Trinamool Congress : পঞ্চায়েত নির্বাচনের আগে ফের দল ছাড়ার হিড়িক, কংগ্রেস-BJP ছেড়ে তৃণমূলে যোগ শতাধিক কর্মীর – malda congress and bjp members joins trinamool congress


Malda News : দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। তার আগে কংগ্রেস ও BJP শিবিরে বড়সড় ভাঙন ধরালো শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। জেলা তৃণমূল সভাপতির উপস্থিতিতেই কংগ্রেসের তিনজন ও BJP-র একজন বুথ সভাপতিকে যোগ দেওয়া করিয়ে ঘর ভরালো ঘাসফুল শিবির। তাঁদের হাত ধরে প্রায় শতাধিক কর্মী তৃণমূলে যোগদান করলেন। মা মাটি মানুষের উন্নয়নে সামিল হতেই এই যোগদান বলে দাবি করা হয়েছে।

Trinamool Congress : বালুরঘাটে ৩৫০ কর্মীর তৃণমূলে যোগদান! বিজেপির দাবি, ‘ভুয়ো…’
যোগদান কর্মসূচি থেকে গোটা বিধানসভা বিরোধী শূন্য করার ডাক দেন জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক। যদিও এই বুথ সভাপতিদের যোগদানকে ভুয়ো ও মিথ্যে বলে দাবি করেছেন বিরোধীরা। শনিবার মালদার (Malda) চাঁচল ২ নং ব্লকের গৌরহন্ড গ্রাম পঞ্চায়েতের সুতি গ্রামে এই যোগদান কর্মসূচির আয়োজন করা হয় তৃণমূল নেতৃত্বের তরফে।
Sukanta Majumdar : জনসংযোগ বাড়াতে ‘পাড়ায় সুকান্ত’ কর্মসূচি BJP-র! শুরুতেই ঘর ভাঙল RSP-র
সুতি গ্রামের ১৭ নম্বর বুথের কংগ্রেসের বুথ সভাপতি মজিবুর রহমান, ১৮ নম্বর বুথের কংগ্রেসের বুথ সভাপতি ফাইমুদ্দিন ও ১৯ নম্বর বুথের কংগ্রেসের বুথ সভাপতি শাহনাজ খাতুনের হাত ধরে ৫০ জন কংগ্রেস কর্মী তৃণমূলে যোগদান করেন। অন্যদিকে ১৮ নম্বর বুথের BJP-র বুথ সভাপতি দীনেশ চন্দ্র দাসের হাত ধরে প্রায় ৫০ জন BJP কর্মী এবং সমর্থক তৃণমূলে যোগদান করেন।

CPIM : পঞ্চায়েত ভোটের আগে বড় ধাক্কা, কাঁথিতে TMC-BJP ছেড়ে CPIM-এ যোগদানের হিড়িক
মালদা জেলা তৃণমূল কমিটির সভাপতি তথা মালতীপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বক্সি নবগতদের হাতে দলীয় পতাকা তুলে এবং গলায় উত্তরীয় পরিয়ে তাদের দলে স্বাগত জানান। এদিনের যোগদান কর্মসূচিতে জেলা তৃণমূল সভাপতি তথা মালতীপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বক্সী ছাড়াও উপস্থিত ছিলেন, চাঁচল ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হাবিবুর রহমান, তৃণমূল নেতা আমানত সরকার সহ অন্যান্যরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *