Haimanti Ganguly Mother : ‘সৎ বংশ, কোনও দুনম্বরি করতে পারে না’, সুর বদলে অভিনেত্রী হৈমন্তীকে ‘ক্লিনচিট’ মায়ের – haimanti ganguly model mother says her daughter is not involved in teacher recruitment case


“ও সৎ বংশের মেয়ে, কোনও দুনম্বরি করতে পারে না…”, এই ভাষাতেই মেয়ের পাশে দাঁড়ালেন নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো অভিনেত্রী তথা মডেল হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের মা বুলা গঙ্গোপাধ্যায়। তাঁর আরও দাবি, “মেয়ে কিছু কাজে হয়তো ব্যস্ত। তবে ও সামনে আসবে। তবে কবে আসবে জানি না। ওকে ফাঁসানো হতে পারে।”

হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের কণ্ঠে প্রথম উঠে এসেছিল হৈমন্তীর নাম। নিয়োগ দুর্নীতিতে গোপাল দলপতির দ্বিতীয় স্ত্রীর যোগ রয়েছে বলে দাবি করেছিলেন তিনি। এরপরেই এই ‘রহস্যময়ী’-কে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় হয়েছে গোটা রাজ্য। মধ্যবিত্ত বাড়ির এই মেয়ের হাতে দেদার অর্থ কোথা থেকে এল? দামি গাড়ি, ফাইভ স্টার বিলাস, কোথা থেকে এত টাকা আসত? উঠছে প্রশ্ন।

Haimanti Ganguly : হৈমন্তীর ফ্ল্যাটের সিঁড়িতে ৩ টেট প্রার্থীর নাম, চাঞ্চল্যকর অভিযোগ আন্দোলনকারীদের
ইতিমধ্যেই সামনে এসে হৈমন্তীকে নিয়োগ দুর্নীতিতে যুক্ত না থাকার ‘ক্লিন চিট’ দিয়েছেন গোপাল দলপতি। তবে বিবাহ বিচ্ছেদের পথে হেঁটেছেন তাঁরা, জানিয়েছেন এমনটাও। এদিকে, গতকাল অর্থাৎ শনিবার পর্যন্ত হৈমন্তীর মা বুলা গঙ্গোপাধ্যায় দাবি করেছিলেন মেয়ে তাঁর কাছে মৃত। কিন্তু, সপ্তাহের শেষ দিনে পালটি খেলেন তিনিও।

এদিন তিনি বলেন, “আমার মেয়ে শান্ত, সৎ। লোকে একদিন বুঝবে ও কত ভালো। অনেক শ্বশুরবাড়ির লোকেরা শান্ত মেয়েকে নিয়েও নিন্দা করে। তার মানে কি সে দোষী!” এদিকে বিতর্ক শুরু হওয়ার পর থেকেই হৈমন্তীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। কোথায় অভিনেত্রী? উঠছে সেই প্রশ্নও।

Kunal Ghosh On Recruitment Scam: হৈমন্তীর ফ্ল্যাটের সিঁড়িতে নম্বর লেখা কাগজ! বিরোধীদের কটাক্ষের জবাব কুণালের
এই প্রসঙ্গে অভিনেত্রীর মা বলেন, “আমি জানি না। কোনও কাজে ব্যস্ত হয়তো। ঠিক একসময় সামনে এসে যা বলার বলবে। ও সৎ বংশের মেয়ে। কোনও দুনম্বরি করতে পারে না। একদিন সকলেই বুঝতে পারবে ও কতটা সৎ ছিল।” হৈমন্তীর চোখ ধাঁধানো লাইফস্টাইল যতই চর্চার বিষয় হয়ে দাঁড়াক, তাঁর মায়ের দাবি তিনি কোনও মতে দিন চালাতেন। বুলা বলেন, “ও প্রথমে চাকরি করত। পরে সিনেমা-সিরিয়ালে কাজ করত। আর একটা পার্লার ছিল বলে শুনেছি। কোনওদিন যাইনি। এই করেই কোনওমতে পেট চলত ওর।”

Haimanti Gangopadhyay Model : ‘জামাইবাবুর পেশা কী?’ মুখ খুললেন হৈমন্তীর বোন
জামাই গোপালকে নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু, রবিবার সেক্ষেত্রেও সুর নরম করতে শোনা গেল তাঁকে। তিনি বলেন, “বিয়ের প্রথম প্রথম গোপাল এই বাড়িতে আসত। এখন তো ওদেরই সম্পর্ক নেই। ওদের মধ্যে সম্পর্ক কেমন ছিল ওরাই বলতে পারবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *