Rajnath Singh At Visva Bharati University বিশ্বভারতী সমাবর্তন অনুষ্ঠানও রইল না বিতর্কমুক্ত। সমাবর্তন অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ঢুকতে না দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। পড়ুয়াদের অভিযোগ, বিভিন্ন অজুহাতে ঢুকতে দেওয়া হচ্ছে না ছাত্রছাত্রীদের।
আজ বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠান। এই সমাবর্তন (Visva Bharati University Convocation) অনুষ্ঠানে যোগ দিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । যার জন্য বৃহস্পতিবার থেকেই বিশ্বভারতীতে কড়া সুরক্ষা ব্যবস্থা। গোটা বিশ্বভারতী চত্বর জুড়ে মোতায়েন অতি প্রচুর পুলিশ ও নিরাপত্তারক্ষী। সেই সমাবর্তন অনুষ্ঠানে সাধারণ মানুষ, সংবাদ কর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকী এবার সমাবর্তনের ঢুকতে দেওয়া হল না প্রাক্তন ছাত্র-ছাত্রীদেরও। তাই নিয়ে এই শোরগোল বিশ্বভারতী চত্বরে। অতএব এবারের সমাবর্তনের অনুষ্ঠানে অংশ নিতে পেরেছেন শুধুই চলতি বছরের পড়ুয়ারা। Visva Bharati University : জমির রেকর্ড নিয়ে শুনানির আগেই নথির কপি চেয়ে চিঠি
এদিন বিশ্বভারতীর প্রাক্তন ছাত্রছাত্রীরাদের অভিযোগ, নানা অজুহাতে তাদেরকে সমাবর্তনে ঢুকতে দেওয়া হচ্ছে না । নিরাপত্তারক্ষীরা বিভিন্ন কারণে প্রবেশ করতে দিচ্ছেন না পড়ুয়াদের বলে দাবি। কাউকে বলা হচ্ছে ব্যাগ বা পার্স নিয়ে প্রবেশ করা যাবে না । কাউকে বলা হচ্ছে মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না। আবার কাউকে বলা হচ্ছে দেরি হয়ে গিয়েছে তাই আর ঢুকতে দেওয়া হবে না। এই রকমই ছোটখাটো কারণ দেখিয়ে প্রায় পাঁচশোর বেশী ছাত্র-ছাত্রীকে গেটেই আটকে দিল নিরাপত্তা রক্ষীরা।
অন্যদিকে, এদিন বিশ্বভারতীর সমাবর্তনের মঞ্চে দাঁড়িয়ে রাজনাথ সিং বলেন, আগামী চার বছরের মধ্যে ভারত দুনিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে। এব্ং ২০৪৭ এর মধ্যে পৃথিবীর প্রথম বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে আমাদের দেশ ভারত।