West Bengal Weather Update : মাধ্যমিক পরীক্ষার দিন মেঘমুক্ত দক্ষিণবঙ্গের আকাশ, উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা – imd predicts light o moderate rainfall in north bengal districts kolkata temperature will increase


Kolkata Weather: শীতের মরশুম শেষ, বঙ্গে তাপমাত্রার পারদ ক্রমশ চড়ছে। বৃহস্পতিবারও তাপমাত্র কমার কোনও লক্ষণ নেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গে বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন তাপমাত্রা একই রকম থাকবে বলে মনে করা হচ্ছে। আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা মাধ্যমিক পরীক্ষার্থীর দুশ্চিন্তার কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। শনিবার ২৫ শে ফেব্রুয়ারি থেকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। হরিয়ানা ও সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। পূর্ব ভারতের রয়েছে একটি অক্ষরেখা।

West Bengal Weather Update : ফেব্রুয়ারিতে অকাল বর্ষণের পূর্বাভাস, পাল্লা দিয়ে চড়ছে পারদ

উত্তর ও দক্ষিণবঙ্গে আবহাওয়া

আবহাওয়া দফতর জানিয়েছে আজও ২৪ দার্জিলিং ও কালিম্পং জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা সেভাবে উল্লেখযোগ্য পরিবর্তন নেই।

অন্যদিকে দক্ষিণবঙ্গের তাপমাত্রাতেও বিশেষ কোনও বদলের ইঙ্গিত নেই। দক্ষিণা বাতাসে ভর করে জলীয় বাষ্প ঢুকছে। এর ফলে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং কলকাতায় সকালের দিকে জলীয় বাষ্প বেশি থাকবে। সকালে আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা। আপাতত ৪-৫ দিন বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আগামী কয়েক দিন গরম অনুভূত হবে।

West Bengal Weather Update : শিবরাত্রিতে হাওয়া বদল, শীতের বিদায়বেলায় বৃষ্টির পূর্বাভাস
কলকাতার তাপমাত্রা ও আবহাওয়ারা গতিপ্রকৃতি

কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। সেই কারণে গরম অনুভূত হবে শহরবাসীর। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫১ থেকে ৯৫ শতাংশ। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে বাতাসে জলীয় বাষ্পের কারণে আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে।

Rainfall Forecast : শীত শেষে সক্রিয় ঘূর্ণাবর্ত, রবিবাসরীয় কলকাতায় ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস
ভিন রাজ্যে

দক্ষিণ-পশ্চিমী বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। এর প্রভাবে আগামী দুই তিন দিন হালকা মাঝারি বৃষ্টি উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। আগামী তিন দিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা সিকিম ও উত্তরবঙ্গের পার্বত্য এলাকার জেলাগুলিতে। শনিবার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টি কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে। আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা অসম, নাগাল্যা,ন্ড মনিপুর এবং সিকিমে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *