Kolkata Weather : জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, উইকেন্ডে কেমন থাকবে কলকাতার আবহাওয়া? – west bengal weather update rainfall forecast in north bengal districts


ক্রমশই বাড়ছে রোদের তেজ। পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা (Temperature Today)। বসন্তের মধ্যেই ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী। ফেব্রুয়ারির শেষেই সর্বনিম্ন তাপমাত্রা ৩০-এর ঊর্ধ্বে উঠবে। এমনটাই পূর্বাভাস আবহাওয়াবিদদের।

কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

শুক্রবার থেকে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। আগামী কয়েকদিন দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গের সর্বত্রই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে কুয়াশার দাপট থাকবে।

West Bengal Weather Update : ফেব্রুয়ারিতে অকাল বর্ষণের পূর্বাভাস, পাল্লা দিয়ে চড়ছে পারদ
দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া এবং হুগলিতে কুয়াশার দাপট থাকবে। নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম সহ বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি মাত্রায় কুয়াশার দাপট থাকবে।

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া (Kolkata Weather)?

সকালে কুয়াশাচছ্ন্ন আকাশ এবং বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই আর্দ্রতাজনিত অস্বস্তি। ফেব্রুয়ারির শেষের দিকটা এভাবেই কাটছে শহরবাসীর। সঙ্গে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা।

Rainfall Forecast : শীত শেষে সক্রিয় ঘূর্ণাবর্ত, রবিবাসরীয় কলকাতায় ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস
শুক্রবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৩৬ থেকে ৯৫ শতাংশের মধ্যে।

আগামী চার থেকে পাঁচদিন ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরেই থাকবে শহরের পারদ। দিনের তাপমাত্রা আরও সামান্য বাড়তে পারে। দক্ষিণা বাতাস ও দক্ষিণ পশ্চিমের বাতাসের জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টি ও দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। জলীয় বাষ্প বেশি থাকায় ভোরের দিকে বা খুব সকালে পূর্ব মেদেনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা ও সংলগ্ন কলকাতা, হাওড়া, ও হুগলিতে আংশিক মেঘলা আকাশ পরে পরিষ্কার আকাশ।

West Bengal Weather Update : শিবরাত্রিতে হাওয়া বদল, শীতের বিদায়বেলায় বৃষ্টির পূর্বাভাস
কেমন থাকবে ভিন রাজ্যের আবহাওয়া?

নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ২৫ ফেব্রুয়ারি। এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। পূর্ব ভারতের রয়েছে একটি অক্ষরেখা। দক্ষিণ পশ্চিমী বাতাসের প্রভাবে আগামী তিনদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সিকিম ও উত্তরবঙ্গের পার্বত্য এলাকার জেলাগুলিতে। শনিবার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে অরুণাচলপ্রদেশে, অসম, নাগাল্যান্ড মণিপুর এবং সিকিমে। উত্তর পশ্চিম ভারতে তিনদিন একই রকম থাকবে আবহাওয়া। পরে দু’ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। তবে ভারতের বেশিরভাগ এলাকাতেই তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত পূর্ব ভারত এবং পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে তাপমাত্রা আগামী কয়েকদিনে স্বাভাবিকের তুলনায় তিন থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *