Murshidabad Latest News : প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে ধৃত বাংলাদেশি যুবক – bangladeshi youth allegedly arrested for coming india to meet with girlfriend


এই সময়, হরিহরপাড়া: প্রেমের টানে বাংলাদেশ (Bangladesh) থেকে ভারতে এসে গ্রেপ্তার হলো প্রেমিক। ধৃত সোহেল রানা বাংলাদেশের কুড়িগ্রাম এলাকার বাসিন্দা। প্রেমের টানে মাস তিনেক আগে বাংলাদেশ থেকে ভারতে আসে সে। তারপর কাজের খোঁজে চলে যায় কলকাতা। বুধবার হরিহরপাড়ার নশিপুর এলাকায় প্রেমিকার বাড়িতে দেখা করতে যায় সোহেল। সেই সময়ে ওই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করে হরিহরপাড়া থানার পুলিশ।

North 24 Parganas News : কিশোরীর চরিত্র নিয়ে প্রশ্ন তুলে কেটে দেওয়া হল চুল! হাবড়ায় ঘটনায় শোরগোল
মাস ছয়েক আগে হরিহরপাড়ার এক কিশোরীর সঙ্গে ফেসবুকে আলাপ হয় বাংলাদেশের সোহেলের। দু’জনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠার পরে কিছুদিন আগে জলঙ্গির ভারত-বাংলাদেশ সীমান্ত পার করে সে বেআইনি ভেবে চলে আসে হরিহরপাড়ায়। প্রেমিকার সঙ্গে দেখা করার পরে কলকাতায় রাজমিস্ত্রির কাজে চলে যায়।

Durgapur News : যাত্রী বোঝাই বাসে অস্ত্র পাচারের চেষ্টা! দুর্গাপুরে গ্রেফতার যুবক
কাজের ফাঁকে ওই কিশোরীর সঙ্গে মোবাইলে কথাবার্তা চলতে থাকে। প্রেমিকার পরিবারের অন্যদের সঙ্গেও প্রতিদিন কথা হতো তার। বুধবার সোহেল কলকাতা থেকে মুর্শিদাবাদ ফিরে রাতেই হরিহরপাড়ায় যায় প্রেমিকার সঙ্গে দেখা করতে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই কিশোরীর বাড়িতে হানা দেয়। জেরায় কোনও কাগজপত্র দেখাতে না-পারায় ওই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

Digha Sea Beach : ‘উড়তা দিঘা!’ সৈকতে কেজি কেজি গাঁজা উদ্ধারে বাড়ছে উদ্বেগ, সক্রিয় পুলিশ
বৃহস্পতিবার ধৃতকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। ওই কিশোরীর মা তানসেন্নাহার বিবি বলেন, ‘মেয়ের সঙ্গে ওই যুবকের মোবাইল ফোনে আলাপ হয়। কিন্তু ও বাংলাদেশ থেকে কোনও বৈধ কাজগপত্র ছাড়া ভারতে চলে এসেছে, সেটা জানতাম না। রাতে আমাদের বাড়ি এলে আমরা ওকে চলে যেতে বলেছিলাম। পুলিশ খবর পেয়ে ওকে গ্রেপ্তার করে নিয়ে যায়।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *