DA West Bengal Latest News: ১ মার্চ থেকেই দুই কিস্তি মিলিয়ে মোট ৬ শতাংশ বর্ধিত DA, বিজ্ঞপ্তি জারি নবান্নের – west bengal government employee will get 6 percent da hike from 1 march salary


কেন্দ্রীয় হারে DA-র দাবিতে দিন দিন আন্দোলন তীব্র থেকে তীব্রতর করছেন রাজ্য সরকারি কর্মীরা। বাজেট অধিবেশনের দিন রাজ্য সরকারি কর্মীদের জন্য তিন শতাংশ বর্ধিত DA-র কথা ঘোষণা করেছিলেন বাংলার স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

শুক্রবার এই ঘোষণার প্রেক্ষিতে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ মার্চ থেকে রাজ্যের সরকারি কর্মীরা অতীতের ঘোষিত তিন শতাংশ এবং নতুন তিন শতাংশ, মোট ৬ শতাংশ বর্ধিত DA পেতে চলেছেন। শুধু কর্মরতরা নন, অবসরপ্রাপ্তরাও পেনশনের সঙ্গে একই হারে বর্ধিত DA পেতে চলেছেন।

DA West Bengal News: ডিএ আন্দোলনকারীদের বাড়িতে পুলিশি অনুসন্ধান? ‘দিল্লিতে ধর্নায় বসুন’, পালটা মানসের
প্রসঙ্গত, ২০২১ সালে জানুয়ারি মাসে রাজ্য সরকারি কর্মীদের জন্য তিন শতাংশ DA বৃদ্ধির কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। অতীতের সেই তিন শতাংশ এবং বাজেটের দিন ঘোষণা করা তিন শতাংশ, মোট ছয় শতাংশ বর্ধিত DA মার্চ মাস থেকে পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা।

এদিকে এই বিজ্ঞপ্তির পরেও ক্ষোভ প্রশমিত হচ্ছে না রাজ্য সরকারি কর্মীদের। সরকারি কর্মচারি পরিষদের তরফে দেবাশিস শীল বলেন, “আমাদের দাবি AICPI-র নির্ধারিত করে দেওয়া হারে DA। কলকাতা হাইকোর্টেও আমরা জিতেছি। দীর্ঘদিন আমরা লড়াই চালিয়ে এসেছি। ১০ মার্চ রাজ্য সরকারি কর্মীরা যে ধর্মঘটের ডাক দিয়েছে তা আমরা সমর্থন করেছি। ১৫ তারিখ মামলাটি সুপ্রিম কোর্টে উঠবে। আইনি লড়াইও আমরা চালিয়ে যাব।”

West Bengal DA Latest Update : ‘খুবই কম…!’ চিঠি লিখে অতিরিক্ত 3% DA নিতে অস্বীকার রায়গঞ্জের শিক্ষকের
DA নিয়ে আন্দোলন কোনওভাবেই থামছে না, এই বার্তাই দিয়েছেন তিনি। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে কিংকর অধিকারী বলেন, “৬ শতাংশ DA বাড়ল, এই বিষয়টির ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। কারণ এর মধ্যে ৩ শতাংশের কথা আগেই ঘোষণা করা হয়েছিল। বাকি তিন শতাংশ ঘোষণা হয়েছে বাজেটের দিন। সেক্ষেত্রে সাধারণ মানুষ অনেকেই বিষয়টি বুঝবেন না।”

তাঁর আরও মন্তব্য, “আন্দোলন কোনওভাবেই থামছে না। ১০ তারিখ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বকেয়া DA র জন্য লড়াই জারি থাকবে।” অন্যদিকে, রাজ্য সরকারি কর্মীদের পালটা আক্রমণ শানিয়েছিলেন মানস ভ্যুঁইয়া। কেন্দ্রের ‘আর্থিক বঞ্চনা’-র বিরুদ্ধে কেন মুখ খুলছেন না আন্দোলনকারীরা? প্রশ্ন তুলেছেন তিনি।

DA Latest News : শেষে রায় লিখলেন বিচারপতি নিজেই!
মানস ভ্যুঁইয়ার মন্তব্য, “দীর্ঘদিন ধরেই রাজ্যকে প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত রাখছে কেন্দ্র। কার্যত ‘আর্থিক স্ট্রাইক’ ঘোষণা করা হয়েছে। কিন্তু, সেই বিষয়টি নিয়ে আন্দোলনকারীরা কথা বলছেন না।” সরকারকে ‘উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ’ করা হচ্ছে বলেও মন্তব্য ছিল তাঁর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *