আদিল পর্ব ভুলে আবার কাজে মন দিলেন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। একদিকে আদালতে চলছে আদিলের বিরুদ্ধে মামলা। বার বার কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে রাখিকে। এবার তাঁর জীবনের এই কঠিন সময় নিয়ে তৈরি হচ্ছে মিউজিক ভিডিয়ো। আর সেই ভিডিয়োর হাত ধরেই কাজে ফিরছেন রাখি সাওয়ান্ত। জানালেন কত লাখের বাজেটে তৈরি হচ্ছে একটা গান! এই বাজেটে বাংলা ছবি হয়ে যায়!