Job Fair 2023: সরকারি উদ্যোগে বেসরকারি চাকরির ইন্টারভিউয়ের আয়োজন, আকালের বাজারে ‘খুশি’ চাকরিপ্রার্থীরা – job fair arranged in serampore for the job aspirants


Hooghly News: চাকরির বাজার মন্দা। তার মধ্যে রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে বিতর্ক তুঙ্গে। এমত অবস্থায় ‘চাকরির মেলা’ শ্রীরামপুরে (Serampore)। শ্রীরামপুর কর্ম বিনিয়োগ কেন্দ্র এবং একটি বেসরকারি সংস্থার উদ্যোগে এই জব ফেয়ারের আয়োজন করা হয় শুক্রবার। প্রায় ১৪০ জন প্রার্থী এদিন নামি বেসরকারি সংস্থায় ইন্টারভিউ দেওয়ার সুযোগ পান বলে জানা গিয়েছে। কর্ম সংস্থানের পথ খুঁজে পাওয়ায় খুশি চাকরিপ্রার্থীরা।

সরকারি উদ্যোগে বেসরকারি চাকরির ইন্টারভিউ দিয়ে চাকরি প্রার্থীরা বললেন, “ভালো উদ্যোগ।” শুক্রবার শ্রীরামপুরের কর্ম বিনিয়োগ কেন্দ্র ও আইসিএর যৌথ উদ্যোগ জব ফেয়ার (Job Fair) অনুষ্ঠিত হল শ্রীরামপুরে। উচ্চমাধ্যমিক ও স্নাতক উত্তীর্ণ ১৪০ জন চাকরি প্রার্থীকে ডাকা হয়। পাঁচটি বেসরকারি সংস্থা তাদের ইন্টারভিউ নেয়।

Government Jobs : গোবরডাঙা লোকাল থেকে ISRO-তে, সেলাই করে লেখাপড়া করা সুমনের সাফল্যে চোখে জল বাবার

জানা গিয়েছে, শ্রম দফতরের কর্ম বিনিয়োগ কেন্দ্রে নাম নথিভুক্ত করা শিক্ষিত বেকার যুবক-যুবতীদের চাকরির সুযোগ তৈরি করে দিতে বেসরকারি সংস্থার সঙ্গে জোট বেঁধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে সমাজমাধ্যমে এ বিষয়ে প্রচার চালানো হয়। যোগ্য প্রার্থীদের বেসরকারি সংস্থায় চাকরি দেওয়ার উদ্দেশে ইন্টারভিউ গ্রহণ করা হবে বলে জানানো হয়।

কর্ম বিনিয়োগ কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর জে সামন্ত বলেন, “যারা কেন্দ্রে নাম নথিভুক্ত করেছিলেন এবং রেজিস্ট্রেশন করেছিলেন তাদের ডাকা হয়েছে। আমাদের উদ্দেশ্য হল, বেকার ছেলে-মেয়েরা চাকরি পাক এবং পাশে দাঁড়াক।” বেসরকারি সংস্থার প্লেসমেন্ট হেড অরিন্দম চট্টোপাধ্যায় বলেন, “সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে আমরা এই ধরনের জব ফেয়ার করে থাকি। যাদের নাম নথিভূক্ত করা আছে কর্ম বিনিয়োগ কেন্দ্রে মূলত যারা চাকরি খুঁজছেন তাদের জন্য এই সুযোগ। আমরা খুবই খুশি সরকার যেভাবে এগিয়ে এসেছে।”

DA News West Bengal: ‘সরকারী কর্মচারীরা আমার বন্ধু-শিক্ষকরা আমাদের সাথী’, DA প্রসঙ্গে ফের মুখ খুললেন মমতা

উদ্যোক্তাদের তরফে জানানো হয়, যারা চাকরি খুঁজছে তাদের সামনে এটা একটা বড় সুযোগ। বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি কর্পোরেট সংস্থা তারা ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। অরিন্দম চট্টোপাধ্যায় বলেন, “আমাদের সংস্থা সর্বভারতীয় একটি সংস্থা এবং দীর্ঘদিন ধরে আমরা এই ধরনের কাজ করছি। আশা করি আগামী দিনেও ভালো সাড়া পাব।” চাকরি প্রার্থী বিক্রম দাস ও সাথী ভট্টাচার্য বলেন, “চাকরির বাজার খুব খারাপ, সরকারি চাকরিতো পাওয়া দুষ্কর। তাই এই ধরনের সুযোগে আমাদের খুব উপকার হবে। ইন্টারভিউ দিয়েছি দেখি যদি সিলেক্ট হই, তাহলে চাকরি পাওয়া যাবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *