Dilip Ghosh : ‘রাজ্যের মন্ত্রীদের গাছে বেঁধে রাখতে পারি…’, ফের স্বমহিমায় দিলীপ ঘোষ – dilip ghosh attacks trinamool congress from jalpaiguri


Jalpaiguri News : উত্তরবঙ্গ সফরে গিয়ে ফের নজিরবিহীন ভাষায় রাজ্য সরকারের মন্ত্রীদের আক্রমন করলেন BJP-র সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শুক্রবার রাতে বানারহাটের হলদিবাড়ি চা বাগানে রাত কাটিয়ে শনিবার আচমকাই ডুয়ার্সের বানারহাটে আসেন দিলীপ ঘোষ। সেখানে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন।

Dilip Ghosh : ‘পুলিশ এখন গুন্ডা বাঁচানোর কাজ করছে…’ নিশীথের ‘বাড়ি ঘেরাও’ ইস্যুতে মুখ খুললেন দিলীপ
আর সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দিলীপের বেলাগাম মন্তব্য, “আমাদের তৃণমূল নেতা মন্ত্রীদের বাড়ি ঘেরাও করতে বাধ্য করবেন না। বাধ্য হলে আমরা রাজ্যের মন্ত্রীদের ধরে গাছে বেঁধে রাখতে পারি”। বানারহাটে এসে এমনই বললেন দিলীপ ঘোষ।

Dilip Ghosh : ‘শুধুই ভাঁওতাবাজি’, বকেয়া DA-নিয়ে ফের রাজ্যকে নিশানা দিলীপের
এদিন তিনি বলেন, “তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) BJP-র মন্ত্রী ও বিধায়কদের বাড়ি ঘেরাও কর্মসূচি পুরো ফালতু জিনিস। এটা ছোটলোকের রাজনীতি, ছ্যাঁচড়া রাজনীতি। আমাদের দল এসব রাজনীতি করে না।

Dilip Ghosh : ‘কালীঘাটের কাকুর মুখ খোলা উচিত…’, কোচবিহার থেকে মন্তব্য দিলীপের
আমাদেরও লোক রয়েছে। প্রয়োজনে রাজ্যের মন্ত্রীদের বাড়ি ঘেরাও করতে পারি। আমরাও রাজ্যের মন্ত্রীদের গাছে বেঁধে রাখতে পারি। কিন্তু আমরা এমনটা করব না”।

Kakoli Ghosh Dastidar : ‘কেউ চেনেনই না…’, ফের সুকান্তকে কটাক্ষ কাকলির
এদিন বানারহাট আসা নিয়ে দিলীপ ঘোষ বলেন, “দলীয় কর্মসূচিতে আমি বিভিন্ন জায়গায় যাই। সেখানকার স্থানীয় নেতা কর্মীরাই আমার থাকার ব্যবস্থা করেন। এখানে যেমন হলদিবাড়ি চা বাগানে আমার কালকে থাকার ব্যবস্থা হয়েছিল। আর ওই চা বাগান থেকে বানারহাট কাছেই। তাই হঠাৎ করে সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখতে চলে এলাম”।

Dilip Ghosh: ‘যাদের মুখ কালো, তারাই কালো পতাকা দেখায়,’ নেতাদের বাড়ি গিয়ে লাথি মারার নিদান দিলীপের
BJP সূত্রে খবর, আচমকাই এদিন বানারহাট সহ ডুয়ার্সের বেশ কিছু জায়গায় যান BJP সাংসদ দিলীপ ঘোষ। এদিন তিনি আরও বলেন, “আগামী পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) জন্য আমরা প্রস্তুত আছি। এবার আমরা আর নতুন নই।

Dilip Ghosh: ‘দিলীপ ঘোষ মানসিক ভারসাম্যহীন’, তীব্র কটাক্ষ রবীন্দ্রনাথ ঘোষের
আগেরবার আমাদের দলের কার্যকর্তারা নতুন ছিলেন। মনোনয়ন দাখিল করতেই যে এত সমস্যা হতে পারে তা সবার ধারনার বাইরে ছিল”। পঞ্চায়েত ভোট (Panchayat Election) কেমন হবে সেই নিয়ে প্রশ্ন করায় দিলীপ বলেন, “পশ্চিমবঙ্গে কোনও ভোট ঝামেলা ছাড়া হয়না। তৃনমূল কংগ্রেস (Trinamool Congress) সব ভোটেই ঝামেলা করে, তা সে কোনও সমবায়ের ভোট হোক না কেন।

TMC Vs BJP : কে ঘিরবে কার ঘর নয়া চ্যালেঞ্জ বঙ্গ রাজনীতিতে
এই তো ত্রিপুরা, আসাম, গুজরাটে ভোট হল। কেউ কোনও একটা ছোট হিংসারও খবর পাননি। আর যত ঝামেলা শুধু আমাদের রাজ্যে। এর জন্য দায়ী তৃনমূল কংগ্রেস”। সব শেষে বানারহাট থেকে দিলীপের হুঙ্কার, “এবার আমরা লড়াই করব যে যেমন চাইবে ঠিক তেমন ভাবে”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *