Star Jalsha Zee Bangla : বাড়বে কেবল টিভির খরচ? আশঙ্কা নিয়েই ফের জলসা মুখর বাঙালির সান্ধ্য ড্রয়িংরুম – some cable tv channels of zee sony and star back in television after five days


অন্তরার ঘরওয়াপসি থেকে শুরু করে সাংবাদিক পর্ণার কীর্তি। প্রিয় ধারাবাহিকের লেটেস্ট এপিসোডগুলি মিস করে গিয়েছিলেন মা-দিদিমারা। কারণ, গত শনিবার থেকে আচমকাই টিভিতে গায়েব হয়ে গিয়েছিল স্টার, জি এবং সোনির প্রায় সমস্ত চ্যানেলগুলি। তবে দর্শকদের মনে স্বস্তি দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তা ফের ফিরল। চালু করা হল MSO-র জনপ্রিয় এই চ্যানেলগুলি। দিল্লিতে সম্প্রচারকারী এবং MSO-দের বৈঠকের পর চ্যানেলগুলি ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

TV Channel: টিভি থেকে হঠাৎ গায়েব একাধিক জনপ্রিয় চ্যানেল, পছন্দের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন না 4.5 কোটি পরিবার
এতদিন চ্যানেলের বর্ধিত দাম দিতে অস্বীকার করছিল MSO-রা। আর সেই কারণেই প্রতিবাদ হিসাবে সম্প্রচারই বন্ধ করে দিয়েছিল তারা। তিনটি শীর্ষস্থানীয় সম্প্রচারকারী যথা ডিজনি-হটস্টার, সোনি পিকচারস এবং জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইস শনিবার থেকে কেবল অপারেটরদের কাছে তাদের চ্যানেলগুলি বন্ধ করে দিয়েছিল। তবে আলোচনার পর চ্যানেলের দর আংশিকভাবে বাড়াতে রাজি হওয়ায় ফের টিভিতে ফিরেছে প্রিয় চ্যানেলগুলি। বর্তমানে কলকাতায় মাত্র ৩টি MSO-র অধীনে প্রায় ১৫ লাখ কেবিল সংযোগ রয়েছে। সারা বাংলা জুড়ে এই সংখ্যাটা ৪১ লাখ। ফলে তাঁদের জনপ্রিয় সিরিয়াল এবং শোগুলি মিস হওয়ায় ক্ষোভে ফুঁসছিলেন সকলেই। চ্যানেলগুলি ফেরায় বিপুল সংখ্যক টিভি দর্শকরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। TPL-KCBPL, Hathway এবং DEN-এর মতো MSO-গুলি সম্প্রচারকারীদের সঙ্গে নতুন চুক্তি করেছে। NTO 3-এর অধীনে নয়া দরের বাস্তবায়ন করা হবে। এতে TRAI-ও অনুমোদনও মিলেছে।

Bangla Serial : অন্তরার ঘরওয়াপসি, সাংবাদিক পর্ণার কীর্তি! কেবল কাণ্ডে সাধের সিরিয়াল মিস বাঙালির
তবে চ্যানেল দেখা গেলেও বাড়তে পারে খরচ। চ্যানেল এবং প্যাকেজের দাম ৮% থেকে ১০% পর্যন্ত বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। কলকাতার কেবল অপারেটর এবং MSO-দের মতে, কিছু বান্ডিল প্ল্যানের প্রস্তাবিত দাম কমানো হয়েছে। কিন্তু, আলা কার্ট, অর্থাৎ বাছাই করা জনপ্রিয় চ্যানেলগুলির দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। স্টার এবং জি-এর কিছু চ্যানেলের দাম অনেকটাই বাড়তে পারে বলে মনে করছেন কেবল টিভি বিশেষজ্ঞরা

Cable TV Channels : শহরে 70% কেব্‌ল টিভিতে বন্ধ পে-চ্যানেল
কেবল ব্যবসার সঙ্গে যুক্ত এক বিশেষজ্ঞের কথায়, “বান্ডিল প্ল্যানের দাম অল্প কিছু কমলে তাতে দর্শকরা কিছুটা স্বস্তি পাবেন। এমনিতেও OTT প্ল্যাটফর্মগুলি চলে আসার পর থেকে মানুষ কেবল বিমুখ হয়ে পড়েছেন। Zee5-এর মাধ্যমে জি-এর চ্যানেলের সমস্ত প্রোগ্রামই দেখা যায়। একইভাবে স্টার, সোনি ইত্যাদি সবই অনলাইন OTT প্ল্যাটফর্মেই সিরিয়াল, শো দেখা যায়। এমতাবস্থায় কেবল সংযোগের দাম আরও বাড়লে গ্রাহকদের সংখ্যা আরও পড়ে যাবে, তা আর বলার অপেক্ষা রাখে না।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *