WB Recruitment Scam: হাবড়ার বৃদ্ধাশ্রমে কি খাটত নিয়োগ দুর্নীতির টাকা? তাপস মণ্ডলের সূত্র মিলতেই উঠছে প্রশ্ন – habra old age home had a connection with tet scam accused tapas mondal


SSC Scam in West Bengal: নিয়োগ দুর্নীতি মামলার জেরে আচমকাই শিরোনামে হাবড়ার এক বৃদ্ধাশ্রম। সৌজন্যে তাপস মণ্ডল। উত্তর ২৪ পরগনা জেলার হাবরা পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডে অবস্থিত এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যুক্ত ছিলেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ।

জানা গিয়েছে, হাবড়ার ওই বৃদ্ধাশ্রমে নিত্য যাতায়াত ছিল বেসরকারি বিএড ও ডিএলড সংগঠনের সভাপতি তাপস মণ্ডলের। সূত্রের দাবি, ২০১৯ সাল থেকে প্রতিমাসে ৩০ হাজার টাকা টাকা করে বৃদ্ধাশ্রমের মহারাজকে দিতেন তাপস মণ্ডল (Tapas Mondal)। অর্থাৎ বছরে তিন লাখ ৬০ হাজার টাকা। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তাপসের কাছে এই বিপুল পরিমাণ টাকার উৎস নিয়ে উঠছে প্রশ্ন।

TET Recruitment Scam : নিয়োগ দুর্নীতি মামলায় এবার CBI-র হাতে গ্রেফতার মানিক ঘনিষ্ঠ তাপস

এখানেই শেষ নয়, জানা গিয়েছে বানিপুরের এই বৃদ্ধাশ্রমে মাঝে মাঝে আসতেন তাপস। এক বিঘা জমির উপরে তৈরি এই বৃদ্ধাশ্রম। এখানে প্রায় ২৫ জন বৃদ্ধ বৃদ্ধা রয়েছেন। কিছুদিন আগেই এই বৃদ্ধাশ্রমে তাপস মণ্ডল আসেন এবং বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গে একটি বনভোজনের আয়োজনও করেন। তাতেও কম টাকা খরচ হয়নি বলে খবর। এতেই প্রশ্ন উঠছে শিক্ষক দুর্নীতির টাকায় কি এই বৃদ্ধাশ্রম চালানো হত? স্থানীয়দের দাবি, বিষয়টি খতিয়ে দেখা উচিত কেন্দ্রীয় দলের।

নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার তাপস মণ্ডল। বেসরকারি বিএড ও ডিএলড সংগঠনের সভাপতি তাপসকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। রোজই নিয়োগ দুর্নীতি কাণ্ডে উঠে আসছে নয়া তথ্য। ED-র দাবি, তাপসের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে দুর্নীতির যোগ রয়েছে। প্রতিষ্ঠানে ভর্তি হলেই নাকি টাকার বিনিময়ে চাকরি পাওয়ার সুযোগ মিলবে এমনটা রটে গিয়েছিল।

Teachers Recruitment Scam: ‘মা কালীর দিব্বি আমি কিছু জানি না…’, তাপসের গ্রেফতারির পর মুখ খুললেন তাঁর স্ত্রী

অন্যদিকে, তাপসের গ্রেফতারির পরই বেপাত্তা তাঁর পরিবারের সদস্যরা। এদিন বারাসতের বাড়িতে গিয়ে দেখা যায় দরজায় ঝুলছে তালা। স্থানীয় সূত্রে, জানা গিয়েছে, তাপসের (Tapas Mondal Family) বাড়িতে তাঁর স্ত্রী, ছেলে, পুত্রবধূ ও নাতি থাকলেও বুধবার থেকেই তাদের কোনও খোঁজ মিলছে না। তাঁর স্ত্রী গ্রেফতারির দিন দাবি করেছিলেন, তিনি টাকা আদান প্রদান সহ কোনও বিষয়েই কিচ্ছু জানে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *