Haimanti Ganguly : হৈমন্তীর ফ্ল্যাটের সিঁড়িতে ৩ টেট প্রার্থীর নাম, চাঞ্চল্যকর অভিযোগ আন্দোলনকারীদের – haimanti ganguly news three tet candidate name mentioned in a list found from gopal dalapati wife house


হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের (Haimanti Ganguly) বেহালার ফ্ল্যাটের সিঁড়িতে মিলল তিন টেট চাকরিপ্রার্থীর (TET Candidate List) নাম। যারা ইতিমধ্যেই চাকরি পেয়ে গিয়েছেন। নিয়োগ তালিকায় আগেই নাম রয়েছে তাঁদের। শুক্রবার থেকেই নিয়োগ দুর্নীতিকাণ্ডে জুড়েছে এক রহস্যময়ী নারীর নাম। গোপাল দলপতির (Gopal Dalapati) দ্বিতীয় স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন এখন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের স্ক্যানারে। তার মধ্যেই এবার শনিবার সকালে হৈমন্তীর বেহালার ফ্ল্যাটের সিঁড়ি থেকে পাওয়া কাগজে চাকরিপ্রার্থীদের রোল নম্বর ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আন্দোলনকারী টেট প্রার্থীদের একাংশের দাবি, সুপারিশের মাধ্যমে চাকরি জুটিয়েছে এই তিনজন।
Haimanti Ganguly : ‘নিকুচি করেছে মেয়ের!’ কুন্তল বর্ণিত ‘রহস্যময়ী’ হৈমন্তীকে মৃত ঘোষণা মায়ের
হৈমন্তীর বাড়ির সিঁড়িতে সুপারিশ লিস্ট?

শনিবার সকালে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের বেহালার বাড়ির সিঁড়ি থেকে পাওয়া যায় একাধিক কাগজ। যেখানে উল্লেখ ছিল বেশ কিছু রোল নম্বর। বুঝতে আর বাকি থাকে না, এগুলো চাকরিপ্রার্থীদের তালিকা। জানা গিয়েছে, এই রোল নম্বরগুলি আদতে ২০১৪ সালে টেট পরীক্ষার্থীদের। যা নিয়ে কার্যত ফুঁসে উঠেছেন আন্দোলনকারী টেট প্রার্থীরা। মাতঙ্গিনী হাজরা মূর্তি পাদদেশে এখনও ধরনায় বসে অনেকেই।
Haimanti Ganguly: বর্ষায় অর্পিতা, বসন্তে হৈমন্তী! নিয়োগ দুর্নীতির পরতে পরতে ‘গেস্ট অ্যাপিয়ারেন্স’ রহস্যময়ীদের
তাঁদের মধ্যে ২০১৪ সালের প্রার্থী অচিন্ত্য সামন্ত এই সময় ডিজিটালকে বলেন, “আমাদের সঙ্গেই ২০১৪ সালে পরীক্ষা দিয়েছিল এমন তিনজনের নাম পাওয়া গিয়েছে ওই তালিকায়। তাঁদের নাম মেরিট লিস্টে রয়েছে। ২০২০ সালে পর্ষদের নিয়োগ তালিকা থেকে আমরা এই তিনজনকে চিহ্নিত করতে পেরেছি। আমরা মনে করে এরা সুপারিশের জন্যই হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের কাছে নাম দিয়েছিল। এদের চাকরি হয়েছে সুপারিশের মাধ্যমেই।”
Gopal Dalapati on Haimanti Gangopadhyay: ‘হৈমন্তী নির্দোষ, ওকে ফাঁসাচ্ছে কুন্তল!’ বিস্ফোরক স্বামী গোপাল
বিস্ফোরক এই অভিযোগ তোলার পাশাপাশি অচিন্ত্য সামন্ত বলেন, “আমাদের মতো কিছু যোগ্য চাকরিপ্রার্থী দিনের পর দিন রাস্তায় ধরনায় বসে রয়েছি। এখনও চাকরি পাচ্ছি না। আর এদিকে, সুপারিশের মাধ্যমে এভাবে চাকরি পেয়ে গিয়েছেন কিছু মানুষ। স্পষ্ট বোঝা যাচ্ছে, হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের বাড়ির সিঁড়ি থেকে পাওয়া রোল নম্বরগুলি আদলতে একটি সুপারিশ পত্রের তালিকা।” গুঞ্জা সরকার, প্রলয় কুমার গায়েন এবং সুশেন্দু হালদার নামে তিন প্রার্থীর নাম পাওয়া গিয়েছে হৈমন্তীর সিঁড়ি থেকে পাওয়া তালিকায়। তাঁদের দিকেই আঙুল তুলছেন আন্দোলনকারী টেট প্রার্থীরা।

Haimanti Ganguly

হৈমন্তীর বাড়ি থেকে পাওয়া তালিকার সঙ্গে মিলল নিয়োগে থাকা প্রার্থীদের নাম।

Kunal Ghosh On Recruitment Scam: হৈমন্তীর ফ্ল্যাটের সিঁড়িতে নম্বর লেখা কাগজ! বিরোধীদের কটাক্ষের জবাব কুণালের
উল্লেখ্য, ২০২০ সালে টেট পরীক্ষার নোটিফিকেশন বেরিয়েছিল। ২০২১ সালে তাঁদের ইন্টারভিউ হয়েছিল। এরপর নিয়োগ হয় ১৬ হাজার ৫০০ জনের। ১২ হাজার ৫০০ জনের নিয়োগ এখনও বাকি। যা এই মুহূর্তে বিচারাধীন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *