Belpahari Homestay : মাওবাদী পরিচয়ে টাকা চেয়ে হুমকি হোম স্টের মালিককে!বেলপাহাড়ি থেকে গ্রেফতার ৭ – belpahari 7 man allegedly arrested for asking money from homestay owner posing as maoist


Homestay : মাওবাদীদের নাম ব্যবহার করে বেলপাহাড়ির (Belpahari) হোম স্টের মালিকের হুমকি দিয়ে টাকা চাওয়ায় অভিযোগ।‌ ৭ জনকে গ্রেফতার করল বেলপাহাড়ি থানার পুলিশ। ধৃতদের নাম কার্তিক শবর, শ্যামাপদ মাহাত, কমল সর্দার, শশাঙ্ক সর্দার, দামোদর মহান্তি, বারিদ পাল। এদের মধ্যে দামোদর ও বারিদের বাড়ি বাঁকুড়া জেলার বারিকূল থানা এলাকায়। একইসঙ্গে বাকি ৫ জনের বাড়ি বেলপাহাড়ি থানা এলাকায় বলে জানা গিয়েছে।

Jhargram Tourisam: মাওবাদীদের নাম করে হোম-স্টে মালিককে হুমকি, গ্রেফতার ১
দীর্ঘদিন ধরেই মাওবাদীদের নাম ভাঙিয়ে টাকা তোলার অভিযোগ জমা পড়ছিল বেলপাহাড়ি থানায়। অবশেষে বৃহস্পতিবার রাতে ধৃতদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এদিন কার্তিক ও বারিদকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

Jhargram News : ঝাড়গ্রাম জাতীয় সড়কে অবরোধ ঘিরে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ!
অপরদিকে বাকি ৫ জনকে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এই ঘটনায় এখনও পর্যন্ত ১০জন গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৬ ফেব্রুয়ারি বেলপাহাড়ি থানার এলাকার বাসিন্দা হোমস্টে মালিক ভোলানাথ মাহাতর কাছে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হয়।

Fraud Case : মোবাইল টাওয়ার বসানোর নামে প্রতারণা চক্র, সোদপুর থেকে গ্রেফতার মা-ছেলে
সেই ফোন আসার পর ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। হুমকি ফোনে তাঁর বাড়িতে পাঠানো একটি চিঠি পড়ার কথাও বলা হয়। সেই ফোন কলের মাধ্যমে ১০ লাখ টাকা চাওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। এমনকি টাকা না দিলে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

Primary School : দ্বিতীয় শ্রেণির পড়ুয়াকে বেধড়ক মারধর, বীরভূমে গ্রেফতার অভিযুক্ত ​শিক্ষক
৭ ফেব্রুয়ারি ফের ফোন করে ৫লক্ষ টাকা চাওয়া হয়। একইসঙ্গে বলা হয় ১২ ঘণ্টার মধ্যে নেগুরিয়া খালে সেই টাকা পৌঁছে দিতে হবে। সেইমত ভোলানাথ মাহাতোর নেগুরিয়া খালের কাছে গিয়ে ৫০হাজার টাকা দিয়ে আসেন। এরপর বেলপাহাড়ি থানায় ভোলানাথ বাবু লিখিত অভিযোগ দায়ের করেন।

Dakhin 24 Pargana: খাবারের লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণীর নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, পরে কুড়ি টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টা
সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ১১ ফেব্রুয়ারি বেলপাহাড়ি থানার পুলিশ পূর্ব বর্ধমান থেকে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছিল ধৃতদের নাম অনুপম সরকার ও দেবীপ্রসাদ সরকার। তাদের বাড়ি পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার ফতেপুর গ্রামে। বাবা ও ছেলেকে নিজেদের হেফাজতে নিয়ে শুরু হয় লাগাতার জেরা।

TMC Conflict : রায়নায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় চলল গুলি, ধৃত ২
১৭ ফেব্রুয়ারি হুগলি জেলার আরামবাগের নপাড়া থেকে এই ঘটনার মূল পান্ডা অরূপকুমার পালকে গ্রেফতার করা হয়। তাদের জেরা করে এই সাতজনের নাম উঠে আসে। এরপর তদন্তে নেমে এই সাত জনকে গ্রেফতার করা হয়।

Primary School : স্কুল নির্মাণ ভবনের টাকা উধাও, ২০ লাখ টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার প্রধান শিক্ষক
সরকারি আইনজীবী অনিল মন্ডল বলেন, “মাওবাদীদের নাম করে টাকা চাওয়ার ঘটনায় ৭ জনকে গ্রেফতার করে আজ আদালতে তোলা হলে ৫ জনকে ৩ দিনের পুলিশ হেফাজত এবং দু’জনকে ১৪ দিন জেলা হেফাজতের নির্দেশ দেয় বিচারক”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *