DA West Bengal News: ডিএ আন্দোলনকারীদের বাড়িতে পুলিশি অনুসন্ধান? ‘দিল্লিতে ধর্নায় বসুন’, পালটা মানসের – west bengal government employee who protest in demand of ca claims police came to their home


এই সময়: কেন্দ্রীয় হারে বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারে অনশন ও ধর্নায় সামিল সংগ্রামী যৌথ মঞ্চের একাধিক নেতার বাড়িতে পুলিশি অনুসন্ধানের অভিযোগ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ধর্নার পাশাপাশি সোম ও মঙ্গলবার দু’দিন পেন-ডাউন বা কর্মবিরতি পালিত হয়েছে আন্দোলনকারীদের ডাকে। ৩৮টি বিরোধী কর্মচারী সংগঠনের জোট সংগ্রামী যৌথ মঞ্চের তিন নেতা বিশ্বজিৎ মিত্র, তপন রায় ও অজয় সেনাপতির বাড়িতে বুধবার পুলিশ গিয়েছিল বলে অভিযোগ।

DA Latest News : শেষে রায় লিখলেন বিচারপতি নিজেই!
মঞ্চের মুখপাত্র দেবপ্রসাদ হালদারের বক্তব্য, ‘দেশের গণতান্ত্রিক কাঠামোয় শ্রমিক-কর্মচারীদের দাবিদাওয়া আদায়ে আন্দোলনের অধিকার সংবিধান স্বীকৃত। কোনও কর্মচারী আন্দোলন করলে তাঁর বাড়িতে সরকারের তরফে পুলিশ পাঠিয়ে ভীতি প্রদর্শন সম্পূর্ণ বেআইনি।’ যদিও রাজ্যের মন্ত্রী ও তৃণমূল প্রভাবিত কর্মচারী সংগঠনগুলির দায়িত্বপ্রাপ্ত মানস ভুঁইয়া বৃহস্পতিবার এই অভিযোগের প্রেক্ষিতে বলেন, ‘আমি এখন মেঘালয়ে আছি। এ নিয়ে কিছু বলতে পারছি না।’

West Bengal DA Case: বকেয়া DA-র দাবিতে ৯ মার্চ ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার? বড় সিদ্ধান্ত আন্দোলনকারীদের
ঠিক কী দাবি আন্দোলনকারীদের?
তাঁদের অভিযোগ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয়ের বাড়ি হাও়ডার বালিতে। বুধবার দুপুরে তাঁর বাড়িতে একজন পুলিশকর্মী আসেন। তখন অজয় আন্দোলন মঞ্চে ছিলেন।

বৃহস্পতিবার তিনি বলেন, ‘আমার স্ত্রী ওই পুলিশকর্মীকে বলেন, বাড়িতে কেউ নেই। তিনি দরজা খুলতে পারবেন না। পুলিশকর্মী আমার বিষয়ে অনেক কিছু জানার চেষ্টা করছিলেন।’ তাঁর সংযোজন, ‘পরে আমি বাড়ি ফিরে থানায় গিয়ে খোঁজ নিই। যতটুকু বুঝেছি, উপর মহলের নির্দেশেই পুলিশ গিয়েছিল।’

West Bengal DA Update : কর্মবিরতির পর এবার ধর্মঘট, বকেয়া DA-র দাবিতে বড় আন্দোলনের ডাক রাজ্য সরকারি কর্মীদের
সালকিয়ার বাসিন্দা ও প্রাক্তন প্রধান শিক্ষক তপনও আন্দোলন মঞ্চে থাকাকালীন বুধবার দুপুরে তাঁর বাড়িতে পুলিশ যায়। তিনি বলেন, ‘তখন আমার ছেলে ও মেয়ে ফোন করে জানায়, সাইকেলে চেপে হলুদ পাঞ্জাবি, সাদা ধুতি পরা ও কপালে লাল তিলক আঁকা এক ব্যক্তি এসে নিজেকে সিভিক ভলান্টিয়ার পরিচয় দিয়ে জানান তাঁকে নাকি আইবি থেকে পাঠানো হয়েছে।’

DA News West Bengal : ‘সরকারি নোটিস বেআইনি’, নবান্নকে চ্যালেঞ্জ ছুড়ে কর্মবিরতি সরকারি কর্মীদের
মঞ্চের আইনজীবী প্রবীর চট্টোপাধ্যায়ের বক্তব্য, ‘কেন পুলিশ আন্দোলনকারীদের বাড়িতে গিয়েছিল, তার ব্যাখ্যা প্রশাসনের কাছ থেকে চাওয়া উচিত।’ রাজ্য প্রশাসনের তরফ থেকে এ নিয়ে মন্তব্য করা হয়নি। তবে মানস ভুঁইয়ার মন্তব্য, ‘আন্দোলনকারীদের সৎ সাহস থাকলে পশ্চিমবঙ্গকে কেন্দ্রের আর্থিক প্রতিবাদে দিল্লির যন্তরমন্তরে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধর্নায় বসুন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *