Madhyamik Examination 2023 : হাতি নিয়ে আতঙ্কের মাঝেই জঙ্গলমহলে মাধ্যমিক, বনের পথে বিশেষ ব্যবস্থা দফতরের – madhyamik examination 2023 starts in bankura amidst the fear of elephants


Bankura News : জঙ্গলে দলমার দামালদের সদর্প উপস্থিতি, আর তার মধ্যেই শুরু হল মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination 2023)। আর তাই বাঁকুড়া (Bankura) উত্তর বনবিভাগের বিস্তীর্ণ অংশের পরীক্ষার্থীদের দীর্ঘ জঙ্গল পথ পেরিয়ে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিল বন দফতর। হাতিপ্রবণ এলাকাগুলিতে বনকর্মীদের টহল, এলিফ্যান্ট স্কোয়াড, পেট্রলিং ভ্যান ছাড়াও হাতি তাড়ানোর জন্য বিশেষ গাড়ি ঐরাবতের পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য গাড়িরও ব্যবস্থা করেছে বন দফতর।

Madhyamik Exam 2023 : মাধ্যমিকে বসার আগেই মর্মান্তিক পরিণতি শিলিগুড়ির মেধাবী ছাত্রের, পিষে দিল হাতি
বড়জোড়া, বেলিয়াতোড় ও সোনামুখীর জঙ্গল লাগোয়া বিভিন্ন গ্রাম থেকে পরীক্ষার্থীদের ওই গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হবে, আর পরীক্ষা শেষে বাড়িতে তাদের পৌঁছে দেওয়াও হবে ওই গাড়িতে করেই, বন দফতর সূত্রে জানা গিয়েছে। প্রসঙ্গত, এই মুহূর্তে বাঁকুড়া (Bankura) উত্তর বন বিভাগের বিভিন্ন জঙ্গলে ৭৪ টি হাতি অবস্থান করছে। আর তাই পরীক্ষার্থীদের জন্য এই বিশেষ ব্যবস্থা বলে বন দফতর সূত্রে খবর।

Madhyamik Exam 2023: রাত পোহালেই রাজ্যে মাধ্যমিক, পড়ুুয়াদের পাশাপাশি পরীক্ষা পর্ষদেরও
বড়জোড়ার ডাকাইসিনী, পাবয়া, কালপাইনি গ্রামের পরীক্ষার্থীরা আট কিলোমিটার দীর্ঘ জঙ্গলপথ পেরিয়ে পরীক্ষা দিচ্ছে গদারডিহি হাই স্কুলে। তাই সাত সকালেই গ্রামে হাজির হয় বন দফতরের গাড়ি। এই বিষয়ে ডাকাইসিনী গ্রামের মাধ্যমিক পরীক্ষার্থী রাণী সিংহ বলেন, “হাতির ভয় তো ছিলই, তবে বন দফতর গাড়ির ব্যবস্থা করায় ভয় কিছুটা কমেছে। তবে আমাদের এই এলাকায় আমরা সারাবছরই হাতির আতঙ্কে থাকি”।

Madhyamik Exam 2023 Result: 48 ঘণ্টা পরেই মাধ্যমিক পরীক্ষা, ফল ঘোষণা কবে? জানাল পর্ষদ
এই বিষয়ে বেলিয়াতোড়ের রেঞ্জার মহিবুল ইসলাম বলেন, “মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা তো করা হয়েছেই, সঙ্গে জঙ্গল পথে প্রশিক্ষিত হুলা পার্টির সদস্যরা ও পুলিশ লাগাতার টহল দিচ্ছে। অন্যান্য জায়গার সঙ্গেও আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। হাতির গতিবিধি সম্পর্কেও খোঁজ রাখা হচ্ছে। মাধ্যমিক পরীক্ষার্থীদের ভয়ের কোনও কারন নেই”।

Madhyamik Examination 2023 : মাধ্যমিকের পরীক্ষার্থীদের দুয়ারে কাউন্সিলর! উপহারও দিলেন পড়ুয়াদের
এই বিষয়ে বন দফতরের গাড়ির চালক মানস মণ্ডল বলেন, “হাতির আতঙ্কে সারাবছরই কাজ করতে হয়। কিন্তু এই বছর নজরদারি বেশি কারন প্রায় ৭৪ টি হাতি এলাকায় অবস্থান করছে। তাই বন দফতর থেকে কোনও ঝুঁকি নেওয়া হয়নি। যে কদিন মাধ্যমিক পরীক্ষা চলবে, ততদিন পর্যন্ত পরীক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে জোর দেওয়া হবে”।

Madhyamik Exam 2023: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জরুরি হেল্পলাইন নম্বর, এক ফোনেই হবে সমস্যার সমাধান
বন দফতরের এই ব্যবস্থায় রীতিমতো খুশি মাধ্যমিক পরীক্ষার্থী দীপ তেওয়ারি। তিনি বলেন, “কিভাবে এত দূরে পরীক্ষা দিতে যাব সেই আতঙ্কে ঘুম উড়েছিল। কিন্তু বন দফতর এত সুন্দরভাবে সবকিছু ঠিকঠাক করায় আতঙ্ক কিছুটা হলেও কেটেছে। এবার আতঙ্কমুক্ত হয়ে পরীক্ষা দিতে পারব”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *