Elephant Attack : দক্ষিণেও দাঁতালের হানা, পাহারায় বনকর্মীরা – bankura elephans attacked forest department are on guard


এই সময়, দুর্গাপুর ও বাঁকুড়া: রাজ্যের উত্তর হোক বা দক্ষিণ, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন হাতির তাণ্ডব অব্যাহত। বৃহস্পতিবার জলপাইগুড়ির গজলডোবায় হাতির হানায় এক মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর পর দলছুট একটি দাঁতালের দৌরাত্ম্যে আতঙ্ক ছড়ায় বুদবুদের কসবা ও রণডিহায়। বৃহস্পতিবার রাতে বাঁকুড়ার সোনামুখী থেকে হাতিটি দামোদর পেরিয়ে চলে আসে কসবায়।

Madhyamik Exam 2023 : মাধ্যমিকে বসার আগেই মর্মান্তিক পরিণতি শিলিগুড়ির মেধাবী ছাত্রের, পিষে দিল হাতি
সঙ্গে সঙ্গে হুলাপার্টিকে নিয়ে হাতিটিকে অনুসরণ করেন বন দপ্তরের কর্মীরা। শুক্রবার ভোরে হাতিটি রণডিহা হয়ে চলে আসে ১৯ নম্বর জাতীয় সড়কে। মাধ্যমিক পরীক্ষার কথা ভেবে দ্রুত হাতিটিকে ঘুমপাড়ানি গুলিতে কাবু করা হয়। ঘুমন্ত অবস্থায় হাতিটিকে ট্রাকে চাপিয়ে বেলিয়াতোড় হয়ে ঝাড়গ্রামে নিয়ে যাওয়া হয়।

Madhyamik Examination 2023 : হাতির হানায় ছাত্র মৃত্যুর ঘটনার জের, মুখ্যমন্ত্রীর নির্দেশে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা
বর্ধমানের এডিএফও সোমনাথ চৌধুরী বলেন, ‘গজলডোবার ঘটনার পর আমাদের কাছে নির্দেশ এসেছে মাধ্যমিক পরীক্ষার সময় হাতির করিডরে নজরদারি বাড়াতে হবে। হাতি তাড়ানোর অভিযানে বেশি সময় নেওয়া যাবে না। তাই ঝুঁকি না নিয়ে সকাল ৮টার সময় হাতিটিকে ঘুমপাড়ানি গুলিতে নিস্তেজ করা হয়। সব প্রস্তুতিই ছিল। ক্রেনের সাহায্যে হাতিটিকে ট্রাকে তুলে ঝাড়গ্রামের উদ্দেশে রওনা করিয়ে দেওয়া হয়।’

Madhyamik Exam : বৈকুণ্ঠপুরের ঘটনায় শিক্ষা, শিলিগুড়িতে মাধ্যমিক পরীক্ষার্থীদের গাড়ি করে পৌঁছে দিল বন দফতর
পথে হাতিটিকে আনা হয় উত্তর বাঁকুড়ার বেলিয়াতোড় রেঞ্জ অফিসে। সেখানে শরীরে পর্যাপ্ত জল দেওয়ার পাশাপাশি গজরাজের শারীরিক পরীক্ষাও করা হয়। তার পর হাতিটিকে নিয়ে ঝাড়গ্রামের উদ্দেশে রওনা দেয় বন দপ্তরের গাড়ি। মুখ্য বনপাল (কেন্দ্রীয় চক্র) এস কুলানডাইভেল বলেন, ‘হাতিটি সুস্থ রয়েছে। ঝাড়গ্রামের ঘন জঙ্গলে ওকে ছেড়ে দেওয়া হবে।’

Madhyamik Examination 2023 : হাতি নিয়ে আতঙ্কের মাঝেই জঙ্গলমহলে মাধ্যমিক, বনের পথে বিশেষ ব্যবস্থা দফতরের
বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, দামোদর পেরিয়ে কসবায় হাতি ঢোকার খবর রাতেই বর্ধমান রেঞ্জকে জানিয়ে দেন বাঁকুড়ার বনাধিকারিকরা। ফলে আগে থেকেই হুলাপার্টি নিয়ে প্রস্তুত ছিলেন বর্ধমান রেঞ্জের বনকর্তারা। রাত প্রায় একটা নাগাদ হাতিটি এলেও কোনও ক্ষতি করেনি। কিন্তু এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটোছুটি করছিল।

Madhyamik Exam 2023 : ছেলের মৃত্যুর কথা শুনেই শোকে পাথর মা, মুখ্যমন্ত্রীর নির্দেশে অসুস্থ মহিলার বাড়িতে DM-SP
এদিন সকাল পৌনে ৬টা নাগাদ হাতিটিকে ফের সোনামুখীতে ফিরিয়ে দেওয়ার জন্য দামোদরের দিকে নিয়ে যাওয়া হয়। বনকর্মীরা জানান, নদীর মাঝে গিয়ে ফের কসবার দিকে চলে আসে হাতিটি। এর পরেই ঘুমপাড়ানি গুলি ছোড়ার সিদ্ধান্ত নেওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *