Nadia News : সরকারি হাসপাতালে জোর করে স্বাভাবিক প্রসবের চেষ্টা? হাত ভাঙল সদ্যোজাতর, FIR দায়ের – newly born baby got injured while forced normal delivery family lodged complaint


West Bengal News: সদ্যোজাতের ওজন বেশি হওয়া সত্ত্বেও বলপূর্ব স্বাভাবিকভাবে প্রসব করানোর চেষ্টা। প্রসবের সময় ভেঙে যায় নবজাতকের একটি হাত। এমনকী নবজাতকের বুকে ও মাথার পিছনে রক্ত জমাট বেঁধেছে। ভয়ংকর অভিযোগ হাসপাতালে কর্মরত চিকিৎসক সবুজ বরণের বিরুদ্ধে। এই ঘটনায় নদিয়া জেলাতে চাঞ্চল্য ছড়িয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নদিয়া জেলার শান্তিপুরে এই ঘটনা ঘটেছে। পরিবার সূত্রে খবর, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ওই গর্ভবতী মহিলাকে ভর্তি করা হয়েছিল। সেখানেই এই ঘটনা ঘটেছে। পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Nadia News : মোবাইলে চার্জ দিতে গিয়ে বিপত্তি! শান্তিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু সপ্তম শ্রেণির ছাত্রীর
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রসব যন্ত্রণা নিয়ে শান্তিপুর নতুনপাড়া এলাকার বাসিন্দা উর্মিলা বিবিকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চলতি বছরের জানুয়ারি মাসের ২৭ তারিখ ভোরে তিনি সন্তান প্রসব করেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রসব করার সময় ওই মহিলা মারাত্মক যন্ত্রণায় ভুগছিলেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সদ্যোজাতের ওজন স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি ছিল। সেই কারণে মহিলার প্রসব করানোর সময় সমস্যার মধ্যে পড়েন ওই চিকিৎসক। স্বাভাবিকভাবে প্রসবের সময় শিশুটির দেহ মায়ের গর্ভ থেকে সম্পূর্ণভাবে বের করা সম্ভব হচ্ছিল না।

পরিবারের দাবি, সেই সময় চিকিৎসকের নির্দেশে কয়েকজন নার্স জোর করে শিশুটিকে টেনে বের করার চেষ্টা করেন। তখনই এই ঘটনা ঘটে। পরবর্তীকালে চিকিৎসকরা ওই সদ্যোজাতে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেয়। সঙ্গে সঙ্গে পরিবার সদ্যোজাত শিশুটিকে নিয়ে রানাঘাট মহাকুমা হাসপাতালে নিয়ে যায়।

Dum Dum Murder Case : পরকীয়ার জের! প্রেমিকাকে আধমরা করে হাসপাতালে ভর্তি, মৃত্যু মহিলার
রানাঘাট হাসপাতালে শিশুটির অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানে শিশুটিকে ভর্তি করা যায়নি। সেখানকার চিকিৎসকদের পরামর্শে ওই শিশুটি কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কয়েকদিন আগেই শিশুটির রিপোর্টে ধরা পড়ে যে তার একটি হাত ভেঙে গিয়েছে। শরীরের একাধিক জায়গায় রক্ত জমাট বেঁধে রয়েছে। এরপরেই পরিবারের তরফ থেকে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনার জন্য চিকিৎসকদের উদাসীনতাকেই দায়ী করেছে পরিবার।

Primary School : দ্বিতীয় শ্রেণির পড়ুয়াকে বেধড়ক মারধর, বীরভূমে গ্রেফতার অভিযুক্ত ​শিক্ষক
এই বিষয়ে জেলা স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষ চন্দ্র দাস বলেন, “এই নিয়ে এখনও কোনও অভিযোগ আমার কাছে আসেনি। তবে এই বিষয়ে অভিযোগ এলে তদন্ত করা হবে। যদি দোষী সাব্যস্ত হয় তাহলে ওই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *