আহতদের বালুরঘাট জেলা হাসপাতালে (Balurghat District Hospital) চিকিৎসা চলছে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার সকালে বালুরঘাট শহরের রঘুনাথপুর (Raghunathpur) এলাকার গ্যাস সিলিন্ডার থেকে গৃহস্থের রান্নাঘরে আগুন লেগে যায়। ঘটনার জেরে এই দিন এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
গ্যাস সিলিন্ডারে আগুন লেগে অগ্নিদগ্ধ হন একই পরিবারের তিনজন। নতুন গ্যাস চেক করতে গিয়ে সিলিন্ডারে আগুন লেগে যায়। আহতদের নাম রঞ্জিত সাহা, প্রদীপ সাহা, পৌলমি সাহা ও গ্যাস ডেলিভারি বয় অরুণ কর্মকার৷ শুক্রবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত রঘুনাথপুরে।
শুক্রবার সকালে বিষয়টি নজরে আসতেই আগুন নেভাতে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। কিছু বাদে আগুন নিভিয়ে ফেলেন স্থানীয়রা। এদিকে যতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসে, ততক্ষণে অগ্নিদগ্ধ হন গ্যাস ডেলিভারি বয় সহ চারজন। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি তাঁদের চিকিৎসার জন্য পাঠানো হয় বালুরঘাট জেলা হাসপাতালে।
বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন আহতরা। এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। কী করে আগুন লাগল তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। এ বিষয়ে আহত রঞ্জিত সাহার স্ত্রী সাধনা সাহা বলেন, নতুন গ্যাস দেওয়ার পর তা চেক করতে গিয়ে আগুন লেগে গিয়েছে।
মুহুর্তেই দাউ দাউ করে রান্নাঘরে আগুন জ্বলে ওঠে। গ্যাস ডেলিভারিম্যান সহ আমার স্বামী, ছেলে ও নাতনি অগ্নিদগ্ধ হয়েছে৷ কিছু বুঝে ওঠার আগেই আগুন লেগে যায়। সকলকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে, বালুরঘাট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, কীভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে।
তবে গোটা ঘটনায় এলাকার মানুষও আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয় এক বাসিন্দা বলেন, “চেঁচামেচি শুনে ওঁদের ঘরে গিয়ে দেখি আগুন লেগেছে। গ্যাস ডেলিভারি বয় চেক করার সময় আগুন ধরে যায়। আশেপাশের অনেকে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। ঘটনা দেখে আমরাও আতংকিত হয়ে পড়ি।”