জানা গিয়েছে, শ্রম দফতরের কর্ম বিনিয়োগ কেন্দ্রে নাম নথিভুক্ত করা শিক্ষিত বেকার যুবক-যুবতীদের চাকরির সুযোগ তৈরি করে দিতে বেসরকারি সংস্থার সঙ্গে জোট বেঁধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে সমাজমাধ্যমে এ বিষয়ে প্রচার চালানো হয়। যোগ্য প্রার্থীদের বেসরকারি সংস্থায় চাকরি দেওয়ার উদ্দেশে ইন্টারভিউ গ্রহণ করা হবে বলে জানানো হয়।
কর্ম বিনিয়োগ কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর জে সামন্ত বলেন, “যারা কেন্দ্রে নাম নথিভুক্ত করেছিলেন এবং রেজিস্ট্রেশন করেছিলেন তাদের ডাকা হয়েছে। আমাদের উদ্দেশ্য হল, বেকার ছেলে-মেয়েরা চাকরি পাক এবং পাশে দাঁড়াক।” বেসরকারি সংস্থার প্লেসমেন্ট হেড অরিন্দম চট্টোপাধ্যায় বলেন, “সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে আমরা এই ধরনের জব ফেয়ার করে থাকি। যাদের নাম নথিভূক্ত করা আছে কর্ম বিনিয়োগ কেন্দ্রে মূলত যারা চাকরি খুঁজছেন তাদের জন্য এই সুযোগ। আমরা খুবই খুশি সরকার যেভাবে এগিয়ে এসেছে।”
উদ্যোক্তাদের তরফে জানানো হয়, যারা চাকরি খুঁজছে তাদের সামনে এটা একটা বড় সুযোগ। বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি কর্পোরেট সংস্থা তারা ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। অরিন্দম চট্টোপাধ্যায় বলেন, “আমাদের সংস্থা সর্বভারতীয় একটি সংস্থা এবং দীর্ঘদিন ধরে আমরা এই ধরনের কাজ করছি। আশা করি আগামী দিনেও ভালো সাড়া পাব।” চাকরি প্রার্থী বিক্রম দাস ও সাথী ভট্টাচার্য বলেন, “চাকরির বাজার খুব খারাপ, সরকারি চাকরিতো পাওয়া দুষ্কর। তাই এই ধরনের সুযোগে আমাদের খুব উপকার হবে। ইন্টারভিউ দিয়েছি দেখি যদি সিলেক্ট হই, তাহলে চাকরি পাওয়া যাবে।”