কাপ যুদ্ধের নক আউট ম্যাচে দুটি রান আউট! ধোনির সঙ্গে একসূত্রে মিলে গেলেন হরমন। Twitter points out similarity between Harmanpreet Kaur and Mahendra Singh Dhoni World Cup semifinal run outs


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এভাবে দুটি ঘটনা একসূত্রে মিলে যাবে কে জানত! ২০১৯ সালের ১০ জুলাই থেকে ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি। ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার থেকে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়াম। নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে বিশ্বকাপের (ICC World Cup 2019) সেই সেমি ফাইনালের মোক্ষম সময় রান আউট হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। আর এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 Womens World Cup 2023) শেষ চারের ম্যাচে হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) সঙ্গে সেই একই ঘটনা ঘটে গেল। চার বছরের ব্যবধানে ভারতীয় ক্রিকেটের (Indian Cricket) দুটি হতভাগ্য ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। 

চার বছর আগে কিউইদের বিরুদ্ধে সেমি ফাইনালে রবীন্দ্র জাদেজা ও ধোনি পার্টনারশিপ গড়ে ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ম্যাচের মোক্ষম সময়ে মার্টিন গাপ্টিলের থ্রো ভারতীয়দের স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়। সেই সময় জেতার জন্য দরকার ছিল ২৪ রান। কিন্তু ‘ক্যাপ্টেন কুল’ আউট হতেই হেরে যায় ভারত। স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। ধোনি পরবর্তী সময় বলেছিলেন,’আমি যদি ডাইভ দিতাম, তাহলে হয়তো আউট হতাম না।’  

এবার ভারত-অস্ট্রেলিয়া শেষ চারের ম্যাচেও প্রায় একই পরিস্থিতি। হরমন যখন আউট হন, তখন ভারতের জয়ের জন্য দরকার ছিল ৪০ রান। অফস্টাম্পের লাইনে ফুল বল করেন জর্জিয়া ওয়ারহ্যাম। নীচু হয়ে শক্তি উজাড় করে দিয়ে ডিপের দিকে সুইপ মারেন হরমন। চাপের মধ্যে ডাইভ দিয়ে বল ধরেন বেথ মুনি। তিনি যখন বলটা ছোড়েন, তখন একেবারে হাসতে-হাসতে দু’রান পূরণ করছিলেন হরমন। কিন্তু ক্রিজে ঢোকার ঠিক আগের মুহূর্তে ব্যাট আটকে যায় ভারতীয় অধিনায়কের। যে বিষয়টি সম্ভবত বুঝতে পেরে স্টাম্প ভেঙে দেন অজি উইকেটকিপার অ্যালিসা হিলি। রিপ্লেতে দেখা যায়, ক্রিজে ব্যাট আটকে গিয়েছে হরমনের। দেহের কিছুটা অংশ ক্রিজের ভিতরে ঢুকে গেলেও ব্যাট বাইরে ছিল। তার জেরে রান আউট হয়ে যান হরমন ৩৪ বলে ৫২ রান।  

আরও পড়ুন:  ICC Womens T20 World Cup 2023, INDW vs AUSW: কমনওয়েলথ গেমস ফাইনালের রিমেক! হারাকিরি করতে গিয়ে কাপ যুদ্ধ থেকে বিদায় নিল ভারত

আরও পড়ুন: Harmanpreet Kaur, ICC Womens T20 World Cup 2023: সানগ্লাস পরে জনসমক্ষে এলেন হরমন! রান আউটের জন্য ক্ষমাও চাইলেন হতভাগ্য অধিনায়ক

বীরেন্দ্র শেহওয়াগ মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত ও ধোনির রান আউটের ছবি পোস্ট করে টুইট করেছেন, ‘ক্রিজে ম্যাচ উইনার এবং সেমিফাইনালে রান আউট। এই ধরনের হৃদয়বিদারক মুহূর্ত আগেও হয়েছে। দুঃখের ব্যাপার ভারত ছিটকে গিয়েছে। অস্ট্রেলিয়া আরও একবার প্রমাণ করল ওদের হারানো এত কঠিন কেন। ওয়েল ট্রায়েড গার্লস।’ 

এবং দুটি ঘটনার ক্ষেত্রেই একরাশ ক্ষোভ ও হতাশা নিয়ে মাঠ ছেড়েছিলেন দুই ৭ নম্বর জার্সিধারী। কারণ দুই তারকা দুর্ভাগ্য ভাবে রান আউট হওয়ার জন্যই যে কাপ যুদ্ধ থেকে ছিটকে যায় ভারত। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)                





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *