওড়া স্টেশন থেকে উদ্ধার হল নগদ প্রায় ৪০ লাখ টাকা। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ।

আর পি এফ সূত্রে জানা গিয়েছে, ডাউন পাটনা-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসের এক যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণ টাকা। এদিন হাওড়া স্টেশনের ১১ নম্বর প্ল্যাটফর্মে রুটিন তল্লাশি চালানোর সময় এক যাত্রীর ব্যাগ থেকে ওই নগদ টাকা উদ্ধার করে আর পি এফ। যদিও ওই টাকার কোনও বৈধ কাগজপত্র যাত্রীর কাছে ছিল না। ওই টাকা তিনি কী উদ্দেশ্যে? কোথায় নিয়ে যাচ্ছিলেন তারও কোনও সদুত্তর দিতে পারেননি ওই যাত্রী।

Kolkata Money Recovery : পার্ক স্ট্রিটে গাড়িতে উদ্ধার ৫০ লাখ টাকা, পুলিশের জালে ১

জানা গিয়েছে, অভিযুক্ত যাত্রী বিহারের বাসিন্দা। তাঁর নাম নীরজ কুমার। তার কথাবার্তায় বিস্তর অসঙ্গতি পাওয়া যায়। এরপরই ওই টাকা বাজেয়াপ্ত করে যাত্রীকে আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এভাবে শহর ও শহরের উপকণ্ঠে ভুরি ভুরি ক্যাশ টাকা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার বিকেলে পার্ক স্ট্রিট (Park Street) এলাকা থেকে কলকাতা পুলিশের এক বিশেষ টিম প্রায় কোটিখানেক নগদ টাকা এক ব্যক্তির গাড়ির ডিকি থেকে উদ্ধার করে।

Digha Sea Beach : ‘উড়তা দিঘা!’ সৈকতে কেজি কেজি গাঁজা উদ্ধারে বাড়ছে উদ্বেগ, সক্রিয় পুলিশ

জানা গিয়েছে, ওই মারুতি গাড়ির পিছনেই ডিকিতে সাজানো ছিল থরে থরে টাকার বান্ডিল। লালবাজারের গুণ্ডা দমন শাখা সূত্রে খবর, ধৃতের নাম রাজেশ কাসেরা ওরফে রাজেশ আগরওয়াল।

উল্লেখ্য, এর কয়েকদিন আগে গড়িয়াহাট থেকে একটি গাড়ির মধ্যে প্রায় এক কোটি নগদ টাকার বান্ডিল উদ্ধার করা হয়। তারও আগে বালিগঞ্জ থেকে উদ্ধার হয় প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা বাজেয়াপ্ত করেছিল ইডি। তারও আগে বার দুয়েক বর বাজার থেকে প্রায় এক কোটি টাকার মতো নগদ বাজেয়াপ্তের ঘটনা ঘটেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *