চাকদায় নতুন কর্মসূচী, ‘রাস্তায় কাউন্সিলর’ নিয়ে খুশি এলাকাবাসী । people of chakdah are happy with the rastay councillor programme by local councillor


বিশ্বজিৎ মিত্র: তৃণমূল কাউন্সিলরের ‘রাস্তায় কাউন্সিলর’ কর্মসূচি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে বিরোধীদের মধ্যে। ওয়ার্ডের মানুষের পাশে থাকার অঙ্গীকার পালন বলে নিজের কাজে স্বপক্ষে জানিয়েছেন দিয়েছে তৃণমূল কাউন্সিলর। পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল নেত্রীর নজরে আসার জন্য নাটকীয় পন্থা বলে এই ঘটনাকে কটাক্ষ করেছে বিজেপি।

চাকদা পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা চাকদা পৌরসভার সিআইসি মেম্বার মৌমিতা ভট্টাচার্য সপ্তাহের পাঁচ দিন ‘রাস্তায় কাউন্সিলর’ নাম দিয়ে নিজের ওয়ার্ডে নিয়ম করে রাস্তার মোড়ে মোড়ে বসছেন। কখনও আবার ফাঁকা মাঠের এক কোণে গাছের ছায়ায় টেবিল চেয়ার পেতে ওয়ার্ডবাসীর অভাব অভিযোগ শুনছেন।

লক্ষীর ভান্ডার, স্বাস্থ্য সাথী থেকে শুরু করে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের ফর্ম ফিলাপ সহ নানান সুযোগ-সুবিধা ওয়ার্ডবাসীরা কিভাবে পাবেন, তা নিয়ে ‘রাস্তায় কাউন্সিলর’ কর্মসূচি নাম দেওয়া ফ্লেক্স টাঙিয়ে চলছে কাউন্সিলর মৌমিতা ভট্টাচার্যের পরিষেবা প্রদান। কাউন্সিলরের দাবি, ‘পৌরসভা নির্বাচনের আগে ওয়ার্ড বাসিদের কাছে কথা দিয়েছিলাম তাদের পাশে সব সময় থাকবো। সেই মতো নির্বাচনে জয়লাভ করার পর থেকে প্রত্যেক দিনই ওয়ার্ডবাসীর অভাব অভিযোগ নিয়ে সবসময় তাদের পাশেই থাকি। আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে এই কর্মসূচি যদি পঞ্চায়েতের কোনও কর্মী বা নেতৃত্বদের অনুপ্রেরণা যোগায়, সেটা দলীয় কর্মী হিসেবে চরম প্রাপ্তি হবে’।

আরও পড়ুন: Bengal Weather Update: উত্তরবঙ্গে বৃষ্টি, আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গে

রাস্তায় কাউন্সিলর কর্মসূচিতে স্বাভাবিকভাবেই খুশি ১৬ নম্বর ওয়ার্ডের অনেকেই। বাসিন্দাদের অনেকেই কাউন্সিলরের কাছে পৌর পরিষেবার সুবিধা নিতে রাস্তায় কাউন্সিলর কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন। তারা জানান, ‘কাউন্সিলর মৌমিতা ভট্টাচার্যকে সবসময়ই আমরা কাছে পাই। তারপরেও তিনি এইভাবে কখনও রাস্তার পাশে, কখনও ক্লাবের মাঠে এইভাবে পরিষেবা দেন। এতে আমাদের অনেক সুবিধা হয়’।

আরও পড়ুন: Garbeta Accident: গড়বেতায় মা-ছেলেকে পিষে দিল বেপরোয়া বালির গাড়ি, তমলুকে লরি ঢুকল ক্যান্টিনে

চাকদার কাউন্সিলরের এই অভিনব কর্মসূচিকে কটাক্ষ করেছেন চাকদার বিধায়ক বিজেপির বঙ্কিম ঘোষ। তিনি বলেন, ‘সামনে পঞ্চায়েত নির্বাচন, নিজেকে হাইলাইট করছে, প্রকাশ্যে আসার চেষ্টা করছে, যাতে নেত্রীর নজরে আসা যায়। এর ফলে যাতে পঞ্চায়েত এলাকায় গিয়ে নিজের দাম বাড়ানো যায়, সেই জন্য এসব করছে। প্রকৃতপক্ষে মানুষের কোনও উপকারে লাগবে না। ওরা রাজনীতি করে ক্যাম্পেনিং করা, প্রতিশ্রুতির, হাততালির রাজনীতি করা। এটাই ওদের মূল কাজ। সেটাই ওরা করছে’।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *