Newtown Flats Rent : নিউটাউনে জলের দরে ফাঁকা ফ্ল্যাট, চাকরিজীবীদের জন্য ‘স্মার্ট’ উদ্যোগ হিডকোর – hidco to rent co living and co working flats soon in newtown


শহর এবং শহরতলীর কর্মরতদের জন্য এবার অভিনব উদ্যোগ হিডকোর (HIDCO)। নিউটাউন (Newtown), রাজারহাট (Rajarhat) এলাকার আইটি হাব এবং বেসরকারি সংস্থাগুলিতে কর্মরতরা অনেক সময়ই অফিসের বেপট টাইমিংয়ের জন্য বাড়ি ফেরার সময় দুর্ভোগে পড়েন। সে ক্ষেত্রে অফিস চত্বরেই তাঁদের থাকার জন্য বিশেষ বন্দোবস্ত। ভাড়ায় মিলবে ‘স্মার্ট কানেক্ট’ ফ্ল্যাট।

Flat At Kolkata : কসবা-কল্যাণী-ব্যারাকপুরে ১১ লাখে ফ্ল্যাট KMDA-এর! কারা আবেদন করতে পারবেন?

কী এই স্মার্ট কানেক্ট (Smart Connect) ফ্ল্যাট?

নিউটাউন এলাকায় স্মার্ট কানেক্ট ফ্ল্যাট তৈরি করেছে হিডকো। ৫৩ হাজার স্কোয়্যার ফিটের উপর ২ একর এলাকা জুড়ে তৈরি এই প্রজেক্টে অনায়াসেই মিলবে রুম ভাড়া। নিউটাউনে থাকার জন্য পাওয়া যাবে কো-লিভিং এবং কো-ওয়ার্কিং ফ্ল্যাট। যেখানে চাকুরিজীবীরা দিন পিছু ভাড়া নিতে পারবেন ফ্ল্যাটগুলি। প্রতি মাসেও ভাড়া নেওয়া যাবে এই কো-লিভিং ফ্ল্যাট।

Flat In Barrackpore Kalyani : বাজেটের মধ্যেই স্বপ্নপূরণ, ব্যারাকপুর-কল্যাণীতে ফ্ল্যাট KMDA-র! জানুন আবেদনের পদ্ধতি

কো-ওয়ার্কিং ফ্ল্যাট (Co-Working Flat)

হিডকো সূত্রে জানা গিয়েছে, নিউটাউনের স্মার্ট কানেক্ট প্রজেক্টে (Newtown Smart Connect Project) রয়েছে দু’টি হাউজিং ব্লক। যার মধ্যে একটি কো-ওয়ার্কিং। এই ব্লকে রয়েছে ৩৩০টি ওয়ার্ক স্টেশন। রয়েছে পার্কিং এরিয়া। যেখানে একসঙ্গে মোট ১০০টি গাড়ি পার্ক করা যাবে। তিন হাজার স্কোয়্যার ফিটের এই কো-ওয়ার্কিং স্টেশনে রয়েছে ব্যাঙ্কোয়েট হল। সেখানে মিটিং, কনফারেন্সেরও আয়োজন করা যাবে। রয়েছে একটি ছয় হাজার স্কোয়্যার ফিটের ওপেন লন এরিয়াও।

এছাড়াও রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত মাল্টি জিম, ওয়েলনেস সেন্টার, ইন্ডোর গেম রুম, লাইব্রেরি, ৫২ আসনের ক্যাফেটেরিয়া। ২৪ ঘণ্টার জন্যেই রুমে মিলবে ডাইনিং পরিষেবা এবং লন্ড্রি পরিষেবা।

কেউ যদি কম খরচ স্টার্ট আপ ব্যবসা শুরু করতে উদ্যোগী হয় তবে হিডকোর এই স্মার্ট কানেক্ট প্রজেক্টের ফ্ল্যাটগুলি অত্যন্ত সহায়ক হবে। এমনটাই জানাচ্ছে কর্তৃপক্ষ। এই প্রজেক্টে মোট ৩ হাজার ৭০ স্কোয়্যার মিটার এলাকা জুড়ে তৈরি হচ্ছে এই কো-ওয়ার্কিং স্পেস (Co-Working Space)।

Kolkata Municipal Corporation : সম্পত্তিকর আদায় বাড়াতে বিশেষ অভিযান পুরসভার

কত ভাড়া কো-লিভিং ফ্ল্যাটের?

স্মার্ট প্রজেক্টের মধ্যে কো-লিভিংয়ের (Co-Living Flats) জন্য বরাদ্দ হয়েছে ৪ হাজার ৬২৪ স্কোয়্যার মিটার এলাকা। সেখানে থাকবে ৮৪টি শীতাতপ নিয়ন্ত্রিত সিঙ্গল ইউনিট ফ্ল্যাট। এছাড়াও কো-লিভিংয়ের জন্য মিলবে ৩৩টি এক্সিকিউটিভ কেবিন। প্রতিটিতেই থাকবে ওয়াশরুমের ব্যবস্থা। দুপুর ১২টা থেকে পরদিন সকাল ১১টা পর্যন্ত ভাড়া নেওয়া যাবে এই কো-লিভিং ফ্ল্যাট। দিন পিছু খরচ পড়বে ৯৯৯ টাকা। জিএসটির খরচ অতিরিক্ত। প্রত্যেক ফ্ল্যাট মিলবে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এক মাসের জন্য কো-লিভিং ফ্ল্যাট ভাড়া নিতে খরচ হবে ১৪ হাজার ৯৯৯ টাকা। জিএসটি অতিরিক্ত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *