Soumitra Sujata Controversy:’সুজাতা সহবাস করে ৫০ সন্তানের জন্ম দেবে…’, কুরুচিকর মন্তব্য বিজেপি নেত্রীর – bjp leader comments on sujata mondal tmc leader stir controversy


West Bengal Local News: প্রাক্তন দম্পতি সুজাতা ও সৌমিত্র খাঁয়ের (Sujata Mondal Saumitra Khan) মধ্যে কাদা ছোড়াছুড়ি থামতেই এবার তাদের কলহে ইন্ধন বিজেপি নেত্রীর। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁয়ের পাশে দাঁড়িয়ে এদিন ধিক্কার কর্মসূচির আয়োজন করেছিলেন বাঁকুড়ার বড়জোড়ার বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। সেখানেই তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডলের উদ্দেশে আক্রমণ শানিয়ে তির্যক মন্তব্য করেন বিজেপি নেত্রী। তৃণমূলের দাবি, শালীনতার সীমা ছাড়িয়ে মহিলার চরিত্র নিয়ে কাটাছেঁড়া করছে বিজেপি।

বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এবং তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডলের বিবাহ বিচ্ছেদের মামলা এখনও সম্পন্ন হয়নি। সম্প্রতি সুজাতা মণ্ডল সৌমিত্র খাঁকে নিয়ে সোশাল মিডিয়া তীব্র কুরুচিকর কিছু মন্তব্য করেন। দলের সাংসদের উদ্দেশে এমন মন্তব্যের প্রতিবাদ জানাতে বুধবার বাঁকুড়ার বড়জোড়া বিজেপি পার্টি অফিসে সমবেত হয় বিজেপির মহিলা মোর্চার সদস্য সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকেরা।

Soumitra Sujata Controversy: ‘চরিত্রহীন-লম্পট-তারকাটা…’, প্রাক্তন স্ত্রীয়ের মন্তব্যে কড়া হুঁশিয়ারি সৌমিত্রের

বিজেপি নেত্রীর মন্তব্য

সেই কর্মসূচিতেই বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সম্পাদিকা মিনতি দাস তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডলের উদ্দেশে কুরুচিকর মন্তব্য করেন। তিনি বলেন,”সুজাতা মণ্ডল সল্টলেকে সহবাস করে করলে করুক আপত্তি নেই। তিনি সহবাস করলে ১টার জায়গায় ৫০ টি সন্তান হবে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাঙ্ক বাড়বে।”

Soumitra-Sujata Controversy : ‘মাতাল-লম্পট… মহিলা নিয়ে ফূর্তি করে!’ সৌমিত্রর বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ সুজাতার

তৃণমূলের পালটা জবাব

বিজেপি নেত্রীর এমন মন্তব্যের তীব্র নিন্দা করেছে জোড়াফুল শিবির। সুর চড়িয়েছে শাসক দল। তৃণমূল বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অলোক মুখোপাধ্যায় জানান,”একজন মহিলা সম্পর্কে না জেনে কারও সম্পর্কে মন্তব্য করা ঠিক নয়। সুজাতা অত্যন্ত ভালো মেয়ে। বিজেপির মহিলাদের কালচার এটাই কুৎসা করে বেড়ানো। বিজেপির পায়ের তলার মাটি শেষ। তাই নোংরা জায়গা ঘাঁটছে। নোংরা কথা না বললে তো কাগজে-টিভিতে নাম আসবে না। তাই সব প্রতিযোগিতায় নেমেছে।”

উল্লেখ্য, দিন কয়েক আগে ফেসবুক পোস্ট করে প্রাক্তন স্বামী সৌমিত্রর নৈতিক চরিত্র নিয়ে একাধিক আপত্তিকর বিশেষণ প্রয়োগ করেন সুজাতা মণ্ডল। এক বিধবা মহিলার সঙ্গেও তাঁর নাম জড়িয়ে মন্তব্য করেন সুজাতা। পালটা ফেসবুকেই সুজাতার নাম না করে কড়া হুঁশিয়ারি দেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *