West Bengal DA Latest Update : ‘খুবই কম…!’ চিঠি লিখে অতিরিক্ত 3% DA নিতে অস্বীকার রায়গঞ্জের শিক্ষকের – teacher from dalgaon junior high school raiganj refuse to take 3 percent extra da


‘সরকারের বঞ্চনাকেই প্রকাশ করে…’, এবার তিন শতাংশ বর্ধিত DA নিয়ে অস্বীকার করলেন উত্তর দিনাজপুর জেলার এক শিক্ষক। মার্চ মাস থেকে বেতনের সঙ্গে বর্ধিত DA নিয়ে অস্বীকার করেছেন রায়গঞ্জের ধলগাঁও জুনিয়র হাই স্কুলের শিক্ষক পার্থ প্রতীম চৌধুরী।

কেন্দ্রীয় হারে DA-র দাবিতে দীর্ঘদিন ধরেই লড়াই করছেন রাজ্য সরকারি কর্মীরা। DA মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। একইসঙ্গে কেন্দ্রীয় হারে DA-র দাবিতে আন্দোলনে নেমেছেন রাজ্য সরকারি কর্মীরা। তাঁদের বিক্ষোভের মাঝেই রাজ্য বাজেটের দিন ৩ শতাংশ অতিরিক্ত DA-র ঘোষণা করেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

DA Latest News : শেষে রায় লিখলেন বিচারপতি নিজেই!
এই ঘোষণা সরকারি কর্মীদের ক্ষতে প্রলেপ লাগানোর পরিবর্তে অনেক ক্ষেত্রেই তাঁদের ক্ষোভ বাড়িয়েছে বলে মতামত ওয়াকিবহাল মহলের। ধর্মঘটের ডাক থেকে কর্মবিরতি, দিন দিন কেন্দ্রীয় হারে DA-র দাবিতে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াচ্ছেন সরকারি কর্মীরা।

এবার সরকারের বর্ধিত DA প্রত্যাখ্যানের পথেই হাঁটলেন শিক্ষক পার্থ প্রতীম চৌধুরী। এই মর্মে তিনি জেলার বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক)-কে একটি চিঠিও দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, “মহার্ঘ ভাতা প্রদানের বিষয়টি ইতিমধ্যেই আদালতের বিচারাধীন। বর্তমান বাজারমূল্যের নিরিখে তিন শতাংশ মহার্ঘ ভাতা আমার প্রাপ্যের থেকেও আমার প্রতি সরকারের বঞ্চনাকেই প্রকাশ করে।”

West Bengal DA Case: বকেয়া DA-র দাবিতে ৯ মার্চ ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার? বড় সিদ্ধান্ত আন্দোলনকারীদের
চিঠিতে তাঁর সংযোজন, “তিন শতাংশ মহার্ঘ ভাতা যা সরকার মার্চ মাস থেকে দেওয়ার কথা ঘোষণা করেছে তা গ্রহণ করতে অস্বীকার করছি। মার্চ মাসে আমার বেতনে যেন সেই অতিরিক্ত তিন শতাংশ DA যোগ না করা হয় সেজন্য আবেদন জানাচ্ছি।” ইতিমধ্যেই স্কুলের প্রধান শিক্ষক মারফত এই আবেদনপত্র জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে জমা দিয়েছেন তিনি।

West Bengal DA Update : কর্মবিরতির পর এবার ধর্মঘট, বকেয়া DA-র দাবিতে বড় আন্দোলনের ডাক রাজ্য সরকারি কর্মীদের
এই ঘটনা কার্যত নজিরবিহীন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এতদিন কেন্দ্রীয় হারে DA-র দাবি তুলছিলেন রাজ্য সরকারি কর্মীরা। কিন্তু, কোনওভাবেই তাঁরা রাজ্য সরকারের দেওয়া অতিরিক্ত DA প্রত্যাখ্যানের কথা জানাননি। আগামী ১৫ মার্চ DA মামলার পরবর্তী শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। রাজ্য বাজেটে তিন শতাংশ DA ঘোষণার পরেও কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার তফাত থাকছে ৩৫ শতাংশ। আর এতেই ক্ষুব্ধ রাজ্য সরকারি কর্মীরা।

DA Protest: ডিএ আন্দোলনের জেরে ‘ছুটি’-তে শিক্ষকরা! দুর্গাপুরে স্কুলে ক্লাস নিচ্ছে পড়ুয়ারই
১০ মার্চ রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে রাজ্য সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চ। রায়গঞ্জের শিক্ষকের বর্ধিত DA না নেওয়ার এই সিদ্ধান্ত ‘অত্যন্ত সাহসী পদক্ষেপ’ বলে মন্তব্য আন্দোলনকারীদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *