Nisith Pramanik: কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা, ছোড়া হল বোমা-পাথর – nisith pramanik convoy attacked at coochbehar dinhata


West Bengal Local News: রাজ্যে ফের আক্রান্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। দিনহাটার বাসন্তীতে স্বরাষ্ট্রমন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ির উপর হামলার চাঞ্চল্যকর অভিযোগ। ব্যাপক উত্তপ্ত দিনহাটা। কোচবিহারের দিনহাটার বাসন্তীতে ভরদুপুরে নিশীথ প্রামাণিকের গাড়ি লক্ষ্য করে একাধিক বোমা বর্ষণের অভিযোগ। গাড়ি লক্ষ্য করে চলে ইট বৃষ্টিও। এমনকী গুলিও চলে বলে খবর।

ঘটনার জেরে রণক্ষেত্রে দিনহাটা। জানা গিয়েছে, সুরক্ষিত আছেন প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। বোমাবর্ষণের জেরে তিনি গাড়িতেই আটকে পড়েন । গোটা ঘটনার ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। নিরাপত্তারক্ষীরা পরে তাঁকে গাড়ি থেকে বার করেন। ঘটনায় বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক সরাসরি তৃণমূলের দিকে আঙুল তুলেছেন।

Nisith Pramanik: শাহের প্রতিমন্ত্রী নিশীথের ‘বাড়ি ঘেরাও’ তৃণমূলের, এলাকায় জারি ১৪৪ ধারা

জানা গিয়েছে, অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিকের কনভয়কে লক্ষ্য করে চলে এদিন হয় বোমা বৃষ্টি। ছোড়া হয় পাথরও। সেই আঘাতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর গাড়ির কাচ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। বাড়ি ঘেরাওয়ের পর এবার কনভয়ে হামলা। কোচবিহার জেলার দিনহাটার বুড়িরহাটের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে। গোটা এলাকায় থমথমে পরিস্থিতি। বুড়িরহাটে তৃণমূল কংগ্রেসের ও বিজেপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। দুইপক্ষের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে বোমাবাজি,গুলি চালানোর অভিযোগ। তৃণমূলকর্মীদের বিরুদ্ধে ভাঙচুর ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের গাড়ি ভাঙার অভিযোগ উঠেছে। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে নিশীথকে কালো পতাকা দেখানোর অভিযোগ।

এলাকা মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী ।দুই পক্ষকে ছত্রভঙ্গ করে বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। দুইপক্ষ রাস্তায় দুইপাশে থাকায় উত্তেজনা রয়েছে। কোচবিহার সহ বিভিন্ন থানা এলাকা থেকে বিরাট পুলিশ বাহিনী বুড়িহাটে নিয়ে আসা হয়েছে।

Cooch Behar Viral Audio: পরিস্থিতি ভয়ঙ্কর করতে হবে…’, নিশীথের ‘বাড়ি ঘেরাও’ কর্মসূচির আগে ভাইরাল অডিয়ো! মুখ খুললেন উদয়ন

ক্ষোভ উগরে নিশীথ বলেন, ”বাংলায় যে রাজনৈতিক পরিস্থিতি তা সাধারণ মানুষ মেনে নেবে না। এই রাজনৈতিক পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে ভয়ানক হবে।আমার গাড়ি ভেঙেছে।আমি পুলিশকে জানিয়েই এই এলাকায় এসেছি।যারা ঢিল ছুড়ছে তাদের পুলিশ আড়াল করছে বলে অভিযোগ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক।” মন্ত্রীর সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর ওপরও আক্রমণ হয় বলে অভিযোগ। নিশীথের অভিযোগ, ”পুলিশকে জানিয়েও এখানে এসেছি কিন্তু, পুলিশ কোন ব্যবস্থাই নেয়নি।”

Jhargram News : ঝাড়গ্রাম জাতীয় সড়কে অবরোধ ঘিরে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ!

জানা গিয়েছে, কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এরপর বিজেপি পাল্টা মিছিল করে। শুক্রবার দিনহাটার বিধায়ক নিশীথ প্রামানিকের গড় ভেটাগুড়িতে মিছিল করেন। শনিবার দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের সাংসদ বুড়ির হাটে তার কনভয় নিয়ে গেলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আক্রমণ চালায় বলে অভিযোগ। এরপরেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *