Nadia News : নদিয়ায় বিএসএফের মহিলা কনস্টেবলকে ধর্ষণ, সরব খোদ মুখ্যমন্ত্রী – nadia bsf jawan allegedly molested a bsf woman constable in nadia


এই সময়, কৃষ্ণনগর ও কলকাতা: নদিয়ার কৃষ্ণগঞ্জের বিএসএফের ক্যাম্পে (BSF Camp) সেখানকার এক মহিলা কনস্টেবলকে ধর্ষণের অভিযোগ উঠল বাহিনীরই এক জওয়ানের বিরুদ্ধে। নদিয়া থেকে এসএসকেএমে আনার পরে ওই মহিলা কনস্টেবল ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে কলকাতা পুলিশ (Kolkata Police) একটি ‘জ়িরো এফআইআর’ দায়ের করেছে।

Narendrapur Assault Case : কাজ দেওয়ার নামে গৃহবধূকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ, সোনারপুরে চাঞ্চল্য
সূত্রের খবর, অভিযুক্ত জওয়ানকে ইতিমধ্যে সাসপেন্ডও করেছে বাহিনী। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এ দিন শিলিগুড়িতে এ নিয়ে মুখ খোলেন। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘আমার কাছে খবর এসেছে, এক মহিলা ধর্ষিতা হয়েছেন।

Purba Medinipur News: পাতা কুড়োতে গিয়ে পাওয়া গোলাকৃতি বস্তু ছুড়তেই বিস্ফোরণ! ভগবানপুরে জখম মা-শিশু
একজনকে (কোচবিহারের প্রেমকুমার বর্মণ) ১৮০টি ছররা গুলি মেরেছে। এসপিকে বলছি দেখতে। কাউকে ছেড়ে দেওয়া যাবে না।’ পুলিশ সূত্রে খবর, ১৮ ফেব্রুয়ারি নির্যাতিতাকে কৃষ্ণগঞ্জের বিএসএফ ব্যারাক থেকে আনা হয় বিধাননগরের একটি সেনা হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পরে নির্যাতিতাকে এসএসকেএমে স্থানান্তরিত করার পরামর্শ দেন।

Dakshin 24 Pargana : বারুইপুরে অটো চালকের রক্তাক্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
ওই রাতেই নির্যাতিতাকে বিধাননগরের হাসপাতাল থেকে এসএসকেএমে আনা হয়। ভবানীপুর থানায় নির্যাতিতা ওই বিএসএফ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। কলকাতা পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে ‘জ়িরো এফআইআর’ করে প্রাথমিক অনুসন্ধানের পর তার রিপোর্ট কৃষ্ণগঞ্জ থানায় পাঠিয়ে দিয়েছে।

Dakhin 24 Pargana: খাবারের লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণীর নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, পরে কুড়ি টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টা
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ইতিমধ্যে আদালতে অভিযোগকারিণীর গোপন জবানবন্দিও নথিভুক্ত হয়েছে। নির্যাতিতাও এখন এসএসকেএমে চিকিৎসাধীন। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

South 24 Parganas News : মেলা দেখে ফেরার পথে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, কুলতলিতে গ্রেফতার ২
এ দিন বিএসএফের মহিলা কনস্টেবলের ধর্ষণের বিষয়টি নিয়ে টুইট করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি প্রশ্ন তুলেছেন, ‘বিজেপি এবার কী বলবে?’ বিএসএফের পদস্থদের কেউই অবশ্য বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি। এ নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছে তৃণমূল।

TMC Conflict : রায়নায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় চলল গুলি, ধৃত ২
রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, ‘কৃষ্ণগঞ্জ থানা এলাকার একটি বিএসএফ ক্যাম্পে এ রকম ঘটনা ঘটেছে বলে শুনেছি। খুবই নিন্দনীয় ঘটনা। দেশকে পাহারা দেওয়ার দায়িত্ব যাঁদের কাঁধে, তারাই যদি এমন ন্যক্কারজনক ঘটনা ঘটায়, মহিলা কর্মীর চরম সম্মানহানি করে-তাহলে কী বার্তা যাবে দেশবাসীর কাছে? স্বরাষ্ট্রমন্ত্রী এবার কী বলবেন?’

Murshidabad News : জমি নিয়ে চরমে বিবাদ, সামশেরগঞ্জে বাবাকে কুপিয়ে খুন ছেলের
যদিও এ নিয়ে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বক্তব্য, ‘এটা রাজনৈতিক বিষয় নয়, সেটাও বোধহয় ভুলে যাচ্ছেন ওঁরা। বিজেপি একশো ভাগ নৈতিকতায় বিশ্বাসী। আমরা চাইব, চরম ও দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয়।’ কৃষ্ণগঞ্জ থানা সূত্রে জানা গিয়েছে, এ দিন সন্ধ্যা পর্যন্ত তাদের কাছে কলকাতা পুলিশ বা জেলা আধিকারিকদের কাছ থেকে কোনও রিপোর্ট আসেনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *