Mid Day Meal: খিচুড়িতে মিলল শুঁয়োপোকা, চরম উত্তেজনা পাঁশকুড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে – poisonous insects in food at a panskura icds centre


Purba Medinipur : ফের অঙ্গনওয়াড়ি স্কুলের মিড ডে মিল খেয়ে অসুস্থ বাচ্চারা। এবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায়। ক্ষুদে বাচ্চা ও প্রসূতিদের খাবারে পাওয়া গেল শুঁয়োপোকা। সেই খবর খেয়ে অসুস্থ হয়ে পড়ল বেশ কিছু শিশু। আতঙ্ক ছড়ায় গোটা স্কুলে। খবর পেয়ে ঘটনাস্থলে যান পাঁশকুড়া পুরসভার (Panakura Municipality) চেয়ারম্যান নন্দকুমার মিশ্র। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা।

পাঁশকুড়া পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের নারান্দা আইসিডিএস স্কুলের খিচুড়িতে মিলল শুঁয়োপোকা। আতঙ্কে শিশু সহ তার পরিবারের লোকজন। দ্রুততার সঙ্গে স্থানীয় পুর সুস্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা করা হয় শিশুদের। এর আগেও ওই আইসিডিএস কেন্দ্রে শুঁয়োপোকা পড়েছিল বলেই অভিযোগ করেছেন শিশুর অভিভাবকেরা। স্কুল কর্তৃপক্ষের গাফিলতির ফলেই এমন ঘটনা বারবার বলে অভিযোগ।

Midday Meal Scheme : মিড ডে মিলের বাসি মাংসের ঝোল-ভাত খেয়ে অসুস্থ পড়ুয়ারা! উত্তেজনা কুলতলির স্কুলে

উক্ত আইসিডিএস কেন্দ্রে ২২১ জন শিশুকে খিচুড়ি দেওয়া হয় প্রতিদিন। সেই মোতাবেক আজও তাদের খিচুড়ি এবং ডিম দেওয়া হয়েছিল। হঠাৎ একজন দেখতে পান তার খিচুড়ির মধ্যে মরা শুঁয়োপোকা। যার ফলে বেশ আতঙ্ক বোধ করেন তাঁরা। বেশ কিছুদিন আগে পাঁশকুড়ার মাইশোরা এলাকার শ্যামপুরের একটি আইসিডিএস কেন্দ্রে টিকটিকি পড়েছিল যা নিয়ে এক প্রকার চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।

এই ঘটনার রেশ কাটতে না কাটতে পাঁশকুড়ার নারােন্দা ৫ নম্বর ওয়ার্ডের আইসিডিএস কেন্দ্রে শুয়োপোকা পড়ে থাকতে দেখা যায়। যা নিয়ে এক প্রকার আতঙ্ক সৃষ্টি হয় এলাকাবাসীর মধ্যে। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। দ্রুততার সহিত আইসিডিএস-এর কর্মী সমস্ত শিশুদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে এক ছাত্র। যদিও তা অস্বীকার করে আইসিডিএসএর কর্মী।

Bomb Blast: বল ভেবে বোমায় লাথি মারায় বিস্ফোরণ, মল্লারপুরে আহত ৪ শিশু

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র। তিনি আইসিডিএস কেন্দ্রটি পরিদর্শন করার পরে স্বাস্থ্যকেন্দ্রে আসা শিশুদের পরিবারের সঙ্গে কথা বলেন। আগামীদিনে যাতে যত্ন সহকারে পরিষেবা প্রদান করা হয় সেদিকে দেখা হবে বলেও জানান নন্দকুমার মিশ্র। তবে ক্ষোভ জমেছে অভিভাবকদের মনে। একাধিকবার এরকম ঘটনা ঘটায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। আগামী দিনে যাতে এরকম ঘটনা না ঘটে সে ব্যাপারে জোরালো আবেদন জানিয়েছেন তাঁরা। বেশ কয়েক মাস আগেই দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের মৌসুনি কুসুমতলা স্পেশাল আইসিডিএস সেন্টারে খিচুড়িতে পোকা কিলবিল করতে দেখা গিয়েছে বলে অভিযোগ উঠেছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *