North 24 Parganas News : ‘চুরি’ করেছে ছেলে, সন্দেহের বশে ছাদ থেকে উলটো করে ঝোলাল বাবা – north 24 parganas father allegedly arrested for beating son


West Bengal News : লঘু পাপে গুরু দণ্ড! ছেলে বাড়ি থেকে টাকা চুরি করেছে, সেই সন্দেহে ছেলেকে ছাদ থেকে পা ধরে ঝুলিয়ে রাখল বাবা! অভিযোগের ভিত্তিকে গুণধর বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) জেলার গোপালনগর থানা এলাকার দিঘারী গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ সরকারের ছেলে বিশাল সরকার (১১ বছর ) বাড়ি থেকে টাকা চুরি করেছে সেই সন্দেহে শুক্রবার দুপুরে তাকে একতলার ছাদ থেকে পা ধরে নিচের দিকে ঝুলিয়ে দেয়।

North 24 Parganas News : কিশোরীর চরিত্র নিয়ে প্রশ্ন তুলে কেটে দেওয়া হল চুল! হাবড়ায় ঘটনায় শোরগোল
ছেলে কিছুতেই স্বীকার করেনি যে, সে টাকা নিয়েছে। বিশাল সরকার তখন কেঁদেই চলেছে। সে বাবাকে অনুরোধ করে ছেড়ে দেওয়ার জন্য। জানায় শারীরিক ভাবে কষ্ট পাচ্ছে। ছেলে একাধিকবার কাকুতি মিনতি করলেও বাবা তা শুনতে চায়নি। ছেলের চিৎকারে জড়ো হয়ে যান প্রতিবেশীরা। চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা জড়ো হতেই তাঁদের চোখ কপালে ওঠে।

Hooghly Shootout : ‘…সাতে পাঁচে থাকত না’, গুলিতে স্বামীর এফোঁড় ওফোঁড় হওয়ার কথা শুনে আকুল স্ত্রী
কারণ জিজ্ঞাসা করতে গিয়ে তাঁরা জানতে পারেন, ছেলে বাড়ি থেকে টাকা চুরি করেছে। তাই তাকে ঝুলিয়ে দিয়েছে বাবা। বিশ্বজিৎকে প্রতিবেশীরা আবেদন করেন। জানান, বড় দুর্ঘটনা ঘটে যাবে। কিন্তু তাতেও সে শোনেনি। তারপর বাবার কাণ্ড দেখে থানায় খবর দেন স্থানীয়রা। ঝুলিয়ে দেওয়ার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

Paschim Medinipur News : ‘বাচ্চা বিক্রি আছে, কেউ কিনবেন?’ চন্দ্রকোনার যাযাবর দম্পতির হাঁকডাকে শোরগোল
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোপালনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত বাবাকে গ্রেফতার করা হয়েছে এবং বাচ্চাটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, এই প্রথম নয়, এর আগেও ছোটখাটো কারণে ওই ব্যক্তি নিজের শিশু পুত্রের ওপর অত্যাচার করেছেন৷

Dakshin 24 Pargana Crime : ‘পথের কাঁটা’ দুধের শিশুকে নৃশংসভাবে খুন! প্রেমিকের সঙ্গে সংসার পাততে ষড়যন্ত্র মায়ের?
এদিন তা মাত্রাছাড়া পর্যায়ে পৌঁছয়৷ একই সঙ্গে তাঁদের মতে, কোনও সুস্থ মানুষ কখনওই এমন নৃশংস কর্মকাণ্ড করতে পারেন না৷ তাই ওই ব্যক্তি আদৌ মানসিকভাবে সুস্থ কি না, সেটা দেখা দরকার৷ একই সঙ্গে ওর এমন কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে ভবিষ্যতে এমন নৃশংস কাজ করার কথা যেন স্বপ্নেও না ভাবে৷

Trending News : প্রেমের তাড়না, সমুদ্র পেরিয়ে ভারতে এসে প্রতারিত পাক তরুণী
পুলিশের তরফে এই বিষয়ে কোনও মন্তব্য না করা হলেও জানা গিয়েছে ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয় এক শিক্ষকের এই বিষয়ে মতামত, নিজের সন্তানকে অবশ্যই শাসন করুন, কিন্তু দেখতে হবে সেই শাসন যেন মারধর বা এমন বাড়াবাড়ির পর্যায় না পৌঁছয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *