Calcutta High Court: মাধ্যমিকের দিনেই মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে তলব হাইকোর্টের – calcutta high court summon west bengal board of secondary education secretary ramanuj ganguly


West Bengal News: মাধ্যমিক পরীক্ষার দিনই মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে তলব করল কলকাতা হাইকোর্ট। নির্দেশ না মানায় তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে ডেকে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এদিন দুপুর ২টোর মধ্যে তাঁকে আদালতে গিয়ে হাজিরা দিতে হবে।

পূর্ব মেদিনীপুরের এক ব্যক্তির নিয়োগ সংক্রান্ত একটি মামলার প্রেক্ষিতেই তলব করা হয়েছে তাঁকে। জানা গিয়েছে, যোগ্যতার সমস্ত মাপকাঠিতে উত্তীর্ণ হওয়ার পরেও ১২ বছর ধরে চাকরি পাননি পূর্ব মেদিনীপুরের অঞ্জন কুমার খাটুয়া। একটি চোখে তাঁর দৃষ্টিশক্তি নেই। গত মাসে তাঁকে শীঘ্রই নিয়োগ দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট।

SSC Scam In West Bengal : করোনায় উধাও লাখ ওএমআর! ক্ষুব্ধ কোর্ট
এরপর অঞ্জনের সুপারিশপত্রপর্ষদকে পাঠায় SSC। কিন্তু, তারপরেও তাঁকে চাকরি দেওয়া হয়নি বলে ওঠে অভিযোগ। এই জন্য পর্ষদের অফিসেও যায় ওই ব্যক্তি।

কিন্তু, পর্ষদ অফিসে এই চাকরিপ্রার্থীকে অপমান করা হয় বলেও ওঠে অভিযোগ। অঞ্জনকুমার খাটুয়া অভিযোগ, পর্ষদ অফিসের এক আধিকারিক তাঁকে অপমান করেছেন। এই অভিযোগের সঙ্গেই তাঁর সংযোজন, ওই আধিকারিক তাঁকে উদ্দেশ্য করে বলেছিলেন “আপনারা কী মনে করেন যখন খুশি নিয়োগপত্র দেওয়া যায়? আপনারা মেদিনীপুর থেকে আসেন, প্রচুর টাকা রয়েছে। মামলা দায়ের করেন।”

SSC Teacher Recruitment Scam: ‘দস্যু রত্নাকর পরে বাল্মীকি হয়েছিলেন…’, SSC-র মামলায় পুরাণ উদ্ধৃতি হাইকোর্টের
এখানেই শেষ নয়, অঞ্জন কুমারের অভিযোগ, “ওই আধিকারিক আরও বলেছিলেন হাইকোর্টের এই ধরনের খারাপ নির্দেশ দেবে আর তা পালন করতে হবে। আপনি অন্ধ হয়ে চাকরি করতে চলে এসেছেন। আপনি কি ভাবে পড়াবেন?” কমিশনের সুপারিশপত্র পাওয়ার পরেও অঞ্জনকে এখনও নিয়োগ দেয়নি পর্ষদ। বৃহস্পতিবার এই মামলাই ওঠে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। সেখানেই তিনি ডেকে পাঠান পর্ষদ সভাপতিকে।

এদিকে আজ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা প্রত্যেকটি কেন্দ্রে। রয়েছে CCTV-র নজরদারি। পরীক্ষাকেন্দ্রের বাইরে মোতায়েন থাকছে পুলিশ। এই বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছয় লাখ ৯৮ হাজার ৭২৪ জন। অন্যান্য বছরের তুলনায় এই বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কমেছে।

প্রাইমারিতে ২৬৯ জনকে বরখাস্ত, CBI-এর নির্দেশ Calcutta High Court-এর
আজ যাতে প্রথম পরীক্ষা নির্বিঘ্নে পালিত হয় সেই কারণে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে পর্ষদের তরফে। সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষা শেষ করা পর্ষদের কাছেও অন্যতম বড় চ্যালেঞ্জ। ফলে আজকের দিনে পর্ষদ সভাপতিকে আদালতের তলব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তিনি হাজিরা দেন কিনা এখন সেই দিকেই নজর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *