এদিন সকালে পরীক্ষা দিতে যাওয়ার সময় হাতির মুখে পড়েন মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুন কুমার দাস। বাবার বাইকে চেপে পরীক্ষা দিতে যাচ্ছিল ওই ছাত্র। সে সময় একটি হাতি বাইকটিকে তাড়া করে ও পিষে মারে। মৃত্যু হয় ছাত্রের। এদিন সকাল সাড়ে ন’টা নাগাদ ঘটনাটি ঘটে গজলডোবায়।
এই ঘটনায় মর্মাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ”এর থেকে দুঃখের কিছু হতে পারে না। কিন্তু কিছু ঘটনা আমাদের হাতে থাকে না। হাতিরা একত্রে থাকলে বন দফতর তাও ওদের নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু এই যখন হাতি একা হয়ে যায় তখন ওদের মাথা খারাপ হয়ে যায়। এদিক ওদিক ঘুরে বেড়ায় আর এসব করে। কারও তো ভাবনাতেও আসেনি এমন কিছু হতে পারে। আমি একটা কথা বলতে পারি এই জঙ্গলের রাস্তা দিয়ে যেসব পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে যেতে হয় তাদের জন্য বাসের ব্যবস্থা করুন। যাতে ওদের পায়ে হেঁটে যেতে না হয়। ”
আরও তথ্যের জন্য রিফ্রেশ করুন…