L238 Bus : গতিতে হিট L238 এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে, বড় ঘোষণা বাস মালিকদের – madhyamik examination 2023 barasat inttuc started e rickshaw and bus service for students


North 24 Parganas News : আজ ২৩শে ফেব্রুয়ারি থেকে শুরু হল পড়ুয়া জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক (Madhyamik Examination 2023)। চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় বসছে ৬ লাখ ৯৮ হাজার ৭২৪ জন পরীক্ষার্থী। এবার বারাসত (Barasat) শহরে রয়েছে বেশ অনেকগুলি পরীক্ষাকেন্দ্র। আর তাই, বৃহস্পতিবার বারাসতে প্রতিবছরের মতন এই বছরও মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে ই-রিক্সা ও L238 বাস পরিষেবা শুরু করা হল জেলা INTTUC-র তরফ থেকে।

Madhyamik Examination 2023 : হাতি নিয়ে আতঙ্কের মাঝেই জঙ্গলমহলে মাধ্যমিক, বনের পথে বিশেষ ব্যবস্থা দফতরের
এই উপলক্ষ্যে এদিন এক পরীক্ষাকেন্দ্রের সামনে উপস্থিত ছিলেন INTTUC-র জেলা সভাপতি তাপস দাসগুপ্ত। তিনি জানান, “মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ২০১৭ সাল থেকে বারাসত কলোনি মোড়, চাঁপাডালি মোড় ও ডাকবাংলো মোড়ের মতন বারাসতের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌছে দেওয়ার জন্য এই বিশেষ পরিষেবা চালু রাখা হয়ে আসছে।

Madhyamik Examination 2023 : পরীক্ষা দিনেও খোলা জেরক্স দোকান, নজরে পড়তেই কড়া পদক্ষেপ পুলিশের
বৃহস্পতিবারও তার ব্যতিক্রম হয়নি। শুধু ই-রিক্সা নয়, একই সঙ্গে L238 বাসেও বিনামূল্যে পরিষেবা দেওয়া হচ্ছে,পরীক্ষার্থী ও সঙ্গে একজন অভিভাবক বা অভিভাবিকাকে”। এদিন মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য INTTUC শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বারাসত চাঁপাডালি মোড়, কলোনি মোড় বাসস্ট্যান্ডে প্রত্যেক পরীক্ষার্থীদের জলের বোতল, গোলাপ ফুল, পেন সহ বিনামূল্যে টোটো ও অটো পরিষেবা দেওয়া হয়, যা ২০১৭ সাল থেকে চালু আছে। এই পরিষেবা সঙ্গে এল L238 রুটের বাসেও বিনামূল্যে পরীক্ষার্থীদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে INTTUC।

Madhyamik Exam 2023 Result: 48 ঘণ্টা পরেই মাধ্যমিক পরীক্ষা, ফল ঘোষণা কবে? জানাল পর্ষদ
স্বভাবতই এর পরিপ্রেক্ষিতে খুশি অভিভাবকরা। এক অভিভাবক জানান, “ভীষণ ভালো একটি উদ্যোগ। পরীক্ষাকেন্দ্রে যাদের নিজের গাড়ি বা বাইকে যাওয়ার ক্ষমতা নেই, তাঁদের রাস্তায় বেরিয়ে অনেক সময়েই অনেক ঝক্কি পোহাতে হয়। কিন্তু INTTUC-র এই উদ্যোগে এই সমস্যার অনেকটাই সমাধান হবে”।

Madhyamik Exam 2023: রাত পোহালেই রাজ্যে মাধ্যমিক, পড়ুুয়াদের পাশাপাশি পরীক্ষা পর্ষদেরও
প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের তুলনায় এবছর রাজ্য জুড়ে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কমেছে। জেলার পরিসংখ্যানেও ফুটে উঠেছে সেই ছবি। গত বছর উত্তর ২৪ পরগনা জেলায় মাধ্যমিক পরীক্ষার্থী ছিল প্রায় ১ লাখ। এই বছর তা কমে হয়েছে ৫৯,৩৫৫ জন। বিশেষজ্ঞদের মতে, লকডাউন পরিস্থিতিতে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় অনেক ছাত্রছাত্রীর পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছে।

Madhyamik Examination 2023 : মাধ্যমিকের পরীক্ষার্থীদের দুয়ারে কাউন্সিলর! উপহারও দিলেন পড়ুয়াদের
অনলাইনে পড়াশোনা সেভাবে কার্যকর হয়নি। দীর্ঘ সময় পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায় বহু পড়ুয়াই লেখাপড়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। পাশাপাশি, কাজ হারানোর ফলে ওই সময়ে অনেক পরিবারে আর্থিক অনটন দেখা দিয়েছে। ফলে পরিবারের হাল ধরতে ছাত্রদের অনেকে কাজের যুক্ত হয়ে পড়েছে। অনেকে ভিন্ রাজ্যেও চলে গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *