ক্রিকেটের মহারাজ। তাঁর বায়োপিকও যে রাজকীয় বাজেটের হবে তা নতুন করে বলে দিতে হয় না। আপাতত যা শোনা যাচ্ছে প্রায় ২০০ থেকে ২৫০ কোটি টাকার বাজেটে তৈরি হতে চলেছে এই বায়োপিক। হাজার টালবাহানার পর নাকি রণবীর কাপুরই (Ranbir Kapoor) পর্দায় আসছেন দাদার ভূমিকায়। যদিও এরই মধ্যে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন আদৌ দু’জনের মধ্যে মিল কতটা আছে।