রেলের কয়েকজন কর্মী একটি কামরায় ছিলেন। গোথলস সাইডিংয়ে স্টিম ইঞ্জিনটি আচমকা লাইন থেকে নেমে যায়। তবে রেলের দাবি, ওই ঘটনায় কেউ জখম হননি। ট্রেনেরও তেমন ক্ষতি হয়নি। ক্রেন এনে ফের স্টিম ইঞ্জিনটিকে লাইনে দাঁড় করিয়ে তিনধারিয়ায় নিয়ে যাওয়া হয়। টয়ট্রেনটি বেলাইন হওয়ায় ৫৫ নম্বর জাতীয় সড়কে যান চলাচল সামান্য ব্যাহত হয়।
তবে ফের স্টিম ইঞ্জিনটি লাইনে তোলার পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। রেলের এক আধিকারিক জানান, ‘এপ্রিলে পর্যটন মরসুম শুরুর আগে সমস্ত স্টিম ইঞ্জিনের মেরামতির কাজ চলছে। এই স্টিম ইঞ্জিনটিকেও সে জন্যই তিনধারিয়ার ওয়ার্কশপে নিয়ে যাওয়া হচ্ছে।’