DA Latest News : ‘সরকারের সঙ্গে আর সহযোগিতা নয়!’ DA নিয়ে রাজ্যের বিজ্ঞপ্তির পরেও মঙ্গলে কর্মবিরতির ঘোষণা – west bengal govt employees call 2 hour strike on tuesday in demand of due da


সরকারের সঙ্গে সমস্ত রকমের অসহযোগিতা করতে চাইছে সরকারি কর্মচারি এবং পেনশনাররা। বকেয়া ডিএ-র (West Bengal Govt Due DA) দাবিতে ফের একবার কর্মবিরতির ডাক দিল ৩৬টি সংগঠনের যৌথ সংগ্রামী মঞ্চ। আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার ২ ঘণ্টার জন্য রাজ্যজুড়ে ফের একবার পেন ডাউনের পথে হাঁটবেন সমস্ত সরকারি দফতরের কর্মীরা।

DA West Bengal Latest News: ১ মার্চ থেকেই দুই কিস্তি মিলিয়ে মোট ৬ শতাংশ বর্ধিত DA, বিজ্ঞপ্তি জারি নবান্নের
কেন্দ্রীয় হারে DA-র দাবিতে দিন দিন আন্দোলন তীব্র থেকে তীব্রতর করছেন রাজ্য সরকারি কর্মীরা। বাজেট অধিবেশনের দিন রাজ্য সরকারি কর্মীদের জন্য তিন শতাংশ বর্ধিত DA-র কথা ঘোষণা করেছিলেন বাংলার স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শুক্রবারই এই ঘোষণা নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। তবে বিজ্ঞপ্তি জারির পরও নিজেদের অবস্থানে অনড় আন্দোলনকারীরা।

West Bengal DA Update : কর্মবিরতির পর এবার ধর্মঘট, বকেয়া DA-র দাবিতে বড় আন্দোলনের ডাক রাজ্য সরকারি কর্মীদের

কী কী কর্মসূচি সরকারি কর্মীদের?

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ মার্চ থেকে রাজ্যের সরকারি কর্মীরা অতীতের ঘোষিত তিন শতাংশ এবং নতুন তিন শতাংশ, মোট ৬ শতাংশ বর্ধিত DA পেতে চলেছেন। শুধু কর্মরতরা নন, অবসরপ্রাপ্তরাও পেনশনের সঙ্গে একই হারে বর্ধিত DA পেতে চলেছেন। এই নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে জানাচ্ছেন আন্দোলনকারীরা। তাঁদের বক্তব্য, “বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্তি তৈরির প্রতিবাদ জানিয়ে আমরা কর্মবিরতির ডাক দিচ্ছি।” ব্লক লেভেল, ডিসট্রিক্ট লেভেল, SDO-তে ২ থেকে ৪ মার্চ পর্যন্ত বিক্ষোভ দেখাবেন কর্মচারিরা। ৫ মার্চ শহিদ মিনার ময়দানে জমায়েত করবেন তাঁরা।

West Bengal DA Latest Update : ‘খুবই কম…!’ চিঠি লিখে অতিরিক্ত 3% DA নিতে অস্বীকার রায়গঞ্জের শিক্ষকের
প্রসঙ্গত, ২০২১ সালে জানুয়ারি মাসে রাজ্য সরকারি কর্মীদের (West Bengal Govt Employees) জন্য তিন শতাংশ DA বৃদ্ধির কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। অতীতের সেই তিন শতাংশ এবং বাজেটের দিন ঘোষণা করা তিন শতাংশ, মোট ছয় শতাংশ বর্ধিত DA মার্চ মাস থেকে পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা। এদিকে এই বিজ্ঞপ্তির পরেও ক্ষোভ প্রশমিত হচ্ছে না রাজ্য সরকারি কর্মীদের।

West Bengal DA Case: বকেয়া DA-র দাবিতে ৯ মার্চ ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার? বড় সিদ্ধান্ত আন্দোলনকারীদের
সরকারি কর্মচারি পরিষদের তরফে দেবাশিস শীল বলেন, “আমাদের দাবি AICPI-র নির্ধারিত করে দেওয়া হারে DA। কলকাতা হাইকোর্টেও আমরা জিতেছি। দীর্ঘদিন আমরা লড়াই চালিয়ে এসেছি। ১০ মার্চ রাজ্য সরকারি কর্মীরা যে ধর্মঘটের ডাক দিয়েছে তা আমরা সমর্থন করেছি। ১৫ তারিখ মামলাটি সুপ্রিম কোর্টে উঠবে। আইনি লড়াইও আমরা চালিয়ে যাব।” এখন দেখা যাক, ১৫ মার্চ সুপ্রিম কোর্টের শুনানিতে কতটা স্বস্তি পান রাজ্য সরকারি কর্মচারিরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *