Newtown Zoo: আলিপুরকে হার মানাবে নিউটাউন চিড়িয়াখানা, এবার দেখা মিলবে বিরল বিদেশি বাঁদর থেকে বাঘ-সিংহের – three species of exotic monkey and more animals to join newtown zoo very soon


এই সময় ডিজিটাল, এলিনা দত্ত

Kolkata Best Tourist Places: মাত্র কয়েকটি হরিণ ও কুমির নিয়ে পথ চলা শুরু করা নিউটাউনের ডিয়ার পার্ক এখন মিনি চিড়িয়াখানা। শহরের দক্ষিণে অবস্থিত আলিপুর চিড়িয়াখানাকে টক্কর দিতে মিনি জু-এ আরও বাড়ছে সদস্য সংখ্যা।

নয়া অতিথি কারা?

নিউটাউন হরিণালয়ের দায়িত্বে থাকা আধিকারিক বিবেক ওঝা এই সময় ডিজিটালকে জানান, আগামী কয়েকদিনের মধ্যেই তিন রকমের Exotic Monkey অর্থাৎ বিদেশি বাঁদর ছাড়া হবে এই চিড়িয়াখানায়।

জানা গিয়েছে, আমেরিকা, ব্রাজিল ও অ্যামাজনের বাসিন্দা এই বাঁদরগুলি দেখতে একেবারে অন্যরকমের। সিংহের মতো কেশরওয়ালা থেকে কিউট ফেস কাপুচিন। যে তিন প্রজাতির বাঁদর এই চিড়িয়াখানায় আনা হচ্ছে সেগুলি হল, Panamanian White-faced capuchin, Golden-Headed Lion Tamarin এবং White Lipped Tamarin। প্রত্যেক প্রজাতির ২ থেকে তিনটি করে প্রাণীর ঠিকানা হতে চলেছে নিউটাউন। আগামী দিন দশেকের মধ্যেই দেখা মিলবে তাদের। মিষ্টি এই বাঁদরগুলি ছোটদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করবে বলে আশা চিড়িয়াখানা কর্তৃপক্ষের।

African Cheetah In India : ‘এলেম নতুন দেশে…’, ভারতে ‘থাবা’ রাখল ১২ আফ্রিকান চিতা

বাঘ-সিংহ আসবে কবে ?

এছাড়াও নিউটাউন চিড়িয়াখানায় বাঘ, সিংহ আনার পরিকল্পনা দীর্ঘদিনের। এছাড়াও চিতা বাঘ, বন বিড়াল, বাঘ রোলেরও দেখা মিলবে। আধিকারিকরা জানাচ্ছেন, শীঘ্রই জু-এর জৌলুস বাড়াতে দেখা মিলবে এদের। তার জন্য উপযুক্ত পরিকাঠামো তৈরির কাজ চলছে দ্রুত গতিতে। জু কর্তৃপক্ষ সূত্রে খবর, শুধু বাঘ-সিংহই নয়, আনা হবে হিমালয়ান ব্ল্যাক বেয়ার অর্থাৎ কালো ভালুক।

চিড়িয়াখানায় নতুন কী?

বনের রাজা পা এখনও নিউ টাউন ডিয়ার পার্ক (New Town Deer Park) অর্থাৎ মিনি জু (Newtown Mini Zoo)-তে না পরলেও জঙ্গলের অন্যান্য সদস্যরা আগে থেকেই হাজির সেখানে। শেষ বড়দিনের আগেই পরিবারে নতুন সদস্য হিসেবে জুড়েছে জেব্রা ও জিরাফ। আলিপুর চিড়িয়াখানা থেকেই এদের মিনি জু-তে আনা হয়েছে।

New Town Mini Zoo: কলকাতাবাসীর জন্য সুখবর, ঘরের পাশেই চিড়িয়াখানায় জেব্রার পর এবার জলহস্তি

জায়গা সঙ্কুলান হওয়ার কারণে খুব বড় কোনও প্রজাতি এই চিড়িয়াখানায় আনা সম্ভব হবে না বলে জানা গিয়েছে। তবে বাঘ, সিংহ, চিতা এবং ভালুকের জন্য সম্পূর্ণ আলাদা এনক্লোজার তৈরি করা হবে বলে জানিয়েছেন জু-এর দেখাশুনার দায়িত্বে থাকা আধিকারিক।

নিউটাউন চিড়িয়াখানায় বর্তমানে কোন কোন প্রাণী রয়েছে?

বর্তমানে এখানে বাঁদর ছাড়াও দেখা মিলবে নোনা জলের কুমির (Salt Water Crocodile),জেব্রা, জিরাফ, মার্স কুমির, বার্কিং ডিয়ার, স্পটেড ডিয়ার-এর। এছাড়া ম্যাকাও, কাকাতুয়া, জল প্রিয় বিভিন্ন পাখি, অ্যামাজন টিয়া, গ্রে টিয়া, লরি, পিঞ্চ বার্ড-এর মতো ১০০ বিরল প্রজাতির পাখি।

Viral Video: ডাঙায় উঠতেই কুমিরকে ছেঁকে ধরল সিংহের দল! দুই রাজার লড়াইয়ে জিতল কে?
খুব কম সময়ে কলকাতার অন্যতম জনপ্রিয় ঘোরার জায়গা হিসেবে নাম কিনে নিয়েছে মিনি জু-তে (New Town Mini Zoo)। নিউ টাউনের ইকোপার্ক লাগোয়া ৬ নম্বর গেটের পাশেই জঙ্গলের সদস্যদের ঠিকানা। ২০১৬ সালে হিডকোর দেওয়া ১৩ একর জমির উপর গড়ে উঠেছে এই মিনি জু। সপ্তাহান্তে বা উৎসবের দিনে মিনি জু-তে উপছে পড়ে কচিকাঁচা থেকে বড়দের ভিড় ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *