যোগদান কর্মসূচি থেকে গোটা বিধানসভা বিরোধী শূন্য করার ডাক দেন জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক। যদিও এই বুথ সভাপতিদের যোগদানকে ভুয়ো ও মিথ্যে বলে দাবি করেছেন বিরোধীরা। শনিবার মালদার (Malda) চাঁচল ২ নং ব্লকের গৌরহন্ড গ্রাম পঞ্চায়েতের সুতি গ্রামে এই যোগদান কর্মসূচির আয়োজন করা হয় তৃণমূল নেতৃত্বের তরফে।
সুতি গ্রামের ১৭ নম্বর বুথের কংগ্রেসের বুথ সভাপতি মজিবুর রহমান, ১৮ নম্বর বুথের কংগ্রেসের বুথ সভাপতি ফাইমুদ্দিন ও ১৯ নম্বর বুথের কংগ্রেসের বুথ সভাপতি শাহনাজ খাতুনের হাত ধরে ৫০ জন কংগ্রেস কর্মী তৃণমূলে যোগদান করেন। অন্যদিকে ১৮ নম্বর বুথের BJP-র বুথ সভাপতি দীনেশ চন্দ্র দাসের হাত ধরে প্রায় ৫০ জন BJP কর্মী এবং সমর্থক তৃণমূলে যোগদান করেন।
মালদা জেলা তৃণমূল কমিটির সভাপতি তথা মালতীপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বক্সি নবগতদের হাতে দলীয় পতাকা তুলে এবং গলায় উত্তরীয় পরিয়ে তাদের দলে স্বাগত জানান। এদিনের যোগদান কর্মসূচিতে জেলা তৃণমূল সভাপতি তথা মালতীপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বক্সী ছাড়াও উপস্থিত ছিলেন, চাঁচল ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হাবিবুর রহমান, তৃণমূল নেতা আমানত সরকার সহ অন্যান্যরা।