Toy Train : ছুটতে ছুটতে হঠাৎ পালটি টয় ট্রেনের, পাহাড়ে ব্যাহত যান চলাচল – kurseong toy train derailed while going to repair engine


এই সময়, শিলিগুড়ি: তিনধারিয়ায় মেরামতির জন্য নিয়ে যাওয়ার সময়ে বেলাইন হলো টয়ট্রেন। শুক্রবার বিকেল তিনটে নাগাদ ঘটনাটি ঘটে কার্শিয়াং শহর লাগোয়া গোথেলস সাইডিংয়ের কাছে। দার্জিলিংয়ে জয় রাইডে ব্যবহার হওয়া একটি স্টিম ইঞ্জিন বেহাল হয়ে পড়ায় সেটিকে একটি ডিজেল ইঞ্জিন তিনধারিয়ায় রেলের ওয়ার্কশপে টেনে নিয়ে যাচ্ছিল।

Howrah Amta Local: বড়সড় দুর্ঘটনার মুখে হাওড়া-আমতা লোকাল, ট্রেন বেলাইন হয়ে জখম একাধিক
রেলের কয়েকজন কর্মী একটি কামরায় ছিলেন। গোথলস সাইডিংয়ে স্টিম ইঞ্জিনটি আচমকা লাইন থেকে নেমে যায়। তবে রেলের দাবি, ওই ঘটনায় কেউ জখম হননি। ট্রেনেরও তেমন ক্ষতি হয়নি। ক্রেন এনে ফের স্টিম ইঞ্জিনটিকে লাইনে দাঁড় করিয়ে তিনধারিয়ায় নিয়ে যাওয়া হয়। টয়ট্রেনটি বেলাইন হওয়ায় ৫৫ নম্বর জাতীয় সড়কে যান চলাচল সামান্য ব্যাহত হয়।

Kamrup Express: খুলল ২ বগির সংযোগকারী পিন, জলপাইগুড়িতে বরাতজোরে রক্ষা কামরূপ এক্সপ্রেসের
তবে ফের স্টিম ইঞ্জিনটি লাইনে তোলার পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। রেলের এক আধিকারিক জানান, ‘এপ্রিলে পর্যটন মরসুম শুরুর আগে সমস্ত স্টিম ইঞ্জিনের মেরামতির কাজ চলছে। এই স্টিম ইঞ্জিনটিকেও সে জন্যই তিনধারিয়ার ওয়ার্কশপে নিয়ে যাওয়া হচ্ছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *