Siliguri News: পচা বিরিয়ানি! মুখ্যমন্ত্রীর সভায় যোগ দিতে আসা পড়ুয়াদের খাবার নিয়ে আন্দোলনে BJP – bjp showing protest over rotten biriyani at siliguri


Biriyani News: বিরিয়ানি ঘিরে এবার সরগরম রাজনীতি। পড়ুয়াদের পাতে পচা বিরিয়ানি। এবার সেই নষ্ট হয়ে যাওয়া বিরিয়ানি বিলির অভিযোগ ঘিরে শোরগোল শিলিগুড়ির রাজনীতিতে। এবার সেই পচা খাবারের প্রতিবাদে আন্দোলনে নামল বিজেপি।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার। শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর সভা ছিল। সেখানে স্কুল পড়ুয়াদের আনা হয়েছিল। কিন্তু, অভিযোগ উঠেছে স্কুল পড়ুয়াদের নষ্ট হয়ে যাওয়া বিরিয়ানি দেওয়া হয়েছিল। যা নিয়ে ক্ষোভপ্রকাশ করে পড়ুয়া থেকে তাদের অভিভাবকেরা। এদিকে পড়ুয়াদের এমন বিরিয়ানি দেওয়ায় ক্ষোভে আন্দোলনে নেমেছে বিজেপি।

Alipurduar News: ফ্রিজ খুলতেই নাকে এল পচা গন্ধ, চমকে উঠলেন আলিপুরদুয়ারের মহকুমা শাসক

BJP-এর দাবি

বুধবার পচা বিরিয়ানি ইস্যুতে বাঘাযতীন পার্কের সামনে আন্দোলনে নামে বিজেপি। এদিন সেখানে অবস্থান বিক্ষোভ দেখানো হয়। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সেই কর্মসূচির দায়িত্বে ছিলেন। এদিন তিনি বলেন, ”তাঁদের সতর্ক থাকা উচিত। কিন্তু সতর্ক থাকার বদলে তাঁরা এব্যাপারে অন্যের দিকে আঙুল তুলছেন। সরকারি পয়সায় ছাত্রছাত্রীদের ডেকে নিয়ে এসে মুখ্যমন্ত্রী রাজনৈতিক ভাষণ দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর সভায় লোক ডাকলে কেউ আসেন। পাশাপাশি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে দফারফা করে দেওয়া হয়েছে। কবে হাল ফিরবে জানিনা। শিলিগুড়ির সবস্তরের মানুষ এর বিরুদ্ধে রাস্তায় নামবে।”

কেন পচা বিরিয়ানি?

এবিষয়ে মেয়র গৌতম দেব বলেন, ”মঙ্গলবার হাজার হাজার পড়ুয়া এসেছিল। হঠাৎ গরম পড়েছে। গরমের কারণে কিছু বিরিয়ানি খারাপ হয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে বদল করে অন্য খাবার দেওয়া হয়েছে। যাদের কাজ নেই তাঁরা ওই নিয়ে রাস্তায় নেমেছে।”

Siliguri Biriyani : মুখ্যমন্ত্রীর সভায় পড়ুয়াদের পচা বিরিয়ানি! অভিযোগ ঘিরে হুলস্থূল কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম

উল্লেখ্য, মঙ্গলবার ভাষা দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানের জন্য শিলিগুড়ি শিক্ষা জেলার ১২ টি স্কুলের ১০৪০ জন পড়ুয়াকে নিয়ে আসা হয়। অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের তরফে পড়ুয়াদের মধ্যাহ্ন ভোজন হিসেবে বিরিয়ানি আনা হয়েছিল। খাবারের গুণগত মান নিয়ে প্রথম স্কুল শিক্ষকরা প্রতিবাদ করেন। দেখা যায় বিরিয়ানির প্যাকেটের খাবার পচে গন্ধ ছেড়ে গিয়েছে।

দেখা যায় বিরিয়ানির প্যাকেটের খাবার পচে গন্ধ ছেড়ে গিয়েছে। ফলে খাবার মুখে তুলতে পারে না কেউই। ফেলা যায় প্রচুর প্যাকেট খাবার। শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের প্রধান শিক্ষক উৎপল দত্ত জানান, বিরিয়ানি প্যাকেট খুলতেই পচা গন্ধ নাকে লাগে। তবে খাবারের গুণগত মান নিয়ে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরকে জানানো হলে তারা খাবার বিলি বন্ধ রাখেন। সেই ঘটনা নিয়েই এদিন আন্দোলনে বিজেপি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *