South Dinajpur Food Poisoning : শ্রাদ্ধানুষ্ঠানের ডাল-পাবদা খেয়ে বিপত্তি, অসুস্থ আশ্রমের ৩২ শিশু – 32 minor of an orphanage felt ill after having illicit food


West Bengal Local News: শ্রাদ্ধ বাড়ির উদ্বৃত্ত খাবার খেয়ে অসুস্থ আশ্রমের ৩২ জন আবাসিক শিশু। অসুস্থ শিশুদের মধ্যে দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভা এলাকার বুনিয়াদপুর বড়াইল উপজাতি কল্যাণ সমিতি আশ্রমে। এই ঘটনায় আশ্রমের আবাসিকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।

খাবার খেয়ে অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য রাতেই রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে অসুস্থ আশ্রমের শিশুরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা রয়েছে। খাদ্যে বিষক্রিয়া থেকে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান চিকিৎসকদের। যদিও স্বাস্থ্য আধিকারিকরা পুরো ঘটনা খতিয়ে দেখছেন। হাসপাতাল সূত্রে খবর, অসুস্থ শিশুদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Nadia News : নবদ্বীপে ভিক্ষুক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত
জানা গিয়েছে, ওই আশ্রমে প্রায় ৩২ জন শিশু রয়েছে। বুধবার রাতে গঙ্গারামপুরের একটি পরিবারের পক্ষ থেকে শ্রাদ্ধানুষ্ঠানের উদ্বৃত্ত খাবার শিশুদের জন্য দিয়ে যাওয়া হয়। রাতে সেই খাবার খায় আশ্রমের আবাসিক শিশুরা। খাবার খাওয়ার পরদিন থেকে শুরু হয় মারাত্মক পেটে ব্যথা। এমনকী অনেকের বমি ও পেটের সমস্যা দেখা দেয়।

স্থানীয় প্রশাসনের অনুমান খাদ্যে বিষক্রিয়া কারণেই এই ঘটনা ঘটেছে। প্রশাসনের তরফে খাবারের নমুনাও সংগ্রহ করা হয়েছে। প্রয়োজনে আগামীকাল ওই আশ্রমে স্বাস্থ্য আধিকারিকরা যাবেন। জানা গিয়েছে, শ্রাদ্ধানুষ্ঠানে খাবারের মতো পাবদা মাছ, ভাত ডালের মতো পদ ছিল।

Adenovirus Disease : চিন্তা বাড়ছে অ্যাডিনো ভাইরাস! সতর্কতা প্রচার শুরু জলপাইগুড়ি হাসপাতালে
এই আশ্রমে প্রত্যেক শিশুর বয়স ২ থেকে ৯ বছরের মধ্যে। বৃহস্পতিবার রাতে নতুন করে পেট ব্যাথা বাড়লে তাদের চিকিৎসার জন্য শিশুদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয় রসিদপুর গ্রামীণ হাসপাতালে। আশ্রমের বেশিরভাগ আবাসিক শিশুকেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

এবিষয়ে আশ্রম কর্তৃপক্ষের তরফে চাঁদমণি সোরেন বলেন, “আশ্রমের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় অনেকেই খাবার দিয়ে সহযোগিতা করেন। একটি শ্রাদ্ধানুষ্ঠানের খাওয়ার দেওয়া হয় বাচ্চাদের। যা খাওয়ার পর থেকেই বাচ্চারা সকলেই পেটের সমস্যায় ভুগছে। আজ তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়েছে ৷”

Siliguri Biriyani : মুখ্যমন্ত্রীর সভায় পড়ুয়াদের পচা বিরিয়ানি! অভিযোগ ঘিরে হুলস্থূল কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম
অন্যদিকে এই বিষয়ে বংশীহারী ব্লক স্বাস্থ্য আধিকারিক পুলকেশ সাহা বলেন, “একটি আশ্রমের শিশুরা অসুস্থ হয়ে হাসপাতালে আসে। তাদের বেশিরভাগেরই বমি ও পেট খারাপের সমস্যা ছিল। প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে। দুজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *