Diamond Harbour Municipality : পাইপ লাইনের জল থেকে বেরোচ্ছে কেঁচো! আটক ২ ইঞ্জিনিয়ারসহ ১১ পুরকর্মী – earthworm found in diamond harbour municipality water police detained two engineers


West Bengal Local News: ডায়মন্ড হারবার পুরসভার জল প্রকল্পের পাইপ লাইনের জলের সঙ্গে বের হচ্ছে বিষাক্ত কেঁচো। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কেঁচো বেরনোর ঘটনায় পুরসভার দুই ইঞ্জিনিয়ার সহ ১১ জন পুরকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পুরসভার জল প্রকল্পের পাইপ লাইন থেকে বের হচ্ছে বিষাক্ত কেঁচো। এই নিয়ে ডায়মন্ডহারবার পুরসভার ১৬ টি ওয়ার্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুরসভা ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোটি টাকা ব্যয়ে নদীর জল পরিশ্রুত করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য ডায়মন্ড হারবার পুরসভায় গঙ্গোত্রী নামে জল প্রকল্প হয়। সাধারণ মানুষের আশা ছিল যে প্রকল্পের ফলে পানীয় জলের সমস্যা সমাধান হবে। যদিও পুরসভাবাসীর অভিযোগ প্রকল্পের জল দেওয়া শুরুর পর থেকে অভিযোগ শুরু হয় স্থানীয়দের।

CPIM : শিলিগুড়িতে তৃণমূল বোর্ডের বিরুদ্ধে ফের আন্দোলনে বামেরা, শুরু গণস্বাক্ষর সংগ্রহ
পুরসভা এলাকার নাগরিকদের অভিযোগ, প্রকল্প শুরু হওয়ার পর থেকেই জলের পাইপ লাইন থেকে প্রায়শ নোংরা জল বের হয়। সম্প্রতি জলের পাইপ থেকে বিষাক্ত কেঁচো বের হয়। সেই বিষাক্ত কেঁচো স্থানীয় একটি বিদ্যালয়ের মিউজিয়ামে সংগ্রহ করে রাখা হয়।

পানীয় জলে কেঁচো নিয়ে স্থানীয় বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ডায়মন্ড হারবারে এসডিপিও মিতুন দে ঘটনাস্থলে এসে উপস্থিত হন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার পর তিনি পুরসভায় চলে যায়।

PM Awas Yojana : IAS-IPS-MLA-র পর এবার ভুয়ো কেন্দ্রীয় দলের সদস্য! পুলিশের জালে প্রতারক
পুরসভার দুই ইঞ্জিনিয়ার প্রবীর পোল্লে ও মৃদুল মণ্ডলকে আটক করে পুলিশ। জানা গিয়েছে, পাইপ লাইন থেকে বিষাক্ত কেঁচো বের হওয়ার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে। অন্যদিকে ঘটনায় পুরসভার চেয়ারম্যান কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

এই ঘটনায় স্থানীয় বাসিন্দার ক্ষোভ উগরে দিয়েছে পুরসভার উপর। তাদের দাবি, সাধারণ মানুষের দেওয়া করের টাকা দিয়ে জল প্রকল্পের কাজ করা হয়েছে। তাতে যদি সাধারণ মানুষের সুরাহা না হয়, তবে কোনও লাভ হবে না।

Raiganj Coronation High School : শতাব্দী প্রাচীন স্কুলের মাঠ জবরদখলের অভিযোগ পুরসভার বিরুদ্ধে! প্রতিবাদে সরব স্কুল কর্তৃপক্ষ
স্থানীয় বাসিন্দা অভিষেক মণ্ডল এই প্রসঙ্গে বলেন, “কোটি কোটি টাকা খরচ করে জল প্রকল্পের কাজ করা হল। শেষমেশ সাধারণ মানুষের কপালে জুটল নোংরা জল ও বিষাক্ত কেঁচো। এই ঘটনার পর পিছনে যাঁরা দায়ী, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা উচিত। নইলে আগামী দিনে এই ধরনের ঘটনা চলতেই থাকবে এবং সাধারণ মানুষ বঞ্চিত হবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *