Madhyamik Examination 2023 : মাধ্যমিকের মাঝেই হঠাৎ অজ্ঞান পরীক্ষার্থী! স্কুলের সহায়তায় সুস্থ হয়ে পরীক্ষা শেষ – madhyamik examination 2023 a student became unconscious then gave exam


Malda News : রাজ্যে মাধ্যমিকের (Madhyamik Examination 2023) একটার পর একটা পরীক্ষা যত এগোচ্ছে, ততই নানান জায়গা থেকে পরীক্ষার্থীদের দুর্ঘটনাগ্রস্ত হওয়া বা অসুস্থ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার ও শুক্রবার পুরুলিয়া ও আসানসোল থেকে পরীক্ষার্থীর অসুস্থ হওয়ার খবর পাওয়ার পরে এদিন শনিবার এক পরীক্ষার্থীর অসুস্থ হওয়ার খবর এল মালদা(Malda) জেলা থেকে। পরীক্ষা চলাকালীন হঠাৎই জ্ঞান হারিয়ে ফেলল মাধ্যমিক পরীক্ষার্থী।

Madhyamik Examination 2023 : মাধ্যমিক চলাকালীন মালদায় অসুস্থ ২ পরীক্ষার্থী, হাসপাতালেই পরীক্ষা ব্যবস্থা করল স্কুল
তড়িঘড়ি ওই পরীক্ষার্থীকে হাসপাতালে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করা হয় পর্ষদের তরফে। শনিবার দুপুরে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদহের চাঁচলের নৈকান্দা হাই মাদ্রাসায়। পর্ষদ সূত্রে জানা গিয়েছে অসুস্থ পরীক্ষার্থীর নাম সামিমা খাতুন (১৬)। বাড়ি চাঁচল থানার লাহারডার দুর্গাপুর গ্রামে। জানা গিয়েছে, এই বছর সন্তোষপুর কাতলামারী হাইমাদ্রাসার মাধ্যমিক পরীক্ষার্থীদের আসন হয়েছে নৈকান্দা হাইমাদ্রাসায়।

Madhyamik Exam 2023: কড়া নজরদারিতে শুরু মাধ্যমিক, কেমন হল প্রথম দিনের পরীক্ষা?
আজ শনিবার ছিল আরবি বিষয়ের পরীক্ষা। এদিন সামিমা পরীক্ষাকেন্দ্রে লিখতে লিখতে হঠাৎ জ্ঞান হারায়। পর্ষদের তরফে ওই পরীক্ষার্থীকে চাঁচল সুপার স্পেশাল্যাটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলার পর সামিমার জ্ঞান ফিরে আসে। কিন্তু জ্ঞান ফিরলেও আগের মতন পরীক্ষা দিতে না পারায় রীতিমতো হতাশাগ্রস্থ হয়ে পড়ে ওই পরীক্ষার্থী।

Madhyamik Examination 2023 : মাধ্যমিকের প্রথম দিনে অসুস্থ ছাত্রী, হাসপাতালেই ইংরেজি পরীক্ষার ব্যবস্থা প্রশাসনের
পরিবারের সদস্যরা সামিমার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন। এই বিষয়ে সামিমার মা বলেন, “আমাদের মেয়ে পড়াশোনার ব্যাপারে প্রচুর টেনশনে ভোগে। আমরা অনেকবার এই বিষয়ে ওকে বুঝিয়েছি। কিন্তু লাভ হয়নি। এই পরীক্ষার অনেক আগে থেকেই সামিমা টেনশন করতে শুরু করে। আমরা এই ভয়টাই পাচ্ছিলাম। পরীক্ষা কেন্দ্রেই একেবারে অজ্ঞান হয়ে পড়ায় ওর পরীক্ষাও ক্ষতিগ্রস্ত হল”।

Madhyamik Exam: বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্রে! এবার ধরা পড়ল ভুয়ো পরীক্ষার্থী
শুধু সামিমা নয়। চাঁচল সুপার স্পেশাল্যাটি হাসপাতালে পরীক্ষা দিচ্ছেন কলিগ্রাম হাইস্কুলের পরীক্ষার্থী বর্ষা পারভীন। গতকাল পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে বর্ষা। পর্ষদের তরফে তাকে হাসপাতালে আনা হয়। সেখানেই পরীক্ষার বন্দোবস্ত করা হয়েছে। আজ শনিবারও হাসপাতালেই পরীক্ষা দিয়েছেন বর্ষা। পরিবারের সদস্যরা জানাচ্ছেন,যকৃতের সমস্যা রয়েছে বর্ষার। তাই মাঝে মধ্যে অসুস্থ হয়ে পরে সে।

Madhyamik Exam 2023: রাত পোহালেই রাজ্যে মাধ্যমিক, পড়ুুয়াদের পাশাপাশি পরীক্ষা পর্ষদেরও
এর জন্য রীতিমতো চিকিৎসাও চলছে। তার মধ্যেই পড়াশোনা চালিয়ে এবারের মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সে। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার বাকি আছে এখনও। সেগুলি সম্পন্ন না হলে বর্ষাকে হাসপাতাল থেকে ছাড়া সম্ভব নয়। তাই কবে আবার পরীক্ষা কেন্দ্রে গিয়ে বর্ষা পরীক্ষা দিতে পারবে, সেই প্রশ্নের উত্তর মেলেনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *