Madhyamik Examination 2023 : মাধ্যমিকের প্রথম দিনে অসুস্থ ছাত্রী, হাসপাতালেই ইংরেজি পরীক্ষার ব্যবস্থা প্রশাসনের – madhyamik examination 2023 student became sick gave exam in hospital


Purulia News : প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Examination 2023) পরে অসুস্থ হয়ে পড়েছিল ছাত্রীটি। পরীক্ষার কথা মাথায় রেখেই তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে। তাই আজ শুক্রবার ছাত্রীটির হাসপাতালেই মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করল পুরুলিয়া (Purulia) জেলা পুলিশ প্রশাসন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া মফস্বল থানার অর্জুন জোড়া হাইস্কুলের রেখা বাউরি শুক্রবার শারীরিক অসুস্থতার কারণে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি হয়।

Madhyamik Examination 2023 : মাধ্যমিক চলাকালীন মালদায় অসুস্থ ২ পরীক্ষার্থী, হাসপাতালেই পরীক্ষা ব্যবস্থা করল স্কুল
আজ হাসপাতালের বেডেই তার মাধ্যমিক পরীক্ষার ব্যবস্থা করে জেলা স্কুল শিক্ষা দফতর। জানা যায় গতকাল বৃহস্পতিবার সে হুটমুড়া হাইস্কুল থেকে সে প্রথম পরীক্ষা দেয়। শুক্রবার সকালে বাড়িতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকেরা তাকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। পরে পুরুলিয়া সদর থানার IC ওই ছাত্রীর কাছে যান।

Madhyamik Pariksha 2023 : হাসপাতালে শুয়ে মাধ্যমিক আলিপুরদুয়ারের দেবজ্যোতির, পাশে প্রশাসন
তখন ওই ছাত্রী পরীক্ষা দেওয়ার ইচ্ছেপ্রকাশ করলে বিষয়টি তিনি জেলা স্কুল শিক্ষা দফতরে জানান এবং তার পরীক্ষার ব্যবস্থা করেন জেলা স্কুল শিক্ষা দফতরের সহযোগিতায়। হাসপাতালে প্রশ্নপত্র নিয়ে আসেন জেলা স্কুল শিক্ষা দফতরের আধিকারিক গৌতম চন্দ্র মাল।

Madhyamik Pariksha 2023 : প্রবল ইচ্ছে শক্তি নিয়েই মাধ্যমিকে বসল বিশেষভাবে সক্ষম সামশেরগঞ্জের তাজকুরা
তিনি জানান, “যখন থেকে সে পরীক্ষা শুরু করেছে তখন থেকে পরীক্ষার জন্য নির্ধারিত সময় তাকে দেওয়া হবে”। একজন পরীক্ষক ও একজন মহিলা পুলিশ কর্মীর তত্বাবধানে পরীক্ষা দিচ্ছে সে। হাসপাতালের বেডে শুয়ে পরীক্ষা দিতে পেরে খুব খুশী রেখা বাউরি।

Madhyamik Examination 2023 : হাতির হানায় ছাত্র মৃত্যুর ঘটনার জের, মুখ্যমন্ত্রীর নির্দেশে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা
এই বিষয়ে সে জানায়, “ভাবিনি যে পরীক্ষা দিতে পারব। প্রশাসন সেই ব্যবস্থা করে দেওয়ায় আমি খুব খুশি”। পরীক্ষার ব্যবস্থা করে দেওয়া পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া “নিজেদের কর্তব্য পালন করেছি মাত্র”। রেখা বাউরির বাবা এই বিষয়ে কথা বলতে গিয়ে জানান, “গতকাল প্রথম পরীক্ষা দেওয়ার পরে মেয়ে বাড়িতে এসে ঠিকঠাকই ছিল।

Madhyamik Exam: বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্রে! এবার ধরা পড়ল ভুয়ো পরীক্ষার্থী
সন্ধ্যে বেলা বাড়িতে পরের দিনের পরীক্ষার জন্য প্রস্তুতও হয়েছিল। আজ সকালেই হঠাৎ রেখা অসুস্থ হয়ে পরে। বুঝতে পারি এভাবে বাড়িতে ফেলে রাখলে পরীক্ষা দিতে যেতে পারবে না।

Madhyamik Exam 2023 : মাধ্যমিকে বসার আগেই মর্মান্তিক পরিণতি শিলিগুড়ির মেধাবী ছাত্রের, পিষে দিল হাতি
তাই তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করি। হাসপাতাল থেকেই সব কথা শুনে পুলিশে খবর দেয়। আর পুলিশ এসে সব শুনে বলে এখানেই পরীক্ষার ব্যবস্থা করা যাবে। সেই শুনে আমরা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলি”। রেখা পরীক্ষা দিতে পাড়ায় তাঁর পরিবার থেকে শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ সবাই যথেষ্ট খুশি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *