Dilip Ghosh : ‘কালীঘাটের কাকুর মুখ খোলা উচিত…’, কোচবিহার থেকে মন্তব্য দিলীপের – dilip ghosh speaks about ssc scam case from cooch behar


Cooch Behar News : একদিন আগেই ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্র বলেছেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) আমার ‘সাহেব’, তাঁকে ছোঁয়ার ক্ষমতা কারোর নেই”। আর তার একদিনের মধ্যেই উত্তরবঙ্গ থেকে ‘কালীঘাটের কাকু’-কে পরামর্শ দিলেন BJP-র সর্বভারতীয় সহ সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, “এতদিন যেভাবে জাল বিছিয়ে টাকা তোলা হয়েছে, এবার সেভাবেই জাল গুটিয়ে অপরাধীদের ধরা হচ্ছে।

Recruitment Scam : কালীঘাট কী করে জড়াল, প্রশ্ন ‘কাকু’র
তদন্তকারী সংস্থা নিজের কাজ করছে। কালীঘাটের কাকুর উচিত সবকিছু ঠিকঠাক বলে দেওয়া। ওনার মুখ খোলা উচিত। তারপর তদন্তকারী সংস্থা বুঝে নেবে কাকে ছুঁতে পারা যাবে, আর কাকে যাবে না”। কালীঘাটের কাকু প্রসঙ্গে এদিন কোচবিহারে এমনটাই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। দলীয় কর্মসূচিতে যোগ দিতে গত বুধবার রাতে কোচবিহারে আসেন দিলীপ ঘোষ।

Kolkata To Cooch Behar Flight : কলকাতা-কোচবিহার বিমানযাত্রায় দেরি কেন? পরিষেবা শুরুর দিনেই তরজায় TMC-BJP
আজ বৃহস্পতিবার সকালে কোচবিহারের পুন্ডিবাড়ি এলাকায় প্রাতঃভ্রমনে বেরিয়ে তিনি বলেন, “CBI নিয়োগ দুর্নীতির তদন্ত করছে। যখন যেভাবে তথ্য আসবে, তখন তাদের জেরা করা হবে”। অনুব্রত মন্ডলের কন্যা সুকন্যা মন্ডলের বেতন বন্ধ প্রসঙ্গে দিলীপ বাবু বলেন, “রাজ্যে এরকম বহু শিক্ষক রয়েছে যারা স্কুলে না গিয়ে বেতন নেন। এই ধরণের ভুয়ো টিচারদের শুধু বেতন বন্ধ করা নয়, তাদের কাছ থেকে বেতন ফেরত নেওয়া উচিত”।

Dilip Ghosh : ‘পুলিশ এখন গুন্ডা বাঁচানোর কাজ করছে…’ নিশীথের ‘বাড়ি ঘেরাও’ ইস্যুতে মুখ খুললেন দিলীপ
মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে তার রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে দিলীপ বাবু বলেন, “পরীক্ষার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে। আমরা সারাবছর রাজনৈতিক কর্মসূচি করি। তার জন্য পরীক্ষায় অসুবিধা হওয়ার কথা নয়”। কোচবিহারে এসেছেন যখন, কথা উঠেছে কোচবিহার থেকে কলকাতা বিমান পরিষেবা নিয়েও।

TMC Vs BJP : কে ঘিরবে কার ঘর নয়া চ্যালেঞ্জ বঙ্গ রাজনীতিতে
রাখঢাক না করে এই বিষয়ে দিলীপ বলেন, “এতদিন তৃণমূল সরকারই চায়নি এখান থেকে বিমান চালাতে। কেন্দ্রীয় সরকার জেলায় জেলায় বিমানবন্দর তৈরি করছে। নিশীথ প্রামানিক যেদিন থেকে সাংসদ হয়েছেন, সেদিন থেকে এই বিমান চালানো নিয়ে চেষ্টা করে যাচ্ছেন। অবশেষে তা সফল হল। তৃণমূল সরকারের সদিচ্ছা থাকলে বহু আগেই এই বিমান পরিষেবা শুরু হত”।

Mamata Banerjee : সিঙ্গল ইঞ্জিনের বিমান কি নিরাপদ, সংশয়ে মমতা
দিলীপ আরও বলেন, “তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) কোনওদিন চায়নি উত্তরবঙ্গের উন্নতি হোক। এখানে ভালো স্কুল কলেজ হাসপাতাল হোক। ওরা শুধু রাজনীতি করতে জানে। এই কারনেই উত্তরবঙ্গ থেকে এত আওয়াজ উঠছে। আর ভালো কাজ না করে তৃণমূল বিধানসভায় বঙ্গভঙ্গ নিয়ে বিল আনছে। এসব করে কোনও লাভ হবে না।

Dilip Ghosh : ‘শুধুই ভাঁওতাবাজি’, বকেয়া DA-নিয়ে ফের রাজ্যকে নিশানা দিলীপের
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল পুরো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে”। দিলীপ অভিযোগ করে বলেন, “বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণের জন্য রাজ্য সরকার জমি দিতে পারছে না। তাই ৬০০ কোটি টাকা আটকে পড়ে রয়েছে”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *