Cricket Tournament : মাঠে ক্রিকেট বাউন্ডারির বাইরে পমপম হাতে স্বল্পবসনারা! বারাসতে ‘খেপ টুর্নামেন্টে’ চিয়ারলিডার – barasat cricket tournament cheer leader are seen


South 24 Parganas News : এ যেন অবিকল ক্রোড়পতি ক্রিকেট লিগ IPL। তবে শহরের বুকে বড় ঝাঁ চকচকে স্টেডিয়ামে নয়, খাস গ্রামের খোলা মাঠে মিলল IPL-র স্বাদ। এই ফ্র্যাঞ্চাইজি লিগের ধাঁচে গ্রামের ক্রিকেট প্রতিযোগিতায় (Cricket Tournament) এবার দেখা মিলল চিয়ার লিডারের। এভাবেই যেন IPL-কে হাতের নাগালে পেলেন দক্ষিণ বারাসতের রায় নগরের বাসিন্দারা। ব্যাটে লেগে বল যাচ্ছে মাঠের বাইরে, আর সঙ্গে সঙ্গে গান বেজে উঠছে। তার সঙ্গে তাল মিলিয়ে চিয়ার লিডাররা গা দুলিয়ে উঠছেন।

Sanath Jayasuriya : দুর্গাপুরে ক্রিকেট টুর্নামেন্টে হাজির জয়সূর্য, গ্যালারিতে উপচে পড়ল ভিড়
ফ্র্যাঞ্চাইজি লিগের ধাঁচে দক্ষিণ বারাসতের মামা ভাগনে ক্লাবের পরিচালনায় দিবারাত্রি একদিনের ক্রিকেট টুর্নামেন্ট দিয়েছিল। যাতে খেলেছেন দক্ষিণ বারাসত জয়নগর গোচরণ বহরু এলাকার উঠে আসা ক্রিকেট খেলোয়াড়রা। এই খেলার অনুষ্ঠানিক উদ্বোধন করেন জয়নগর (Jaynagar) এক নম্বর ব্লকের জেলা পরিষদের সদস্য খান জিয়াউল হক সহ অন্যান্যরা।

Arijit Singh : উদ্বোধনে বড় চমক, অরিজিৎ সিংয়ের গানে IPL-এ খেলা হবে
এই খেলায় ১৬ টি দলের মধ্যে দুটি দল ফাইনালে ওঠে। রায়নগর প্রিয়ম ইলেভেন-এর সঙ্গে ঠাকুরের চক প্রধান পাড়া – এই দুই দলের মধ্যে ফাইনাল খেলা হয়। চ্যাম্পিয়ন হয় ঠাকুরের চক প্রধান পাড়ার খেলোয়াড়রা। তাঁদেরকে নগদ এগারো হাজার টাকা এবং একটি চ্যালেঞ্জ ট্রফি প্রদান করা হয়। এবং ফাইনালে সমস্ত খেলোয়ারদের জার্সি, ম্যান অফ দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ ট্রফিও দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে।

Ranji Trophy 2023 : বাংলা-সৌরাষ্ট্র ম্যাচ ড্র হলে কে হবে রনজি চ্যাম্পিয়ন?
এই প্রতিযোগিতা নিয়ে মামা ভাগনে ক্লাবের এক সদস্য জানান, “প্রত্যেক বছরেই আমরা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করি। এই বছর একটু অন্যভাবে করার চেষ্টা করলাম। তাতে ব্যাপক সাড়া মিলেছে। চিয়ার লিডারের নাচ থাকলেও সমস্ত শালীনতা মেনেই এই আয়োজন করা হয়েছিল”।

Deepak Chahar IPL 2023 : টিম ইন্ডিয়ায় খেলতে গেলেই ‘অসুস্থতা’, IPL-এর আগেই চাঙ্গা দীপক চাহার!
এই বিষয়ে এক ক্রীড়াপ্রেমী সারিফ মন্ডল তিনি বলেন, “আমরা হয়তো বহু মূল্যের টিকিট কেটে স্টেডিয়ামে খেলা দেখতে যেতে পারব না। তাই স্টেডিয়ামে আইপিএল খেলা দেখতে না পেলেও এখানে দুধের স্বাদ ঘোলে মেটালাম। তবে এই ধরনের আয়োজন সেভাবে আমাদের এলাকাতে দেখা মেলে না।

PSL 2023 : করাচি হামলার পর PCB-র ইমার্জেন্সি বৈঠক, বাতিল হতে পারে পাকিস্তান সুপার লিগ
তাই খবর শুনে ছুটে এসেছি এই খেলা দেখতে। যথেষ্ট ভালো খেলা হয়েছে। এই ক্লাব প্রত্যেক বছরেই ক্রিকেট খেলার আয়োজন করে। আমরা দেখতে আসি। তবে এবার ভিন্ন ভাবে আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে দারুন পরিবেশ ছিল”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *