বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এবং তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডলের বিবাহ বিচ্ছেদের মামলা এখনও সম্পন্ন হয়নি। সম্প্রতি সুজাতা মণ্ডল সৌমিত্র খাঁকে নিয়ে সোশাল মিডিয়া তীব্র কুরুচিকর কিছু মন্তব্য করেন। দলের সাংসদের উদ্দেশে এমন মন্তব্যের প্রতিবাদ জানাতে বুধবার বাঁকুড়ার বড়জোড়া বিজেপি পার্টি অফিসে সমবেত হয় বিজেপির মহিলা মোর্চার সদস্য সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকেরা।
বিজেপি নেত্রীর মন্তব্য
সেই কর্মসূচিতেই বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সম্পাদিকা মিনতি দাস তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডলের উদ্দেশে কুরুচিকর মন্তব্য করেন। তিনি বলেন,”সুজাতা মণ্ডল সল্টলেকে সহবাস করে করলে করুক আপত্তি নেই। তিনি সহবাস করলে ১টার জায়গায় ৫০ টি সন্তান হবে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাঙ্ক বাড়বে।”
তৃণমূলের পালটা জবাব
বিজেপি নেত্রীর এমন মন্তব্যের তীব্র নিন্দা করেছে জোড়াফুল শিবির। সুর চড়িয়েছে শাসক দল। তৃণমূল বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অলোক মুখোপাধ্যায় জানান,”একজন মহিলা সম্পর্কে না জেনে কারও সম্পর্কে মন্তব্য করা ঠিক নয়। সুজাতা অত্যন্ত ভালো মেয়ে। বিজেপির মহিলাদের কালচার এটাই কুৎসা করে বেড়ানো। বিজেপির পায়ের তলার মাটি শেষ। তাই নোংরা জায়গা ঘাঁটছে। নোংরা কথা না বললে তো কাগজে-টিভিতে নাম আসবে না। তাই সব প্রতিযোগিতায় নেমেছে।”
উল্লেখ্য, দিন কয়েক আগে ফেসবুক পোস্ট করে প্রাক্তন স্বামী সৌমিত্রর নৈতিক চরিত্র নিয়ে একাধিক আপত্তিকর বিশেষণ প্রয়োগ করেন সুজাতা মণ্ডল। এক বিধবা মহিলার সঙ্গেও তাঁর নাম জড়িয়ে মন্তব্য করেন সুজাতা। পালটা ফেসবুকেই সুজাতার নাম না করে কড়া হুঁশিয়ারি দেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।