Mamata Banerjee: বনাঞ্চলে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা, হাতির হানায় ছাত্র মৃত্যু পরেই ঘোষণা মমতার – mamata banerjee express condolence over siliguri student death in animal attack and give instruction to arrange buses for examinees


Madhyamik Pariksha 2023: জীবনের প্রথম বড় পরীক্ষায় বসার আগেই সব শেষ। মাধ্যমিক (Madhyamik Examination 2023) দিতে যাওয়ার সময় গজলডোবায় হাতির হানায় মৃত্যু পরীক্ষার্থী। ঘটনায় শোকার্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সকালে উত্তরকন্যা থেকে বিমানবন্দরে যাওয়ার আগে সংবাদমাধ্যমের সামনে মুখ্যমন্ত্রী পরীক্ষার্থীর মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, এর থেকে মর্মান্তিক কিছু হতে পারে না। একইসঙ্গে ভবিষ্যতে দুর্ঘটনা থেকে বাঁচতে জঙ্গলের রাস্তায় পড়া পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এদিন সকালে পরীক্ষা দিতে যাওয়ার সময় হাতির মুখে পড়েন মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুন কুমার দাস। বাবার বাইকে চেপে পরীক্ষা দিতে যাচ্ছিল ওই ছাত্র। সে সময় একটি হাতি বাইকটিকে তাড়া করে ও পিষে মারে। মৃত্যু হয় ছাত্রের। এদিন সকাল সাড়ে ন’টা নাগাদ ঘটনাটি ঘটে গজলডোবায়।

এই ঘটনায় মর্মাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ”এর থেকে দুঃখের কিছু হতে পারে না। কিন্তু কিছু ঘটনা আমাদের হাতে থাকে না। হাতিরা একত্রে থাকলে বন দফতর তাও ওদের নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু এই যখন হাতি একা হয়ে যায় তখন ওদের মাথা খারাপ হয়ে যায়। এদিক ওদিক ঘুরে বেড়ায় আর এসব করে। কারও তো ভাবনাতেও আসেনি এমন কিছু হতে পারে। আমি একটা কথা বলতে পারি এই জঙ্গলের রাস্তা দিয়ে যেসব পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে যেতে হয় তাদের জন্য বাসের ব্যবস্থা করুন। যাতে ওদের পায়ে হেঁটে যেতে না হয়। ”

আরও তথ্যের জন্য রিফ্রেশ করুন…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *