Ex Pakistan captain Rashid Latifs one liner on KL Rahul vs Shubman Gill


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে সব ফরম্যাটেই ব্যর্থ কে এল রাহুল (KL Rahul)। টিম ইন্ডিয়ার (Team India) এহেন ব্যাটারকে নিয়ে এবার গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও রাশিদ লতিফের (Rashid Latif) মধ্যে লেগে গেল। একদিকে লখনউ সুপার জায়ান্টের (Lucknow Super Giants) মেন্টর গম্ভীরের দাবি, কে এল রাহুলের হাতে নাকি বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit Sharma) থেকেও বেশি শট আছে! অন্যদিকে পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের দাবি হল, শুভমন গিল (Shubman Gill) থাকতে কেন কে এল রাহুলকে বয়ে বেড়াচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট! 

রাহুলের লাগাতার অফ ফর্ম দেখে রাশিদ লতিফের বক্তব্য, “এই ছেলেটা ভারতীয় দলে থাকার যোগ্য নয়। শুভমন গিল দলে থাকতে কে এল রাহুল ভারতীয় দলে কী করছে! এই মুহূর্তে কে এল রাহুলকে ছেঁটে শুভমন গিলকে খেলিয়ে দেওয়া উচিত।  

আরও পড়ুন: KL Rahul: বড় সিদ্ধান্ত নিল বিসিসিআই! ফর্মে ফিরতে কি ইরানি কাপ খেলবেন কে এল রাহুল?

আরও পড়ুন: KL Rahul, BGT 2023: কে এল রাহুলকে নিয়ে বিতর্কে এবার ভারতের দুই প্রাক্তনের মধ্যে লেগে গেল!

যদিও প্রাক্তন পাক অধিনায়কের দাবি একেবারেই মানতে রাজি নিন গম্ভীর। তিনি নিন্দুকদের তোপ দেগে বলেন, “ভারতীয় দল থেকে বাদ পড়া উচিত নয় ওর। কোনও ক্রিকেটারকে আলাদা করে বেছে নিয়ে আক্রমণ করা যায় না। প্রত্যেকেরই খারাপ সময় যায়। তাই এখনই কে এল রাহুলকে কাঠগোড়ায় তোলা উচিত নয়। রোহিত শর্মা থেকে বিরাট কোহলি, সবাই খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। তাছাড়া মনে রাখবেন, কে এল রাহুলের হাতে বিরাট ও রোহিতের থেকেও বেশি শট আছে। তাই ওকে আরও সময় দেওয়া উচিত।” 

তবে গম্ভীর তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজির অধিনায়কের পাশে দাঁড়ালেও বাস্তব পরিসংখ্যান কিন্তু অন্যদিকে ইঙ্গিত দিচ্ছে। আসলে ক্রিকেটের তিন ফরম্যাটেই রান পাচ্ছেন না কে এল রাহুল। বিশেষ করে টেস্টে তিনি একেবারে ফ্লপ। ২০২১ সালে দক্ষিণ সফরে গিয়ে সেঞ্চুরিয়ান টেস্টে ১২৩ রান করেছিলেন কে এল রাহুল। এরপর থেকে তাঁর ব্যাট শান্ত। এরপর থেকে ৬টি টেস্টের ১২ ইনিংসে তাঁর ব্যাট শান্ত থেকেছে। এহেন কে এল রাহুলকে নিয়ে লেগে গেল দুই প্রাক্তনের। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *