Durgapur Suicide Case : প্রেমিকাকে নিয়ে স্ত্রীয়ের সঙ্গে মনোমালিন্য, জঙ্গলে ঝুলন্ত অবস্থায় যুগলের দেহ উদ্ধার পাণ্ডবেশ্বরে – dugrapur couple allegedly took their lives on extra marital affair case


West Bengal Local News: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে টানাপোড়েন এবং সেই নিয়ে সমস্যার জেরে আত্মহত্যা প্রেমিক যুগলের। এই আত্মহত্যার ঘটনা ঘিরে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম প্রশান্ত রুইদাস (২৭) ও যুবতীর নাম সর্বানী কোলে (২৪)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত জনেরই সন্তান রয়েছে।

শুক্রবার সাত সকালে যুগলের এই ঝুলন্ত দেহ উদ্ধার হয় ওই এলাকা থেকে। পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি গ্রামের অদূরে একটি জঙ্গল ওই যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। মৃহদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Balurghat Suicide : শিবরাত্রিতে শাড়ি নিয়ে মায়ের সঙ্গে বচসা, অভিমানে ‘আত্মঘাতী’ বালুরঘাটের তরুণী
সূত্র মারফত জানা গিয়েছে, মৃত যুগলের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সর্বানী নামে ওই যুবতীর স্বামী বেশ কয়েকদিন আগে মারা যায়। তাঁর একটি সন্তানও রয়েছে। অন্যদিকে মৃত প্রশান্তর স্ত্রী ও সন্তান রয়েছে। দু’জনেই সম্পর্কে জড়িয়ে পড়েন। সর্বানীকে নিয়ে স্ত্রীয়ের সঙ্গে বচসা হত প্রশান্তের। সেই নিয়ে টানাপোড়েনের কারণে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার সকালে গ্রামের অদূরে ঝুলন্ত অবস্থায় ওই যুগলের দেহর কথা জানতে পারা যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি ওড়না দিয়েই দু’জন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তবে ময়নাতদন্তের পর আসল সত্য সামনে আসবে।

BJP West Bengal : বাড়ির অদূরেই BJP কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, রহস্যমৃত্যু ঘিরে বালুরঘাটে শুরু তরজা
পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমেছে। এই ঘটনা আত্মহত্যা না অন্য কোনও কারণ আছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাণ্ডবেশ্বর থানার পুলিশ জানিয়েছে, আত্মহত্যা যদি ঘটেও থাকে তবে তাঁর পিছনে কী কারণ রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করা হবে। মৃত যুবতীর পরিবারও দু’জনের মধ্যে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেছে।

মৃত যুবতীর মা মুর্তি কোলে এই প্রসঙ্গে বলেন, “এদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এমন কোনও ঘটনা ঘটতে পারে আমরা তা আন্দাজ করতে পারিনি। হঠাৎ করেই আমার মেয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়ছিল। আমার মেয়েটা মরে গেল, এখন ওঁর সন্তানের কী হবে আমি জানি না।”

Purba Medinipur Student Death : ডাব পাড়ার নেশা! মাঝরাতে হস্টেল থেকে বেরিয়ে মর্মান্তিক পরিণতি ছাত্রের
স্থানীয় বাসিন্দা অনিল মণ্ডল এই ঘটনা প্রসঙ্গে বলেন, “আমার খবর পাই যে পাড়ার দু’জন আত্মঘাতী হয়েছে। আমার খবর পেয়ে এখানে এসে দেখি যে দু’জন গাছে ঝুলে রয়েছে। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। এই দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে শুনলাম।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *