TMC BJP Clash : মিছিলে যোগ দেওয়ার অপরাধে তৃনমূল কর্মীর বাড়ি ভাঙচুর, অভিযুক্ত BJP – cooch behar tmc leader house vandalised


Cooch Behar News : তৃণমূলের (Trinamool Congress) মিছিলে যোগ দেওয়ার অপরাধে তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল কোচবিহার (Cooch Behar) জেলায়। আজ শনিবার ভোরে তৃণমূল কর্মী বিপুল বর্মনের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে BJP কর্মীদের বিরুদ্ধে। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল শুক্রবার তৃণমূল কংগ্রেসের মিটিং ও মিছিল ছিল ভেটাগুড়ি এলাকায়। ওই মিছিলে যোগদান করেন তৃণমূল কর্মী বিপুল বর্মন।

Nisith Pramanik: কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা, ছোড়া হল বোমা-পাথর
এরপর আজ শনিবার ভোরবেলা একদল দুষ্কৃতী তার বাড়িতে হানা দেয় এবং গালিগালাজ করে তাঁর বাড়ি ভাঙচুর করে, এই অভিযোগ করেন বিপুল বর্মন। খবর পেয়ে এলাকায় পৌঁছেছে দিনহাটা থানার পুলিশ। তবে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় BJP নেতৃত্ব। BJP নেতা অজয় রায় বলেন, “এই অভিযোগ ভিত্তিহীন। আমাদের দলের কেউ এইসব কর্মকাণ্ডে যুক্ত নয়। এগুলি সব তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল”।

Nisith Pramanik: শাহের প্রতিমন্ত্রী নিশীথের ‘বাড়ি ঘেরাও’ তৃণমূলের, এলাকায় জারি ১৪৪ ধারা
এই ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের (Minister Nisith Pramanik) গড় দিনহাটার ভেটাগুড়ি। বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে এই ভেটাগুড়ি এলাকা। গত ১৯শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের বাড়ি ঘেরাও করে তৃনমূল কংগ্রেস।

Udayan Guha : ‘দোষীরা শাস্তি না পাওয়া অবধি নিশীথকে কালো পতাকা দেখানো হবে’, গিতালদহর ঘটনা নিয়ে নিদান উদয়নের
সেই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাতে ভেটাগুড়িতে মিছিল করে BJP। সেই মিছিল থেকে তৃনমুল নেতাদের চামড়া তুলে নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। সেই মিছিলের পালটা হিসাবে শুক্রবার রাতে পালটা মিছিল করে তৃনমূল। সেই মিছিলের নেতৃত্বে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।

Cooch Behar Viral Audio: পরিস্থিতি ভয়ঙ্কর করতে হবে…’, নিশীথের ‘বাড়ি ঘেরাও’ কর্মসূচির আগে ভাইরাল অডিয়ো! মুখ খুললেন উদয়ন
মিছিল শেষে রাতে বাড়ি ফিরে যায় তৃনমূল কর্মীরা। এরপর ভোররাতে ওই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। এই বিষয়ে ওই তৃনমূল কর্মী বিপুল বর্মন বলেন, “আমি দলীয় মিছিলে যোগদান করেছিলাম। তারপর রাতেই সব কিছু শেষ হওয়ার পর বাড়ি ফিরে আসি। রাস্তা ঘাটে পরিস্থিতি পুরো ঠিকঠাকই ছিল। কিছুই ঘটেনি।

Abhishek Banerjee : অভিষেকের বাড়ি যাওয়ার আগেই ধৃত পদ্ম কর্মীরা
রাতের খাওয়া সেরে ঘুমিয়ে পড়ি। হঠাৎ কাকভোরের দিকে বাড়ির বাইরে চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে দেখি একদল লোক বাড়ি ভাঙার চেষ্টা করছে। তাঁদের বাধা দিতে গেলে আমাকে আর আমার পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ওই লোকগুলি। কিছুটা বাড়ি ভাঙচুর চালিয়ে তারপর ওরা পালিয়ে যায়”।

Udayan Guha : BJP-তে যোগ উদয়নের ভাগ্নির! মামা বললেন, ‘যোগাযোগ নেই…’
ভাঙচুর চালানো ওই দুষ্কৃতীদের বিপুল চেনেন না বলেই জানান। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় তৃনমূল নেতৃত্ব জানিয়েছে, এলাকায় জোরদার আন্দোলন গড়ে তোলা হবে। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *