Recruitment Scam : বারসতের বাড়ি তালাবন্ধ, নিমেষে ‘গায়েব’ তাপস মণ্ডলের পরিবারের সদস্যরা – after arrest in recruitment scam tapash mondal family members vacate his barasat house


নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় ইতিমধ্যেই বেসরকারি বিএড ও ডিএলড সংগঠনের সভাপতি তাপস মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। তাপসকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বুধবার তাপসের বারাসতের বাড়িতে গিয়ে ধরা পড়ল এক অন্য চিত্র। সেখানে গিয়ে দেখা গিয়েছে, তাঁর গোটা পরিবার বাড়িতে তালা বন্ধ করে চলে গিয়েছে। হঠাৎ করে তাপসের পরিবারের সদস্যরা বেপাত্তা হয়ে যাওয়ায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।

তাপসের প্রতিবেশীরা জানিয়েছেন, মঙ্গলবার বিকেল অবধিও তাপসের বাড়িতে লোকজন ছিল। বেলা বাড়তেই দেখা যায় বাড়ির দরজায় তালা লাগানো রয়েছে। তাপসের পরিবার কখন বাড়ি ছেড়ে চলে গিয়েছে, তা জানতেও পারেনি প্রতিবেশীরা। স্থানীয় সূত্রে, জানা গিয়েছে, তাপসের বাড়িতে তাঁর স্ত্রী, ছেলে, পুত্রবধূ ও নাতি থাকলেও বুধবার কারও দেখা মেলেনি।

Primary TET : ‘প্রভাবশালী একজন আমাকে ফাঁসিয়েছে…’, আদালতে ঢোকার মুখে বিস্ফোরক তাপস
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তাপসের ছেলে স্কুল শিক্ষক পদে কর্মরচ। এলাকার বাসিন্দারা তাঁকে বিজু নামেই চেনে। কী কারণে তাঁর পরিবারের সদস্যরা হঠাৎ করে বাড়ি থেকে বেপাত্তা হলেন, তা নিয়ে এখনও ধন্দে রয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে সেখানে থাকলেও তাপসের পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় কারও মেলামেশা নেই। তাঁদের দাবি, তাপস মণ্ডল যে নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত, তা আন্দাজ করতে পারেননি এলাকাবাসী। সংবাদমাধ্যমে গোটা ঘটনাটি জানার পর তাঁদের চোখ কপালে ওঠে।

Tapas Mondal Arrested : CPI কর্মী থেকে ‘গোল্ড মেডেলিস্ট’ শিক্ষাবিদ! কী ভাবে কোটি কোটি টাকার লেনদেনে জড়ান তাপস?
স্থানীয় বাসিন্দা অনেকের দাবি, তাপস মণ্ডল বেসরকারি বি.এড বা ডিএলএড কলেজের সঙ্গে যুক্ত সেকথা তাঁরা ঘুণাক্ষরেও জানতেন না। তাঁরা অনেকেই জানতে যে তাপস ওকালতির সঙ্গে যুক্ত। হঠাৎ করে গোটা পরিবার বাড়ি থেকে গায়েব হয়ে যাওয়ায় ধোঁয়াশা তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা নির্মল বিশ্বাস বলেন, “আজ সকাল ১১টা থেকে দেখছি বাড়ির তালাবন্ধ। মঙ্গলবার পরিবার কোনও সদস্যকে দেখা না গেলেও তাঁরা বাড়িতেই ছিলেন। ছেলে আমার সকলেই চিনি, তাঁর ডাক নাম বিজু। পাড়ার কারও সঙ্গে ওঁরা মেলামেশা করেন না। পরিবারর আচরণ এমনি ভদ্র, এইটুকুই বলতে পারি। সে কী কেলেঙ্কারিতে জড়িয়েছে, সেটা তাঁর দায়িত্ব।”

TET Recruitment Scam : নিয়োগ দুর্নীতি মামলায় এবার CBI-র হাতে গ্রেফতার মানিক ঘনিষ্ঠ তাপস
নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের গ্রেফতারের পর থেকে তাপস মণ্ডেলর নাম সামনে আসে। তাঁকে একাধিকবার জেরা করে সিবিআই। তাপসের মুখেই প্রথম হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের নাম শোনা যায়। নিয়োগ দুর্নীতিতে কুন্তলও জড়িত বলে দাবি করেন তাপস। পালটা তাপস মণ্ডলের বিরুদ্ধে তাঁকে ফাঁসানোর অভিযোগ করে কুন্তল। আগামী দিনে এই মামলা কোন দিকে যায়, সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *