অস্ট্রেলিয়া উইমেন ১৫৬/৬
দক্ষিণ আফ্রিকা উইমেন ১৩৭/৬
১৯ রানে জিতে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
ম্যাচের সেরা বেথ মুনি (৫৩ বলে ৭৪*)
সিরিজের সেরা অ্যাশলে গার্ডনার (১১০ রান, ১০ উইকেট)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রুদ্ধশ্বাস দুই সেমিফাইনালের পর চলতি মেয়েদের টি-২০ বিশ্বকাপ ( ICC Women’s T20 World Cup 2023 Final) পেয়ে গিয়েছিল দুই ফাইনালিস্টকে। রবিবার কেপটাউনের নিউল্যান্ডসে আইসিসি-র (ICC) শোপিস ইভেন্টের মহাযুদ্ধে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা (AUS-W vs SA-W)। অস্ট্রেলিয়া পাখির চোখ ছিল ট্রফি ক্যাবিনেটে আরও একটি ট্রফি যোগ করার দিকে। অন্যদিকে প্রোটিয়া বাহিনী চেয়েছিল দেশের মানুষের মুখে হাসি ফোটাতে। কিন্তু ফাইনাল ল্য়াপ কীভাবে পার করতে হয়, তা হলুদ জার্সিধারীদের চেয়ে ভালো সম্ভবত আর কেউ জানে না। এদিন অস্ট্রেলিয়া ১৯ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ষষ্ঠবারের জন্য চ্যাম্পিয়ন হল। ২০১০, ২০১২, ২০১৪, ২০১৮, ২০২০ র পর ফের ২০২৩-এ ক্যাঙারু বাহিনীরা নিজেদের কুড়ি ওভারের ফরম্যাটে শ্রেষ্ঠত্ব প্রমাণ করল বিশ্বমঞ্চে।
আরও পড়ুন: WATCH | Pilar Rubio: ইনি বিখ্যাত ফুটবলারের লাস্যময়ী স্ত্রী! মোট সম্পত্তির পরিমাণ জানলে চমকে যাবেন
ইংল্যান্ডকে ৬ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা উঠেছিল ফাইনালে। অন্য়দিকে ভারতকে রুদ্ধশ্বাস ফাইনালে ৫ রানে হারিয়ে অস্ট্রেলিয়া এসেছিল শেষ ল্যাপে। এদিন মেগ ল্যানিংয়ের অস্ট্রেলিয়া টস জিতে প্রথমে ব্যাট করে। সুনে লুসের দক্ষিণ আফ্রিকার দুরন্ত বোলিং অজিদের ১৫৬ রানে বেঁধে রেখেছিল। ওপেনার বেথ মুনি (৫৩ বলে ৭৪*) যদি না দাঁড়াতে তাহলে অস্ট্রেলিয়ার রান কোথায় দাঁড়াত, তা নিয়ে সন্দেহ রয়েছে। বাকি ব্যাটারদের মধ্যে কারোর রানই বলার মতো নয়। ব্যতিক্রম সিরিজের সেরা অ্যাশলে গার্ডনার। তিনে নেমে ২১ বলে ২৯ রান করেন তিনি। অস্ট্রেলিয়ার মেয়েরা নির্ধারিত ওভারে ১৫৬/৬ তোলে। এই রানই দক্ষিণ আফ্রিকার কাছে পাহাড় প্রমাণ হয়ে দাঁড়িয়েছিল। ওপেনার লরা ওলভার্ড (৪৮ বলে ৬১) একা ১৭ ওভার পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছিলেন। তবে ফাইনালের মতো ম্যাচে তাঁকে সঙ্গ দেওয়ার মতো সেভাবে কেউ ছিল না। শেষ ওভারে জয়ের জন্য ২৭ রান প্রয়োজন ছিল প্রোটিয়া বাহিনীদের। কিন্তু লক্ষ্যপূরণ আর করতে পারেনি আয়োজক দেশ। শেষ হাসি হাসে অস্ট্রেলিয়াই।