জাতীয় সড়কে ট্রাকের ধাক্কা! ওড়িশায় মৃত্যু বাংলার ৭ দিনমজুরের 7 people killed in a road accident at Odisha


বিমল বসু: পোলট্রি ফার্মে কাজ করতেন। মুরগি আনতে গিয়েছিলেন ওড়িশায়। ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৭ জনের! সকলেই এ রাজ্যের বাসিন্দা। ৩ আবার একই পরিবারের সদস্য! দুর্ঘটনা ঘটল কটকের কাছে জাজপুরে।

পুলিস সূত্রে খবর, মৃতেরা হলেন সুরজ মণ্ডল, মহম্মদ আমিরুল আলি সর্দার, করিম সর্দার , মহম্মদ আমজাদ আলি সর্দার , মহম্মদ আরিফ সর্দার  জাহাঙ্গির সর্দার এবং মোয়াজ্জেম সর্দার। বাড়ি, উত্তর ২৪ পরগনার বসিরহাটের নেহালপুরের সর্দার পাড়ায়।

আরও পড়ুন: Sunderban: ২ পড়ুয়া ২ শিক্ষিকা, বন্ধ হয়ে যাওয়ার মুখে সুন্দরবনের স্কুল

কীভাবে দুর্ঘটনা ঘটল? এদিন ভোররাতেই ওড়িশায় পৌঁছে গিয়েছিলেন বসিরহাটের ৭ যুবক। ঘড়িতে তখন প্রায় সাড়ে তিনটে। জাজপুরের ধর্মশালা এলাকায় জাতীয় সড়কের ধারে গাড়ি দাঁড় করিয়ে বাজার করছিলেন তাঁরা। আচমকাই একটি ট্রাক এসে সজোরে ধাক্কা মারে তাঁদের গাড়িতে! ঘটনাস্থলেই প্রাণ হারান ৬ জন। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করে ভর্তি করা হয় কটক মেডিক্যাল কলেজে। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে মৃত্যু হয় তাঁরও। 

সকালে খবর আসে গ্রামে। ৭ জনের দেহ ফিরিয়ে আনতে ইতিমধ্যেই ওড়িশা রওনা দিয়েছেন পরিবারের লোকেরা। এলাকার শোকের ছায়া

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *